X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

কল্যাণপুর অভিযান নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৬, ১৫:৪৩আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১৫:৪৮

 

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া (ফাইল ফটো)

রাজধানীর কল্যাণপুরে ৫ নম্বর সড়কের ৫ তলা ভবনের জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত হয়েছে। অপারেশন স্টর্ম-২৬ নামে ঘণ্টাব্যাপী এ অভিযান চলে । জঙ্গিরা নিহত হবার পর পুলিশ অভিযান সমাপ্ত ঘোষণা করেছে।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া মঙ্গলবার বেলা আড়াইটার কিছু আগে সংবাদিকদের এই অভিযান সম্পর্কে বিস্তারিত জানান।

তিনি বলেন, কল্যাণপুরের তাজ মঞ্জিল নামের ভবনে তল্লাশি চালানো হয়। এসময় ৬ তলা বিল্ডিংয়ের ৫ তলা থেকে পুলিশকে লক্ষ্য করে জঙ্গিরা বোমা নিক্ষেপ করে। তাৎক্ষণিক পুলিশও পাল্টা গুলি ছোড়ে এবং দ্রুত ডিসি মিরপুরের নেতৃত্বে আমাদের ডিএমপি ফোর্স পুরো বাড়িটি চারদিক থেকে ঘিরে ফেলে। সন্ত্রাসীরা ভেতরে আল্লাহু আকবর ধ্বনি তুলে গুলি ও বোমা ছুড়তে থাকে। এক পর্যায়ে বাড়ির পেছন দিকে চালা বাড়ির ওপরে দুজন জঙ্গি লাফ দিয়ে পড়ে এবং পুলিশের ওপর বোমা নিক্ষেপ করে। তাৎক্ষণিক পুলিশ পাল্টা গুলি ছোড়ে। পুলিশের গুলিতে এক জঙ্গি আহত হয়। আহত জঙ্গিকে আমরা গ্রেফতার করি।  তাকে পুলিশি হেফাজতে ঢাকা মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে। পরবর্তীতে আমরা জেনেছি তার নাম হাসান।

কল্যাণপুরে জঙ্গি আস্তানা

ডিএমপি কমিশনার বলেন, পুরো বিল্ডিং আমরা চারিদিক দিয়ে ঘিরে ফেলি। তারপর আমরা অভিযানের পরিকল্পনা করি। এরই মধ্যে আমাদের নবগঠিত কাউন্টার টেরোরিজমের সকল অফিসার, ডিএমপির বিশেষায়িত টিম, সোয়াত টিম রাত আড়াইটার সময় ঘটনাস্থলে উপস্থিত হয়। তারপর তারা এলাকার অবস্থান, বিল্ডিংয়ের অবস্থান, এক্সিট-এন্ট্রি সব দিক বিবেচনা করে একটি অভিযান পরিকল্পনা গ্রহণ করে। আমাদের অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস, যুগ্ম পুলিশ কমিশনার ডিবি, যুগ্ম পুলিশ কমিশনার ক্রাইম, তাদের নেতৃত্বে অভিযান পরিকল্পনা চূড়ান্ত করা হয়।  রাতে ইন্সপেকটর জেনারেল অফ পুলিশ এবং আমার কাছ থেকে অনুমতি গ্রহণ করে ভোর ৫টা ৫১ মিনিটে  বিশেষায়িত সোয়াত টিমের নেতৃত্বে অভিযান শুরু হয়।

এই অভিযানে সোয়াত টিমকে সহযোগিতা করেছে আমাদের থানা পুলিশ এবং অন্যান্য ডিএমপি ফোর্স। সোয়াত টিমের নেতৃত্বে অভিযানে এক ঘণ্টাব্যাপী সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময় চলতে থাকে।

সন্ত্রাসীরা তাদের ৭.৬২ পিস্তল, বোমা এবং লোকাল মেইড গ্রেনেড দিয়ে পুলিশের ওপর হামলা করতে থাকে। আত্মরক্ষার্থে আমাদের পুলিশও পাল্টা গুলিবর্ষন করে তাদের অ্যাসল্ট রাইফেল দিয়ে। এই পাল্টা গুলি বিনিময়ের সময় ঘটনাস্থলে ৯ জন জঙ্গি নিহত হয় এবং আমাদের একজন পুলিশ সদস্য আহত হন। আমাদের অভিযান এক ঘণ্টাব্যাপী চলে।

জঙ্গিদের আস্তানা থেকে উদ্ধার হওয়া বিষয়ে ডিএমপি কমিশনার জানান, ঘটনাস্থল থেকে আমরা ১৩ টি লোকাল হোমমেইড গ্রেনেড উদ্ধার করেছি, যেটি আমাদের বোম ডিসপোজাল টিম নিষ্ক্রিয় করেছে।

জঙ্গি আস্তানায় কালো পোশাক

জঙ্গিদের আস্তানা থেকে আমরা বিপুল পরিমাণ অন্যান্য গোলাবারুদ উদ্ধার করেছি। যার মধ্যে জেল বিস্ফোরক প্রায় ৫ কেজি, ডিটারেটর ১৯টি, ৭.৬২ রাইফেল ৪টি,  ২২ রাউন্ড গুলি, পিস্তল ৪টি, ম্যাগাজিন ৭টি এবং ৭.৬২ পিস্তলের ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি তালোয়ার, তিনটি চাকু, ১২টি গেরিলা চাকু, আরবিতে আল্লাহু আকবর লেখা দুটি কালো পতাকা উদ্ধার করা হয়েছে।

জঙ্গিদের সবারই বয়স ছিল ২০-২৫ বছরের মধ্যে। তাদের অধিকাংশই উচ্চশিক্ষিত ছিল। তাদের পরনে কালো পাঞ্জাবি ছিল। জিন্সের প্যান্ট ছিল। একজন ব্যতীত বাকি সবাই পরনে কেসড ছিল।

প্রাথমিক তদন্তে যা জানা যাচ্ছে, এই জঙ্গি দল গত ২০ জুন এই বাসাটি ভাড়া নিয়েছিল। এখানে তারা তাদের বিশেষ অভিযানের জন্য সবাই মিলিত হয়েছিল। এবং সেই সময়েই আমাদের ডিএমপির অফিসাররা সেখানে রেট করে। পরবর্তীতে সোয়াতের নেতৃত্বে এই সফল অভিযান পরিচালিত হয়।

কল্যাণপুরে পাঁচ নম্বর সড়কটি ঘিরে রেখেছে  পুলিশ ও গোয়েন্দারা

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া সংবাদ সম্মেলনে বলেন,এই অভিযানটি ছিল ইতিহাসের অন্যতম সফল একটি অভিযান। যেখানে শতভাগ জঙ্গি নিশ্চিহ্ন হয়েছে এবং আমাদের পক্ষ থেকে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। শুধুমাত্র আমাদের একজন পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন। তিনি চিকিৎসাধীন আছেন।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে ভবনটিতে থাকা জঙ্গিদের সঙ্গে পুলিশের গোলাগুলি বিনিময় হয়। এরপর থেকেই পুলিশ ভবনটি ঘিরে রাখে। পরে মঙ্গলবার ভোরে সোয়াত, র‌্যাব, ডিবি ও থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী অপারেশন স্টর্ম-২৬ পরিচালনা করে।

এআরআর/ এসএএস/ এপিএইচ

আরও পড়ুন:

কল্যাণপুরের জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান শুরু, মুহুর্মূহু গুলির শব্দ

অপারেশন স্টর্ম-২৬: কল্যাণপুরে পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত

‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে পুলিশকে বোমা মারে জঙ্গিরা

‘আমরা খুব বিপদে আছি, শুধু গুলি আর গুলি’

পুলিশের ওপর হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ

জঙ্গিদের গায়ে ছিলো কালো পোশাক, হাতে ছিল ছোরা: আইজিপি

ভবনটিতে যা আছে

আটক দুই জঙ্গির একজন যা বললেন

নির্ঘুম রাত কাটালেন কল্যাণপুর ৫ নম্বর রোডের বাসিন্দারা

এবার সরাসরি সম্প্রচার করেনি টেলিভিশন চ্যানেলগুলো

এক ঘণ্টার অপারেশন স্টর্ম-২৬

অপারেশনের আগে কয়েকটি মেসে অভিযান চালায় পুলিশ

অভিযান শুরুর আগে শ্লোগানে কেঁপে ওঠে পুরো এলাকা

১২ জুলাই বাসা ভাড়া নেয় জঙ্গিরা, জমা দেয়নি তথ্যফরম

আমরা ক্রান্তিকাল পার করছি: প্রধানমন্ত্রী

গুলশানের মতো বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের: আইজিপি

১১ জনের মধ্যে ৯ জনের নাম বললো আটক জঙ্গি

‘ওরা বলে আইএস, আমরা বলি জেএমবি’

ভবনে প্রবেশ করেছে ফরেনসিক দল

কল্যাণপুর এলাকার সব স্কুল বন্ধ ঘোষণা

সম্পর্কিত
সর্বশেষ খবর
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!