X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

সমাজে পুরুষের ওপর চাপ বাড়ছে

উদিসা ইসলাম
০৮ মার্চ ২০২৪, ১২:০০আপডেট : ০৮ মার্চ ২০২৪, ১৩:০২

আমার স্ত্রী চাকরি করেন। ৯টা ৫টা অফিস সময়ের বাইরেও তার নানাবিধ যুক্ততা রয়েছে। ঘরের বেশিরভাগ কাজ আমি সামলে নিতে চেষ্টা করি। তার বাইরের কাজ বেশি হওয়ায় ঘরে ফিরলে তাকে এক কাপ চা এগিয়ে দিলে— আমার মা-বোনের কটূ কথা শুনতে হয়। বন্ধুদের আড্ডায় সময় দিতে না পারলে বউকে টেনে নানা কথা শুনতে হয়। আমি দেখেছি, আমার বন্ধুরা নিয়মিত আড্ডা দিচ্ছে, রাত করে ঘরে ফিরছে। ঘরের কাজে স্ত্রীকে সামান্য সময়ও দিচ্ছে না। যার ফলে আমি কেন দিচ্ছি— সেই প্রশ্ন তুলে হাসাহাসি করে থাকে। কথাগুলো বলছিলেন ঘরে বসে কনসালটেন্সির কাজ করা রাহাত।

রাহাতের ঠিক উল্টো সাফায়েত বলছেন, আমার স্ত্রী বাইরে কাজ করে না। বিয়ের আগে থেকেই আমি বাসার সব খরচ চালাই। বেসরকারি চাকরি, আজ আছে কাল নেই। বেতন অনিয়মিত হয় মাঝেসাঝে। এসব আমি কাউকে বলতে পারি না। বহুদিন ধরে বাবা-মা, এক ভাই, স্ত্রী, এক কন্যার দায়িত্ব পালন করতে করতে ক্লান্ত হলেও এ সমাজ বলে দিয়েছে—  এটা আমাকে পারতেই হবে।

সব ধরনের কাজে নারীর অংশগ্রহণ বাড়ছে (ছবি: নাসিরুল ইসলাম)

পুরুষতান্ত্রিক সমাজে একজন পুরুষ পরিবারের সবার জন্য অর্থ উপার্জন করবে, সবার দায়িত্ব বহন করবে, সবার জন্য সিদ্ধান্ত দেবেন, তিনি তার স্ত্রীর সুবিধার কথা আলাদা করে ভাববেন না। স্ত্রী বেশি বেতনের চাকরি করলে তারও বেতন বেশি এমন চাকরি খুঁজতে হবে, স্ত্রী বসে টিভি দেখলে রান্নাঘরের বাসন পুরুষ হিসেবে তিনি ধুয়ে ফেলতে পারবেন না, এমন হাজারো রোল তাকে শেখানো হয়। নারীর জায়গায় থেকে সংবেদনশীলভাবে যদি সে অ্যাক্ট করে, তাহলে সমাজ তাকে ‘পুরুষ’ গণ্য করে না।

নারীর জায়গা থেকে দেখার কারণে কী ধরনের চাপ মোকাবিলা করতে হয় প্রশ্নে উন্নয়নকর্মী জাহিদ হোসেন বলেন, ‘‘অনেকে অভিযোগ করেন— আমি মানুষকে শাস্ত্রীয় বিধানের বাইরে যেতে উৎসাহিত করছি। আমাদের মতো নারীবাদীর কারণে মেয়েরা বেঁধে দেওয়া সীমানাকে প্রশ্ন করতে শুরু করছে, যাতে তাদের (পুরুষ) ক্ষতি হচ্ছে। আত্মীয়-স্বজনের মধ্যেও আপত্তি উঠেছে। যেমন, এক মামাতো বোনের বাল্যবিয়ে বন্ধ করায়, তাদের কাছে আমাকে ভিলেন হয়ে দাঁড়াতে হয়েছে। অভিযোগ ছিল, ঘরোয়া শৃঙ্খলা নষ্ট হচ্ছে। গত ‘মা দিবসে’ নারী হয়ে জন্মাতে না পারার কারণে এই মানবজন্মে কিছু অনিবার্য অপ্রাপ্তির বিষয়ে লিখেছিলাম। তাতে ভীষণ রকম ট্রলের শিকার হয়েছি।’’

সভ্যতার এই পর্যায়ে এসে, যখন পৃথিবীতে প্রতি ঘণ্টায় গড়ে পাঁচ জনের বেশি নারী ও কন্যাশিশু তাদের পরিবারের কারও হাতে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, যখন প্রতি তিন জন নারীর একজন জীবনে অন্তত একবার হলেও যৌন ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে, যখন শতকরা ৮৬ ভাগ নারী ও কন্যাশিশু জেন্ডার সহিংসতায় কোনও বিচারিক প্রতিকার পাচ্ছে না, তখন আমাদের সবারই— মানববাদী হয়ে ওঠার প্রথম পদক্ষেপ হিসেবে, নারীবাদী হয়ে ওঠা কর্তব্য। সামাজিক ও রাজনৈতিক দায়িত্বের কথা বাদ দিলেও ব্যক্তিগত শান্তি ও তৃপ্তির জন্যে সামাজিক চাপ সত্ত্বেও সবার নারীবাদী হয়ে ওঠা দরকার।

নারী শ্রমিকদের ওপর ভর করেই এগিয়ে চলেছে গার্মেন্ট খাত (ছবি: নাসিরুল ইসলাম)

পুরুষতন্ত্রের শিকার পুরুষও উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জোবাইদা নাসরিন বলেন, ‘সাম্প্রতিক সময়ের আত্মহত্যার কারণগুলো বিশ্লেষণ করলে দেখা যায়— সমাজের নির্ধারণ করে দেওয়া রোলগুলো পালন করতে না পারার কারণে সৃষ্ট হতাশা থেকে আত্মহত্যা করার সিদ্ধান্ত পর্যন্ত নিতে বাধ্য হচ্ছে। যে পুরুষরা সমতার বিষয়ে কথা বলে, যে পুরুষ পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে কথা বলে— তারা স্বভাবতই সেই প্রতিষ্ঠিত সমাজের চাপে থাকে। তিনি ফেমিনিন মেল, ফেমিনিস্ট মেল-এর যে চাপ সেটিকে উল্লেখ করে বলেন, ‘নারীবাদী পুরুষ, বা যে পুরুষ মেয়েলি ঢঙে কথা বলছেন— এ দুটোই পুরুষতান্ত্রিক সমাজ পছন্দ করে না। এর সঙ্গে পুরুষতান্ত্রিক যে ক্ষমতার চর্চা সেটা জড়িত। এ তিনটি কাটাতে না পারলে পুরুষরাও মানবিক হতে পারবেন না। পুরুষতন্ত্র পুরুষকে যেভাবে দেখতে চায়, তার বিরুদ্ধে গেলে পুরুষরা সমাজের তৈরি করা চাপে পড়তে বাধ্য।’

/এপিএইচ/
টাইমলাইন: নারী দিবস
০৮ মার্চ ২০২৪, ১২:০০
সমাজে পুরুষের ওপর চাপ বাড়ছে
সম্পর্কিত
হেফাজতের মহাসমাবেশ, লোকারণ্য সোহরাওয়ার্দী উদ্যান
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে হেফাজতের বিক্ষোভ
সর্বশেষ খবর
গাজীপুরে ইমাম হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
গাজীপুরে ইমাম হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের লেবার পার্টি এগিয়ে
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের লেবার পার্টি এগিয়ে
আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
দেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে নির্বাচনের বিকল্প নেই: শামসুজ্জামান দুদু
দেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে নির্বাচনের বিকল্প নেই: শামসুজ্জামান দুদু
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’