X
বুধবার, ০৭ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

হাতপাখার প্রার্থীর ওপর হামলাকারীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা: ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২৩, ১৬:৪১আপডেট : ১২ জুন ২০২৩, ১৭:৪২

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা)-এর মেয়র প্রার্থী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করী‌মের গায়ে যে হাত তুলেছে, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

সোমবার (১২ জুন) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ কথা বলেন তিনি।

ইসির ভূমিকা জানতে চাইলে মো. আহসান হাবিব খান বলেন, ‘আকস্মিক ঘটনা ছাড়া সবকিছু সুন্দর। অনাকাঙ্ক্ষিত ঘটনা কখনোই কাঙ্ক্ষিত ছিল না। কিন্তু একটা সিচ্যুয়েশনের মধ্যে হঠাৎ করে একজন প্রার্থীর গায়ে হাত তুলেছে বলে আমরা জেনেছি। যারা এ ঘটনায় জড়িত, তদন্তপূর্বক তাদের প্রথমে গ্রেফতার ও পরে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি জানান, এ জন্য পুলিশ কমিশনার, রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের বলা হয়েছে।

ইসির এই কমিশনার বলেন, ‘বর্তমানে বরিশালের পরিস্থিতি শান্ত এবং স্বাভাবিক। প্রত্যেকটা কেন্দ্রে সুন্দরভাবে সবাই নিজেদের ভোট নিজেরা প্রয়োগ করেছেন। আমাদের প্রত্যেকটা স্টেপস আর কাউন্টেড। আমরা সুন্দরভাবে এটাকে ম্যানেজ করতে সক্ষম হয়েছি।’

প্রসঙ্গত, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থী সোমবার (১২ জুন) দুপুরে নগরীর চৌমাথা এলাকার ছাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় ভোটারদের কাছে নৌকায় ভোট চাইছিলেন নৌকার কর্মীরা। হাতপাখার কর্মীরা তাতে বাধা দেয়। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে কে বা কারা ইট নিক্ষেপ করে। এতে ফয়জুল করীমের ঠোঁট ফেটে রক্ত বের হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন:

আমার রক্ত ঝরার বিষয়টি নেতাকর্মী-সমর্থকরা মেনে নিতে পারেননি: ফয়জুল করীম

 

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
টাইমলাইন: বরিশাল ও খুলনা সিটি নির্বাচন
১২ জুন ২০২৩, ১৬:৪১
হাতপাখার প্রার্থীর ওপর হামলাকারীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা: ইসি
সম্পর্কিত
মেয়র ঘোষণা চেয়ে ফয়জুল করীমের করা মামলা খারিজ
রোহিঙ্গা ও বিদেশিদের এনআইডি ডাটাবেজে ঢুকতে দেবে না ইসি
মেয়র পদ নিয়ে ইশরাকের মামলায় ইসির ভূমিকা নিয়ে এনসিপির উদ্বেগ
সর্বশেষ খবর
গভীর রাতে ঘরে ঢুকে ছুরিকাঘাতে বৃদ্ধাকে হত্যা
গভীর রাতে ঘরে ঢুকে ছুরিকাঘাতে বৃদ্ধাকে হত্যা
সিঁদুর অভিযান: ভারতীয় প্রতিনিধিকে তলব করলো পাকিস্তান
সিঁদুর অভিযান: ভারতীয় প্রতিনিধিকে তলব করলো পাকিস্তান
‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ অনুযায়ী ১৫ মে থেকে রাজশাহীতে আম পাড়া শুরু
‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ অনুযায়ী ১৫ মে থেকে রাজশাহীতে আম পাড়া শুরু
চাকরিচ্যুত সেনা, নৌ ও বিমানবাহিনী সদস্যের চাকরিতে পুনর্বহালের দাবি
চাকরিচ্যুত সেনা, নৌ ও বিমানবাহিনী সদস্যের চাকরিতে পুনর্বহালের দাবি
সর্বাধিক পঠিত
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইন
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইন
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
বিশ্ববিদ্যালয়ের ওপর খবরদারি না করার আহ্বান ইউজিসির
বিশ্ববিদ্যালয়ের ওপর খবরদারি না করার আহ্বান ইউজিসির
ফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
পাকিস্তানে ভারতের হামলাফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট