X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

আইএসের কারারক্ষী ছিলেন ব্রাসেলসের হামলাকারী!

বিদেশ ডেস্ক
২৩ এপ্রিল ২০১৬, ২০:১২আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ২০:১৭
image

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের সন্ত্রাসী হামলায় অংশ নেওয়া এক আত্মঘাতী হামলাকারীকে শনাক্ত করতে সমর্থ হয়েছেন সশস্ত্র সুন্নিপন্থি সংগঠন ইসলামিক স্টেট- আইএসের হাতে বন্দি থাকা দুই সাংবাদিক। ওই সাংবাদিকদের জন্য নিয়োগকৃত অ্যাটর্নি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন শনাক্তকৃত ব্যক্তির নাম নাজিম লাকরাওই। তিনি আইএসের কারারক্ষী হয়ে কাজ করতেন।

আরও পড়ুন: মার্কিন জোটের বিমান হামলায় চারমাসে নিহত মাত্র ২০ বেসামরিক ব্যক্তি!

ফরাসি সাংবাদিকদের ওই অ্যাটর্নি জানিয়েছেন, ২০১৩ সালে আইএস-এর হাতে বন্দী ফরাসি সাংবাদিকদের যেখানে আটকে রাখা হয়েছিল, ব্রাসেলসের জাভেনতেম বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলাকারী নাজিম লাকরাওই সেখানে কারারক্ষী হিসেবে নিযুক্ত ছিলেন। বিমানবন্দরে চালানো ওই বোমা হামলায় ১৬ জন নিহত হয়েছিলেন।  

আরও পড়ুন: ইরানের জব্দকৃত ২ বিলিয়ন ডলার পাচ্ছেন ১৯৮৩ সালে নিহত মার্কিন সেনারা

ব্রাসেলস বিমানবন্দরে দুই হামলাকারীর একজন নাজিম লাকরাওই-২

২০১৪ সালের এপ্রিলে আইএস-এর কাছ থেকে ছাড়া পাওয়া চার সাংবাদিকের মধ্যে ওই দুই জনের আইনজীবী মেরি-লরা ইনগোফ বলেছেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি, তিনিই (নাজিম) আমার মক্কেলদের কারারক্ষী ছিলেন।’ তিনি ফরাসি সংবাদমাধ্যমকে আরও জানান, তার এক মক্কেল নিকোলাস হেনিন গত মাসে ওই হামলাকারীকে আনুষ্ঠানিকভাবে শনাক্ত করেছেন।

আরও পড়ুন: জিকার শঙ্কা থেকে মুক্ত নয় বাংলাদেশও!

উল্লেখ্য, চলতি মাসের ২২ মার্চ ব্রাসেলসের ব্যস্ততম জাভেনতেম বিমানবন্দরে নাজিম লাকরাওই এবং ইব্রাহিম এল-বাকরাওই আত্মঘাতী বোমা হামলা চালান। অপরদিকে, মায়েলবিক মেট্রো স্টেশনে (পাতালরেল) এক ঘণ্টার ব্যবধানে আত্মঘাতী বোমা হামলা চালান ইব্রাহিমের ভাই খালিদ এল-বাকরাওই। ভয়াবহ ওই সন্ত্রাসী হামলায় অন্তত ৩২ জন নিহত হন। আহত হন দুই শতাধিক। হামলার দায় স্বীকার করে অনলাইনে দেওয়া বিবৃতিতে ইসলামিক স্টেট (আইএস) আরও ভয়াবহ হামলা আসছে বলে হুমকিও দিয়েছিল। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এসএ/বিএ/

সম্পর্কিত
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপস্কুল বন্ধ ফ্রান্সে, ইতালিতে নিষিদ্ধ বাইরের কাজ
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় গাজার ব্যস্ত ক্যাফেতে ইসরায়েলি হামলার নৃশংসতা
ইউক্রেনের লুহানস্ক শতভাগ মস্কোর নিয়ন্ত্রণে: রুশপন্থি কর্মকর্তা
সর্বশেষ খবর
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
শাহজালাল বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে ট্রলির আঘাত
শাহজালাল বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে ট্রলির আঘাত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
দেওয়ানগঞ্জে ডিবি পুলিশের ওপর হামলা করে দুই আসামি ছিনতাই
দেওয়ানগঞ্জে ডিবি পুলিশের ওপর হামলা করে দুই আসামি ছিনতাই
সর্বাধিক পঠিত
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু