X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

যশোরে কিশোর নিহতের ঘটনায় কর্মকর্তারা সম্পৃক্ত!

উদিসা ইসলাম
২৪ আগস্ট ২০২০, ২১:৩৫আপডেট : ২৪ আগস্ট ২০২০, ২৩:০৮

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোরকে হত্যা যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে গত ১৩ আগস্ট তিন কিশোর নিহতের ঘটনায় কেন্দ্রের কর্মকর্তাদের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা মিলেছে বলে জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম। এ ঘটনায় গঠিত জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেছেন। নিয়ম অনুযায়ী এখন সেটি কমিশনে উত্থাপন করে প্রতিবেদনের সুপারিশ বিবেচনা করে মন্ত্রণালয়ের কাছে করণীয় জানিয়ে দেওয়া হবে। সোমবার সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারম্যান।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, বিকালে কমিটি তদন্ত প্রতিবেদন দিয়েছে। সঙ্গে কাগজপত্র, ভিডিও, সাক্ষী জমা দিয়েছে। এখনও পুরোপুরি দেখার সুযোগ হয়নি। তবে কর্মকর্তাদের সম্পৃক্ততা ও অবহেলার সত্যতা মিলেছে।

আরও পড়ুন:

মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি আরও সময় চেয়েছে

'সংশোধন নয়, অপরাধপ্রবণ হচ্ছে বন্দিরা'

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের আরও ৪ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বন্দি ৭ কিশোর শ্যোন অ্যারেস্ট

তদন্ত কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, আমার বিশেষ কোনও নির্দেশনা তদন্ত কমিটিকে দেওয়া ছিল না। আমি  কমিটিকে বলেছিলাম, ‘যা পেয়েছো তা-ই লিখবে। দোষী যারা তাদের উপযুক্ত শাস্তি পেতে হবে। তারা এলাকা পরিদর্শন ও সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে এবং স্থানীয় থানার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে স্বাধীনভাবে প্রতিবেদন প্রস্তুত করেছে।

এর আগে ১৪ আগস্ট এক অফিস আদেশে কমিশনের উপ-পরিচালক এম, রবিউল ইসলামকে প্রধান করে দুই সদস্যের এই কমিটি গঠন করে দেওয়া হয়। সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলে কমিশন। শিশু উন্নয়ন কেন্দ্রে আসলে কীভাবে হতাহতের ঘটনা ঘটেছে, সেখানে মানবাধিকার লঙ্ঘন বিষয়ক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ এবং দায়িত্বশীলদের দায়িত্বে কোনও অবহেলা ছিল কি না সেসব বিষয় কমিটিকে খতিয়ে দেখতে বলা হয়। কমিশনের সহকারী পরিচালক মো. আজহার হোসেন কমিটিতে অন্তর্ভুক্ত ছিলেন।

আরও পড়ুন:


        ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা তৎপর হলে ঘটনা এতদূর গড়াতো না’ (ভিডিও)

শিশু উন্নয়ন কেন্দ্রে ৩ কিশোর হত্যা, ৫ কর্মকর্তা রিমান্ডে

কর্মকর্তারাই চালিয়েছেন পৈশাচিক নির্যাতন: পুলিশ সুপার

শিশু উন্নয়ন কেন্দ্রে তিন জনকে হত্যা: পাঁচ কর্মকর্তাসহ ‘জড়িত’ ১২ জন শনাক্ত

ওসির স্থানে এলেন প্রতিনিধি 


তথ্যানুসন্ধানে কমিটি জানতে পারে, গত ৩ আগস্ট শিশু উন্নয়ন কেন্দ্রের হেডগার্ডকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। কমিশন তার পাঠানো চিঠিতে এর উল্লেখ করে লিখেছে, অনুসন্ধানের স্বার্থে ওই ডায়েরির কপি ও ঘটনার পরবর্তীকালে এ বিষয়ে নেওয়া পদক্ষেপ সংক্রান্ত বিষয়ে অফিসার ইনচার্জ, কোতোয়ালি মডেল থানা, যশোর-এর বক্তব্য শোনা প্রয়োজন।

চেয়ারম্যান নাসিমা জানান, ওসি আসতে পারেননি এবং তিনি উপ-পরিদর্শককে পাঠিয়ে তার মাধ্যমে তথ্য-উপাত্ত সরবরাহ করেছেন। কেন ডেকে পাঠাতে হলো তার উত্তরে চেয়ারম্যান জানান, এই কেন্দ্রের ঘটনা নিয়ে ৩ তারিখ একটি জিডি হয়েছিল। তদন্ত কমিটির মনে হয়েছে, তদন্তের স্বার্থে সেই জিডির কপি দেখা জরুরি।

হাসপাতালে ভর্তি করা হয়েছে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের আহত বন্দিদের

উল্লেখ্য, ১৩ আগস্ট দুপুরে যশোর সদর উপজেলার পুলেরহাটে শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোরের মৃত্যু হয়, আহত হয় আরও অন্তত ১৫ জন। শিশু উন্নয়ন কেন্দ্র কর্তৃপক্ষের বরাতে পুলিশ প্রথমে বলে, বন্দি কিশোরদের ‘দুই পক্ষের সংঘর্ষে’ হতাহতের এ ঘটনা ঘটেছে। পরে আহত কিশোররা অভিযোগ করে, কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা তাদের দফায় দফায় মারধর করে, তাতেই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মাসুদকে পরের দিনই সাময়িক বরখাস্ত করা হয় এবং মন্ত্রণালয় থেকেও একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়।

  আরও পড়ুন:

 শিশু উন্নয়ন কেন্দ্রে ৩ কিশোর নিহতের ঘটনায় মামলা, মরদেহ হস্তান্তর

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক সাময়িক বরখাস্ত, মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নৃশংসতা: ময়নাতদন্ত সম্পন্ন

শিশু উন্নয়ন কেন্দ্রের ১০ কর্মকর্তা পুলিশ হেফাজতে

‘হাত-পা-মুখ বেঁধে পেটায়, ক্রসফায়ারের ভয় দেখায়’

যশোরে তিন কিশোর নিহতের ঘটনায় কেন্দ্রের কর্মকর্তা দায়ী হতে পারেন, ইঙ্গিত ডিআইজি’র

নিজেদের সংঘর্ষের পর কিশোররা মার খায় কেন্দ্র কর্মকর্তার হাতেও!

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষ, ৩ কিশোর নিহ

 

 

 

 

/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক মাসের মধ্যে চালু হচ্ছে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আহতদের জন্য হাসপাতাল
এক মাসের মধ্যে চালু হচ্ছে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আহতদের জন্য হাসপাতাল
চলতি বছর সৌদিতে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
চলতি বছর সৌদিতে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
কিশোরগঞ্জে নারীর মৃত্যুর ঘটনা তদন্ত করবে র‍্যাব
কিশোরগঞ্জে নারীর মৃত্যুর ঘটনা তদন্ত করবে র‍্যাব
শেখ হাসিনার বিরুদ্ধে সব ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করতে হবে: পরশ
শেখ হাসিনার বিরুদ্ধে সব ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করতে হবে: পরশ
সর্বাধিক পঠিত
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি