X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

কানাডাকে কূটনীতিকের সংখ্যা কমাতে বললো ভারত

আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫৮আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫৮

ভারতে কানাডার কূটনীতিকের সংখ্যা কমানোর জন্য অটোয়াকে বলেছে দিল্লি। বৃহস্পতিবার ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কানাডার কূটনীতিকদের হস্তক্ষেপের কথা তুলে ধরে এ কথা জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি। খালিস্থানপন্থি হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ড নিয়ে দুই দেশের উত্তেজনার মধ্যে এ কথা জানালো ভারত। কানাডার হাইকমিশনও তাদের কর্মীদের সংখ্যা ‘সমন্বয়’ করার জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি  এ খবর জানিয়েছে।

কানাডায় খালিস্তানপন্থি হারদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে সোমবার ভারতকে কাঠগড়ায় তোলেন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছিলেন, কানাডার নাগরিক নিজ্জার হত্যাকাণ্ডে ভারত সরকারের গুপ্তচরদের হাত থাকতে পারে। ট্রুডোর অভিযোগ প্রত্যাখ্যান করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই অভিযোগ অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত। অটোয়া ও নয়াদিল্লিতে কূটনৈতিক বহিষ্কার, বাণিজ্য আলোচনা স্থগিত, ভারতের কানাডায় ভ্রমণ সতর্কতা জারি এবং কানাডার নাগরিকদের ভারতীয় ভিসা দেওয়া সাময়িক স্থগিত করা হয়েছে। এই বিরোধের জেরে ইতোমধ্যে দুই দেশের বাণিজ্য আলোচনা ও অক্টোবরের জন্য পরিকল্পিত একটি বাণিজ্য মিশন স্থগিত করা হয়েছে।

ভারত সরকারের এই ঘোষণার কয়েক ঘণ্টা আগে কানাডার নাগরিকদের ভিসা দেওয়া সাময়িক  বন্ধ  করা হয়। ভিসা বন্ধের সিদ্ধান্তে ভারতে আসতে আগ্রহী কয়েক হাজার মানুষের ওপর প্রভাব পড়তে পারে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি সাংবাদিকদের বলেছেন, কানাডায় ভারতীয় কূটনীতিকের সংখ্যার চেয়ে ভারতে কানাডীয় কূটনীতিকের  সংখ্যা বেশি। ফলে এই সংখ্যা কমানো প্রয়োজন।

তিনি বলেন,  কানাডা সরকারকে আমরা জানিয়েছি কূটনৈতিক উপস্থিতিতে সমতা থাকা উচিত। কানাডায় আমাদের উপস্থিতির চেয়ে এখানে তাদের কূটনীতিকের সংখ্যা অনেক বেশি। আমার অনুমান এই সংখ্যা কমানো  হবে।

মুখপাত্র বলেছেন, এই পদক্ষেপের ক্ষেত্রে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কানাডার কূটনীতিকদের হস্তক্ষেপ একটি কারণ।

কানাডার নাগরিকদের ভিসা বন্ধ  করার বিষয়ে অরিন্দম বাগচি বলেছেন,  নিরাপত্তা হুমকি কর্মকর্তাদের কাজকে বাধাগ্রস্ত করছে। নিরাপত্তা নিয়ে  পরিস্থিতির কারণে মিশনের  কর্মীরা ভিসা প্রক্রিয়া নিয়ে কাজ করতে পারছেন না।

তিনি  বলেন,  আপাতত কানাডায় নিরাপত্তা পরিস্থিতি বিরাজ করছে এবং কানাডা সরকারের নিষ্ক্রিয়তার  কারণে আমরা ভিসা সেবা সাময়িক বন্ধ  রেখেছি।

কানাডায়  ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার আহ্বান  জানানোর  একদিন পর ভিসা স্থগিত করাহলো।

কানাডার  হাইকমিশন এর আগে বলেছিল, সামাজিক যোগাযোগমাধ্যমে দূতাবাসের কর্মীদের বিভিন্ন হুমকির ঘটনায় কূটনীতিকদের সংখ্যা সমন্বয় করা হবে।  এক বিবৃতিতে বলা হয়েছিল,  বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা তুঙ্গে ওঠার  কারণে আমাদের কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত  করতে  পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর ফলে  সতর্কতার খাতিরে আমরা ভারতে  কর্মীদের উপস্থিতি সমন্বয় করার সিদ্ধান্ত নিয়েছি।

নিজ্জার  হত্যাকাণ্ড নিয়ে ট্রুডোর অভিযোগের বিষয়ে কানাডার নিষ্ক্রিয়তাকে একটি বড় উদ্বেগের উল্লেখ করে বাগচি বলেন, আমাদেরকে দেওয়া কোনও সুনির্দিষ্ট তথ্য দেখতে আমরা আগ্রহী। কিন্তু এখন পর্যন্ত আমরা কানাডা থেকে কোনও সুনির্দিষ্ট তথ্য পাইনি।

আরও পড়ুন:

/এএ/
সম্পর্কিত
প্রথমবারের মতো মার্কিন পোপ, রবার্ট প্রেভোস্ট হলেন পোপ লিও চতুর্দশ
কাশ্মীরে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত ও এফ-১৬ ভূপাতিতের দাবি ভারতের
সিসটিন চ্যাপেল থেকে সাদা ধোঁয়া, ক্যাথলিকদের নতুন পোপ নির্বাচিত
সর্বশেষ খবর
ভারত-পাকিস্তান সংঘাতে পিএসএল সরে গেলো আমিরাতে
ভারত-পাকিস্তান সংঘাতে পিএসএল সরে গেলো আমিরাতে
টিভিতে আজকের খেলা (৯ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৯ মে, ২০২৫)
কনফারেন্স লিগের ফাইনালে চেলসি, প্রতিপক্ষ রিয়াল বেতিস
কনফারেন্স লিগের ফাইনালে চেলসি, প্রতিপক্ষ রিয়াল বেতিস
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ