X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

অপ্রতুল সুবিধা নিয়ে নারীদের খেলা কঠিন

তানজীম আহমেদ
০৮ মার্চ ২০২৪, ১৩:০০আপডেট : ০৮ মার্চ ২০২৪, ১৩:০০

রোমান সানার হঠাৎ অবসরের সিদ্ধান্তের পর ক্রীড়াবিদদের বেতন-ভাতা ছাড়াও সুযোগ-সুবিধার বিষয়টি বেশ চর্চায় এসেছে। দেখা গেছে ক্রিকেট-ফুটবল ছাড়া অন্যসব ডিসিপ্লিনের অবস্থা সঙ্গীন। শুধু ছেলে নয়, মেয়েদের অবস্থাও তাই।

ক্রিকেট-ফুটবলে যারা চুক্তিবদ্ধ খেলোয়াড় তাদের বেতন আগের চেয়ে ভালো। নিগার সুলতানা জ্যোতি-পিংকিদের এখন লাখ টাকাও বেতন দিচ্ছে ক্রিকেট বোর্ড। পাশাপাশি বাফুফের চুক্তিবদ্ধ ৩১ ফুটবলারের মধ্যে ১৫ জন পাচ্ছেন ৫০ হাজার, ১০ জন ৩০ হাজার ও বাকি ৬ জনকে দেওয়া হচ্ছে মাসিক ১৫-২০ হাজার টাকা করে। এর আগে সর্বোচ্চ ২০ হাজার টাকা বেতন পেতেন অধিনায়ক সাবিনা খাতুন। বাকিরা পেতেন ১০ হাজার টাকা করে।

আর লিগ খেলছেন যারা, তাদের মধ্যে বসুন্ধরা কিংস ও আতাউর রহমান কলেজ ছাড়া বাকিদের পারিশ্রমিক নামকাওয়াস্তে। দেশের দুটি বড় খেলাতে মোটাদাগে বাছাইকৃত নারী খেলোয়াড়রা বেঁচে থাকার জন্য অর্থ পেলেও বাকিদের অবস্থা তথৈবচ। বিশেষ করে অপেক্ষাকৃত ছোট খেলাগুলোর অবস্থা আরও খারাপ। হকি, বক্সিং, আর্চারি, ভারোত্তোলন, শুটিং, সাঁতার, অ্যাথলেটিকসসহ অন্য সব খেলাই বেঁচে রয়েছে প্রায় সার্ভিসেস বাহিনীর ওপর। সেখানে অধিকাংশেই চাকরি কিংবা চুক্তিভিত্তিক খেলে অর্থ পেয়ে থাকেন।

নারী কাবাডি খেলোয়াড়রা

তবে তা যে আকর্ষণীয় তা বলা যাবে না। এক রোমান সানা দেশের বড় তারকা হয়েও বাংলাদেশ আনসারে মাত্র ২৫ হাজার টাকা বেতন পেয়ে থাকেন। তাহলে বুঝে নিন সেখানে বাকি পুরুষ কিংবা নারী ক্রীড়াবিদদের অবস্থা কেমন। তারপরও বেঁচে থাকার তাগিদে কিংবা খেলার টানে অপেক্ষাকৃত দরিদ্র ঘরের ছেলে-মেয়েরা এসে খেলছে।

এ নিয়ে হতাশা প্রকাশ করে এসএ গেমসে টানা দুবার সোনাজীয় ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘রোমান তো দেশের বড় তারকা হয়ে যা বেতন পায় তা বলে দিয়েছে। এর চেয়ে অনেক কম বেতনে অনেকে খেলে থাকেন যা শুনলে অবাকই হবেন। অনেক কষ্টে জীবনধারণ করে থাকেন। এভাবে হলে ক্রীড়াঙ্গনে ভালো ফল করা যেমন কঠিন, তেমনি ছেলেদের পাশাপাশি নারী ক্রীড়াবিদের এগিয়ে চলা কিংবা নতুন করে খেলতে আসাটা সহজ নয়।’

কমনওয়েলথ গেমসে রুপা জয়ী শাকিল আহমেদও মনে করেন ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা বাড়ালে ছেলেদের পাশাপাশি মেয়েদের জন্য খেলাটা দারুণ পেশা হিসেবে নেওয়া যায়, ‘আমি যেমন আন্তর্জাতিক অঙ্গনে পদক জিতে পুরস্কার পেয়েছি। এভাবে যদি সবাই সম্মান পায় তাহলে ক্রীড়ার প্রতি সবার আকর্ষণ বাড়বে। তখন মেয়েরাও আরও বেশি করে আসবে।’

তবে এখনও মেয়েদের চেয়ে পুরুষ ক্রীড়াবিদদের সংখ্যাই বেশি। শুধু তাই নয়, কোচের দিক দিয়েও তাই। এই যেমন ঢাকার বিকেএসপিতে ৭৩ জন কোচ আছে, এর মধ্যে মেয়েদের জন্য আছে মাত্র ১৬ জন! মেয়েদের হকি চালু হয়েছে সেখানে কোচ কিন্তু ছেলেরাই! কেননা এখন পর্যন্ত দেশে সেভাবে মেয়েদের কোচ হয়ে কেউ আত্মপ্রকাশ করছে না।

হ্যান্ডবলে একটি ম্যাচে জয়ের পর খেলোয়াড়দের আনন্দ

দেশের ফুটবলে ইতিহাস গড়া পুরুষ দলের নারী কোচ মিরোনা তো আফসোস করে বলেছেন, ‘মেয়েদের সেভাবে সুযোগ সুবিধা দিলে তারাও পারে অনেক ভালো কিছু করতে।’

ফুটবলের পর হ্যান্ডবলে থিতু হওয়া কোচ ডালিয়া আক্তারও নিজের অভিজ্ঞতা থেকে শুধু আক্ষেপই করে গেছেন। তিনিও ছেলেদের হ্যান্ডবল দলের নারী কোচ হয়ে ক্রীড়াঙ্গনে কম আলোড়ন তুলেননি। তার অভিজ্ঞতা থেকে বলেছেন, ‘একজন মেয়ে কেন খেলায় আসবে। খেলা শেষে কোচিং কেন তাকে টানবে? ফুটবল কিংবা ক্রিকেটে কিছু সুবিধা আছে। বাকি খেলাগুলোর অবস্থা তো বড় করে বলার মতো নয়। আমরা খেলে তো সেভাবে কিছু পাইনি। এখন কোচ হয়েছি। কিন্তু বেতন কিংবা বড় রকমের সম্মানী পাচ্ছি না। প্যাশন থেকে খেলার সঙ্গে আছি। কোচিংও করাচ্ছি। পাশাপাশি জীবনধারণে অন্য কাজও করতে হচ্ছে। এখন ফেডারেশন কিংবা ক্রীড়া প্রশাসন থেকে যদি এই বিষয়ে উদ্যোগ নেওয়া হয়— কীভাবে একজন খেলোয়াড় বেড়ে উঠবে, তার খেলার অবস্থান বুঝে জীবনধারণের সুযোগ করে দেওয়া যায় তাহলে ক্রীড়াঙ্গনের চেহারা আরও পাল্টাতে শুরু করবে। তখন নারীরা আরও উৎসাহিত হবে।’

শুধু ঢাকাকেন্দ্রিক ফেডারেশনের চিত্র দেখলে হবে না। ঢাকার বাইরে জেলাগুলোতে রুটিন অনুযায়ী কিছু কাজ হয়। সেখানে নারীদের জন্য আলাদা করে সম্মানী কিংবা বেতনভুক্ত কোচ কিংবা খেলোয়াড় নেই। কেননা তাদের ফান্ড বেশ অপ্রতুল। মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন অসহায় সুরে বলেছেন, ‘জেলাগুলোতে আমাদের ফান্ড তো সীমিত। খেলা আয়োজন করতে গিয়েই গলদঘর্ম হতে হয়। কীভাবে সারা বছরের জন্য পুরুষ কিংবা নারী কোচদের বেতন কিংবা সম্মানী দিয়ে খেলোয়াড়দের পরিচর্যা করাবে। যখন ইভেন্ট আসে তখন কিছুটা সাহায্য করা হয়।’

এর মাঝেই পরিষ্কার চিত্র ফুটে উঠেছে। অর্থের জোগান কিংবা সুযোগ-সুবিধা না বাড়লে ছেলেদের পাশাপাশি নারী ক্রীড়াবিদদের ভাগ্য তেমন একটা বদলাবে না।

/এমএস/
টাইমলাইন: নারী দিবস
০৮ মার্চ ২০২৪, ১৩:০০
অপ্রতুল সুবিধা নিয়ে নারীদের খেলা কঠিন
০৮ মার্চ ২০২৪, ১২:০০
সম্পর্কিত
‘মাদকগ্রহণকারী নারীর সংখ্যা বাড়লেও চিকিৎসায় পিছিয়ে রয়েছে’
মানবাধিকার রেকর্ড নিয়ে জাতিসংঘে সমালোচনার মুখে তালেবান
সুঁই-সুতোয় ‘স্বপ্ন বুনছেন’ ভোলার আমেনা খানম
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়