X
শনিবার, ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

ভাস্কর্য ইস্যুতে যে সুপারিশ করেছে সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২০, ১৭:২২আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ২০:৪৪

ভাস্কর্য ইস্যুতে যে সুপারিশ করেছে সংসদীয় কমিটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরোধিতা যারা করছে তাদের বিপক্ষে জনমত গড়ে তুলতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংসদীয় কমিটি। একইসঙ্গে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা।
রবিবার (৬ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত বৈঠকে এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিটি এ ঘটনায় ইন্ধনদাতা ও দোষীদের শাস্তির আওতায় আনার সুপারিশ করা হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি শাজাহান খান বাংলা ট্রিবিউনকে বলেন, মুক্তিযুদ্ধের সময় ইসলামের নামে খুন, নারী ধর্ষণ, ২০১৩ সালে আন্দোলনের নামে পবিত্র কোরআন পুড়িয়ে ফেলা ও বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা এবং ভাস্কর্য নির্মাণে বিরোধিতা একই সূত্রে গাঁথা। তারা অসৎ রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে ভাস্কর্যকে ইস্যু করে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করছে। জনগণকে ঐক্যবদ্ধ করে সব চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহত করার সুপারিশ জানিয়ে সংসদীয় কমিটি বলছে, যারা ভাস্কর্যের বিরোধিতা করছে তাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলবে হবে।
এদিকে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করা হয়। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে বিভিন্ন ওয়াজ এবং কুষ্টিয়াতে নির্মাণাধীন বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙ্গার ন্যক্কারজনক ঘটনায় কমিটির পক্ষ থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। এছাড়া ঘটনার পেছনে যাদের ইন্ধন ও হাত রয়েছে তাদের শাস্তির আওতায় আনার সুপারিশ করা হয়।
এদিকে বৈঠকে রাজাকারদের তালিকা তৈরির অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে এ সংক্রান্ত সাব কমিটির প্রধান শাজাহান খান বলেন, আমরা মুক্তিযুদ্ধ সংসদের উপজেলা পর্যায়ের সদ্য সাবেক কমান্ডারকে আহবায়ক করে এবং মুক্তিযুদ্ধকালীন জীবিত কমান্ডারদের নিয়ে রাজাকারদের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করার পরামর্শ দিয়েছি। মন্ত্রণালয় এ কমিটি গঠনের জন্য সব জেলা প্রশাসকদের চিঠি দেবে।
৪২ হাজার মুক্তিযোদ্ধার তালিকা যাচাই-বাছাই প্রসঙ্গে তিনি বলেন, দেশের মুক্তিযোদ্ধাদের বেশিরভাগই আওয়ামী ঘরনার। মুক্তিযোদ্ধার তালিকায় আওয়ামী লীগের প্রাধান্য বেশি দেখে ক্ষমতায় থাকলে বিএনপি ২০০৫ সালে তাদের মনোভাবাপন্ন অনেককে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করেন। এদের বেশিরভাগই ছিল ভুয়া মুক্তিযোদ্ধা। পিস কমিটির নেতাদেরও তখন মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্তির প্রমাণ পাওয়া গেছে। যার কারণে বিষয়টি হয়তো নতুন করে যাচাই হচ্ছে।
বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্ট ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের শূন্য পদে দ্রুত নিয়োগের সুপারিশ করা হয়।
শাজাহান খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, এ বি তাজুল ইসলাম, কাজী ফিরোজ রশীদ, ওয়ারেসাত হোসেন বেলাল এবং মোছলেম উদ্দিন আহমদ অংশ নেন।

আরও পড়ুন...
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির নিন্দা

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে জড়িতদের বিষয়ে যে তথ্য পেয়েছে পুলিশ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে জড়িত মাদ্রাসার দুই শিক্ষক ও ছাত্র

বাংলাদেশের মাটিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য হবেই: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ

ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রাস্তায় চলচ্চিত্র শিল্পী-কুশলী

ভাস্কর্য ভাঙা কোনও আলেমের দায়িত্ব নয়: মাওলানা আশরাফ

ভাস্কর্যবিরোধীদের ওপর রাজাকারের প্রেতাত্মা ভর করেছে: ব্যারিস্টার সুমন

ভাস্কর্য ভাঙচুর বিচ্ছিন্ন ঘটনা: স্থানীয় সরকার মন্ত্রী

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ঢাকায় জাসদের বিক্ষোভ

ওয়াজ মাহফিলে রাজনৈতিক আলোচনা করলে প্রতিহতের নির্দেশ ছাত্রলীগের

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে জড়িতদের বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের নিন্দা: আলেমদের সতর্ক হওয়ার আহ্বান গাণির

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলা মানে দেশের ওপর হামলা: হানিফ

ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে উত্তাল বঙ্গবন্ধু এভিনিউ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের শাস্তির দাবিতে ববিতে মানববন্ধন

সিসিটিভি ফুটেজে শনাক্ত ভাস্কর্য ভাঙচুরকারীরা (ভিডিও)

অনেক হয়েছে, এবার থামুন: ওবায়দুল কাদের

রাতে মাদ্রাসা থেকে বেরিয়ে আবু বকর ও নাহিদ ভাস্কর্য ভাঙে: স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টে রিট

‘বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনা বরদাস্ত করা হবে না’

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চলন্ত ট্রেনে নবজাতকের জন্ম
চলন্ত ট্রেনে নবজাতকের জন্ম
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বৈষম্যবিরোধী নেতাদের ওপর হামলা, আহত ৪
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বৈষম্যবিরোধী নেতাদের ওপর হামলা, আহত ৪
শাহবাগ ছাড়া আর কোথাও ব্লকেড নয়: হাসনাত
শাহবাগ ছাড়া আর কোথাও ব্লকেড নয়: হাসনাত
রাজশাহীতে বোরো ধানের বাম্পার ফলন
রাজশাহীতে বোরো ধানের বাম্পার ফলন
সর্বাধিক পঠিত
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ