X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

স্কুলে হামলার আগে অনলাইনে হুঁশিয়ারি পাঠায় বন্দুকধারী

বিদেশ ডেস্ক
২৬ মে ২০২২, ১১:২২আপডেট : ২৬ মে ২০২২, ১১:২২

যুক্তরাষ্ট্রের টেক্সাসের প্রাথমিক স্কুলে হামলার কয়েক মিনিট আগে অনলাইনে মেসেজ পোস্ট দিয়ে সতর্ক করে বন্দুকধারী। বুধবার টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট জানান, ওই মেসেজে হামলাকারী গুলি চালাতে স্কুলে প্রবেশ করার কথা জানিয়ে দেয়। এই হামলায় ১৯ শিক্ষার্থী এবং দুই শিক্ষক নিহত হয়েছেন।

পুলিশের গুলিতে নিহত হওয়ার পর বন্দুকধারীর তাণ্ডব থেমে যায়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় পাঠানো এক বার্তায় বন্দুকধারী জানায়, নিজের দাদিকে গুলি করতে যাচ্ছে। এরপর ইন্টারনেটে আরেক পোস্টে সে নিশ্চিত করে তা করা হয়ে গেছে। আর এসব তথ্য সংবাদ সম্মেলনে জানিয়েছেন গভর্নর গ্রেগ অ্যাবোট।

হামলাকারী নিজের বাড়িতে থাকা দাদির মুখে চালিয়ে বাড়ি ছেড়ে যায় এবং স্কুলে হামলা চালায়। গুলি চালানো হলেও দাদি বেঁচে যান এবং পুলিশে খবর দেন। সালভাদোর রামোস (১৮) নামের সন্দেহভাজন এই হামলাকারী দাদির ওপর গুলি চালিয়ে নিজের গাড়ি রোব এলিমেন্টারি স্কুলের কাছে ধাক্কা দেয়। পরে স্কুলের কাছে থাকা এক পুলিশ সদস্য তার দিকে এগিয়ে গেলে তাকে এড়িয়ে স্কুলে ঢুকে পড়ে।

পুলিশ জানিয়েছে, ওই সময়ে কোনও গুলি বিনিময় হয়নি। তবে কর্তৃপক্ষ ওই সময় নিয়ে বেশি কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে। তদন্তের স্বার্থে বেশি কিছু জানানো না হলেও কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহভাজন ব্যাগ ভর্তি গুলি ফেলে দেয় এবং পুলিশ কর্মকর্তাকে দেখে স্কুলের দিকে দৌড় দেয়।

এআর-১৫ স্টাইলের রাইফেল নিয়ে রামোস পিছনের দরজা দিয়ে স্কুলে প্রবেশ করে। এরপরে সে চতুর্থ গ্রেডের ক্লাসে প্রবেশ করে সেখানে থাকা সবার ওপরে গুলি চালানো শুরু করে। কর্তৃপক্ষ জানিয়েছে, রামোস হামলার আগে বৈধভাবে দুইটি রাইফেল এবং ৩৭৫ রাউন্ড গুলি কেনে।

হামলার পরই পুলিশ ভবনটি ঘিরে ফেলে। জানালা ভেঙে শিশু ও কর্মীদের পালাতে সাহায্য করে। মার্কিন সীমান্ত টহল এজেন্টরাও সাড়া দেয় এবং হামলাকারীকে মোকাবিলায় ভবনে প্রবেশ করে। ক্রসফায়ারে পড়ে এক এজেন্ট আহত হয় বলে জানিয়েছেন এক নিরাপত্তা কর্মকর্তা।

পরে পুলিশের গুলিতে নিহত হয়েছে সন্দেহভাজন হামলাকারী সালভাদোর রামোস। হাইস্কুল থেকে ড্রপআউট হয়ে পড়া এই হামলাকারীর কোনও অপরাধের ইতিহাস কিংবা মানসিক অসুস্থতার রেকর্ডও নেই।

গভর্নর গ্রেগ অ্যাবোট জানিয়েছেন, হামলাকারী অনলাইনে পোস্ট করেছিলেন ফেসবুকে। তবে ফেসবুকের মূল কোম্পানি মেটা প্লাটফর্মের মুখপাত্র জানিয়েছেন, হামলার পর তারা একজনের কাছ থেকে অন্য জনের কাছে পাঠানো একটি ব্যক্তিগত মেসেজ খুঁজে পেয়েছেন। কে এই মেসেজ পেয়েছেন তা জানাতে অস্বীকৃতি জানান ওই মুখপাত্র।

সূত্র: রয়টার্স

আরও পড়তে পারেন: 

শিশুদের রক্ষায় জীবন বিলিয়ে দেন শিক্ষক ইরমা গার্সিয়া

যুক্তরাষ্ট্রের ‘গান লবি’ কী, কতটা প্রভাবশালী?

আরেকটি বন্দুক হামলা, আরেকবার অস্ত্র নিয়ন্ত্রণ বিতর্ক

শিগগির বদলাচ্ছে না যুক্তরাষ্ট্রের বন্দুক আইন

পোশাক ও পরিবার নিয়ে কটূক্তির কারণেই এই হত্যাকাণ্ড?

বন্দুকধারী ছিল বর্ম পরিহিত

যুক্তরাষ্ট্রকে কেন প্যারালাইজড বললেন ওবামা?

স্কুলে ঢোকার আগে নিজের দাদিকে গুলি করে খুনি

বেদনাটাকে অ্যাকশনে রূপ দিন: বাইডেন

শনিবার পর্যন্ত যু্ক্তরাষ্ট্রের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে: হোয়াইট হাউজ

যুক্তরাষ্ট্রে স্কুলে হামলা, ১৯ শিক্ষার্থীসহ নিহত ২১

/জেজে/
সম্পর্কিত
ব্যাংকারদের সঙ্গে ইহুদি চরিত্র ‘শাইলক’-এর তুলনা করে তোপের মুখে ট্রাম্প
আগামী সপ্তাহেই হতে পারে গাজায় যুদ্ধবিরতি: হামাসের ‘ইতিবাচক’ সাড়ার পর ট্রাম্প
গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ৬১৩: জাতিসংঘ
সর্বশেষ খবর
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল