X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে আমরা কেন উদ্ভাবনের কথা ভাবি না: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৩, ১৬:৩৫আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১৬:৩৯

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সব রাজনৈতিক দলকেই আহ্বান জানাবো, আমাদের যারা নতুন প্রজন্ম অর্থাৎ দেশের ভবিষ্যৎ– তাদের জিম্মি করে কোনও রাজনৈতিক কর্মসূচি না দেই। সারা পৃথিবী এখন উদ্ভাবনের কথা বলছে, রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রেও আমরা কেন কিছুটা উদ্ভাবনের কথা ভাবি না। জনদুর্ভোগ না ঘটিয়ে আমরা কীভাবে প্রতিবাদ করতে পারি, কীভাবে দাবি-দাওয়া তুলে ধরতে পারি– এগুলো রাজনৈতিক দলগুলোকে ভাবতে হবে। এমন রাজনৈতিক কর্মসূচি, যেগুলো মানুষকে জিম্মি করে ফেলে, সেটা অবশ্যই গ্রহণযোগ্য না।

রবিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমনা পরীক্ষার ফলাফল ব্রিফিংয়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নতুন কারিকুলামের সমালোচনার জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন শিক্ষাক্রম আসেই। নতুন যেকোনও কিছু আসলেই মানুষের মেনে নিতে একটু কষ্ট হয়। কারণ পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে দৃষ্টিভঙ্গিরও কিছু পরিবর্তন করতে হয়। এবারের যে শিক্ষাক্রম সেটি পরিবর্তন বা সংস্কার নয়, এটি হলো রূপান্তর। এটা শুধু আমাদের দেশে হচ্ছে তা নয়, বিশ্বব্যাপী এখন সব দেশেই শিক্ষায় রূপান্তর নিয়ে আসা হচ্ছে।’

আগে মুখস্ত বিদ্যার পরীক্ষা হতো উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা যে সময়ে বড় হয়েছি, তখন পরীক্ষার হল থেকে বেরিয়ে এলে প্রথম প্রশ্ন ছিল– কমন পড়েছে কিনা? তার মানে, আমরা কিছু প্রশ্নের উত্তর মুখস্ত করতাম। যেখানে শিক্ষক সবচেয়ে ভালো সাজেশন দেয় সেই প্রতিষ্ঠান ভালো। কেউ কেউ বলতো ১৫টা প্রশ্ন পড়ো, ১০টা কমন আসবে। পাঁচটা রচনা মুখস্ত করো, তার থেকে দুটো আসবে। সেই মুখস্ত রচনা লিখে দিয়ে আসা হতো। সুতরাং মুখস্ত বিদ্যার একটা পরীক্ষা হতো মাঠে। তাতে সঠিকভাবে মেধা যাচাই হতো না।’

দীপু মনি বলেন, ‘এখন প্রযুক্তির যুগ। যে দ্রুততায় বিশ্ব বদলাচ্ছে তার সঙ্গে যদি আমাদের নতুন প্রজন্মকে খাপ খাইয়ে নিতে হয়, কর্মক্ষম হয়ে স্বাবলম্বী হতে হয়, তাহলে একেবারে ভিন্ন পদ্ধতিতে তাদের শিখতে হবে। যদি শিখতে হয় তখন মুখস্তবিদ্যা আর কাজে আসবে না। ছোটবেলা থেকে শেখা শুরু করতে হবে এবং আমাদের নতুন শিক্ষাক্রম সেটাই করছে।’

মূল্যবোধ, বিজ্ঞান ও প্রযুক্তি শিখতে হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘কেউ কেউ আপত্তি করছেন। আন্দোলনের নাম দিয়ে, বিশেষ করে অনলাইনে বেশ সোচ্চার তারা। কিন্তু সংখ্যায় তারা বেশি না। মূলত কোচিং ব্যবসার সঙ্গে জড়িত একটা চক্র এর পেছনে আছে। এর সঙ্গে নোটবই গাইডবই ব্যবসার সঙ্গে যারা জড়িত ছিল, প্রকাশক ছাড়া, সেই একটা চক্র আছে। তার সঙ্গে সামনে নির্বাচন, সরকারের রাজনৈতিক প্রতিপক্ষ যারা আছে তাদেরও অংশগ্রহণ আছে।’

তিনি বলেন, ‘অনলাইনে তাদের কার্যক্রম একটু লক্ষ্য করলেই বুঝা যাবে এরা কারা। এর সঙ্গে সবচেয়ে ভয়ঙ্ককর কাজ হলো, মিথ্যাচারের পাশাপাশি ধর্মীয় উস্কানি দেওয়ার এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে।’

এ সময় আরও ছিলেন– শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান প্রমুখ।

/এসও/আরকে/
টাইমলাইন: এইচএসসি’র ফল প্রকাশ
২৬ নভেম্বর ২০২৩, ১৬:৩৫
রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে আমরা কেন উদ্ভাবনের কথা ভাবি না: শিক্ষামন্ত্রী
২৬ নভেম্বর ২০২৩, ১৩:২১
২৬ নভেম্বর ২০২৩, ১২:১৯
২৬ নভেম্বর ২০২৩, ১১:১২
সম্পর্কিত
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে চায় রাশিয়া
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলবে
সর্বশেষ খবর
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
পবিত্র কোরআনে বৃষ্টির নানা রূপ বর্ণনা
পবিত্র কোরআনে বৃষ্টির নানা রূপ বর্ণনা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে