X
সোমবার, ০৫ মে ২০২৫
২২ বৈশাখ ১৪৩২

শেখ হাসিনার কাছে মনের কথা বললেন তৃণমূল নেতারা

এমরান হোসাইন শেখ
২৪ ডিসেম্বর ২০২২, ১৭:৩৯আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ২০:১৩

ক্ষমতাসীন আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের কাউন্সিল আধিবেশনে জেলা নেতারা তাদের নিজ নিজ এলাকার সাংগঠনিক পরিস্থিতি তুলে ধরেন। দলের প্রধানকে সামনে পেয়ে মনের কথা তুলে ধরেন তারা। এ সময় কারও কারও মুখে নিজের এলাকার অভ্যন্তরীন দ্বন্দ্ব-কলহের কথাও ‍উঠে আসে। কয়েকজন সংগঠনের নিষ্ক্রিয়তার কথাও উল্লেখ করেন। তারা অনুযোগের স্বরে বলেন, দলের কেউ কেউ অন্তঃপ্রাণ হিসেবে নিজেকে বিলিয়ে দিচ্ছেন, আর কেউ কেউ দল বিক্রি করে খাচ্ছে। ‘নৌকা প্রতীক ভাড়ায়’ দেওয়ার কারণে কোনও কোনও এলাকায় সমহারে উন্নয়ন হচ্ছে না বলেও তারা অভিযোগ করেন।

কাউন্সিল অধিবেশন সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের কাউন্সিল অধিবেশন হয়। এতে প্রতিটি জেলা থেকে একজন করে নেতা বক্তব্য দেওয়ার সুযোগ পান। জেলা পর্যায়ের নেতারা তাদের বক্তব্য দেওয়ার সময় তাদের এলাকার সাংগঠনিক পরিস্থিতি তুলে ধরেন। যেসব উপজেলা, পৌরসভার সম্মেলন হয়নি সেগুলো দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দেন। এ সময় দলের বিভিন্ন সমস্যা তুলে ধরেন তারা।

কাউন্সিল আধিবেশনে তৃণমূল নেতাদের কথা শোনেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা

বক্তব্য দেওয়ার সময় জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বাকিবিল্লাহ বলেন, রাষ্ট্রীয় অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও জয়বাংলা খুঁজে পাওয়া যায় না। সরকারি অনুষ্ঠানে জয়বাংলা স্লোগান লেখা হয় না। নিমন্ত্রণপত্রে বঙ্গবন্ধুর ছবি ছাপা হয় না। বাকিবিল্লাহ তার বক্তব্যে দেশের মুদ্রায় দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছাপানোর প্রস্তাব করেন। তিনি বলেন, এই ছবি দেখলে আমরা শান্তি পাবো। শান্তিতে ঘুমাতে পারবো। অবশ্য প্রধানমন্ত্রী তাতে আপত্তি জানান। তিনি বলেন, টাকায় একমাত্র জাতির পিতার ছবি থাকবে।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বলেন, দেশি-বিদেশি চক্রের প্রচার সেল যতটা শক্ত, আমাদের প্রচার সেল ততটা শক্ত নয়। সরকারের উন্নয়ন প্রতিটি ওয়ার্ড ইউনিয়নে পৌঁছে দিতে পারলে বিনষ্টকারীদের সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে।

সিলেট জেলার সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, সারা দেশ উন্নয়নের মহাসড়কে উন্নীত হয়েছে। আপনার নেতৃত্বে নতুন যে কমিটি আসবে তার প্রতি এখানকার সব কাউন্সিলরদের সমর্থন থাকবে। আপনার নির্দেশ মতো আমরা কাজ করে যাচ্ছি। যাকে দায়িত্ব দেবেন তার সঙ্গে কাজ করবো।

তিনি বলেন, সারা দেশে বিএনপির  অপপ্রচার ও কুৎসা রটনা চলছে। তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে। এগুলো রুখে দিতে হবে। সিলেট জেলায় দলীয় কোনও কোন্দল ও দলাদলি নেই বলে দাবি করে সেখানে  সহযোগী সংগঠনগুলোর গতি বৃদ্ধির কথা জানান তিনি।

কাউন্সিল আধিবেশনে তৃণমূল নেতাদের কথা শোনেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা

সাবেক এই এমপি বলেন, সারাদেশে উন্নয়ন চলছে। কিন্তু সিলেটের বিশ্বনাথ এলাকা উন্নয়ন থেকে পেছনে আছে। কারণ আমাদের দলীয় এমপি নাই। এজন্য করজোড়ে অনুরোধ করছি। আগামী নির্বাচনে নৌকাকে যেন ভাড়া দেওয়া না হয়। নৌকার প্রার্থী আমরা চাই। যাকে মনোনয়ন দেবেন তার পক্ষে কাজ করবো।

বগুড়া জেলার সভাপতি মুজিবুর রহমান বলেন, শেখ হাসিনার নেতৃত্বে যে কেন্দ্রীয় কমিটি গঠন হবে, সেই কমিটি আগামী এক বছরের মাথায় অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে জয়ী হবো। আশা করি আগামী নির্বাচনে বগুড়ায় আসন আরও বৃদ্ধি পাবে।

তিনি বলেন, ১৪ বছর ক্ষমতায়। আমরা অনেকে দলকে বুকে লালন করে চলছি। অনেকে আবার দল বিক্রি করে খাচ্ছি। আশা করবো দলকে যারা লালন করে, পালন করে আগামী নির্বাচনে তাদের মূল্যায়ন করবেন। আমরা মনে করি যড়যন্ত্রকারীরা যতই ষড়যন্ত্র করুক আপনাদের দেশের জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।

মুজিবুর রহমান বলেন, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম যেভাবে বিস্তৃত হওয়ার কথা, আপনি যেটা প্রত্যাশা করেন আমরা অনেকে হয়তো সেভাবে করি না। তৃণমূলে সহযোগী সংগঠনের র্কাযক্রম নেই বললেই চলে। এজন্য নতুন কমিটিকে আপনি একটি সুনির্দিষ্ট নির্দেশনা দেবেন।

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি সাদেক কোরাইশী বলেন, মিথ্যা (মির্জা) আলমগীরের নির্বাচনি আসন ঠাকুরগাঁওয়ে কোনও অবস্থান নেই। সেখান পায়ের নিচে তার মাটি নেই। আর ঢাকায় এসে সারাক্ষণ মিথ্যা কথা বলে, বড় নেতা হিসেবে নিজেকে আত্মপ্রচার করছে। তিনটি নির্বাচনে তাকে আমরা পরাজিত করতে সক্ষম হয়েছি। আগামী নির্বাচনেও গতবারের চেয়ে বেশি ভোটে পরাজিত করে আপনার হাতে নৌকা তুলে দিতে সক্ষম হবো। উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে আমাদের চ্যালেঞ্জ মোকাবিল করে আগামী নির্বাচনে আবারও নৌকার বিজয় নিশ্চিত করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর আসনে বসিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আজকের সম্মেলন থেকে এই অঙ্গীকার করতে হবে। আমাদের দলের ভেতরকার  যে সমস্যাগুলো রয়েছে নিজেরা বসে মিটিয়ে ফেলে সব বিভেদ ভুলে গিয়ে দলকে ঐক্যবদ্ধ করতে হবে।

বরিশাল বিভাগের পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর বলেন, নেত্রী আপনার বিকল্প আপনি নিজেই। পটুয়াখালী এখন আর খালি নেই, পটুয়াখালী ভরা। পটুয়াখালীর চারটি আসন আপনার নিজের। মাঠে পর্যায়ের যারা রাজনীতি করে তাদের মধ্যে থেকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়।

তিনি বলেন, আমার জেলায় কিছু উন্নয়ন কর্মকাণ্ড করার কথা দিয়েছিলেন। সে কাজগুলো দৃশ্যমান করার অনুরোধ জানাই।

চট্টগ্রাম বিভাগ থেকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, এই দেশ আমার গর্ব এ মাটি সোনা। শেখ হাসিনা ছাড়া বাঙালির বিকল্প নেই। নড়াইল জেলার সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র বোস বলেন, শেখ হাসিনার বিকল্প কেউ নেই।

/এফএস/
টাইমলাইন: আওয়ামী লীগের ২২তম সম্মেলন
২৪ ডিসেম্বর ২০২২, ১৯:৪৯
২৪ ডিসেম্বর ২০২২, ১৭:৩৯
শেখ হাসিনার কাছে মনের কথা বললেন তৃণমূল নেতারা
২৪ ডিসেম্বর ২০২২, ১৩:৫৮
২৪ ডিসেম্বর ২০২২, ১০:২৭
২৪ ডিসেম্বর ২০২২, ০০:০৫
সম্পর্কিত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
নওগাঁ আ.লীগের কার্যালয় থেকে যুবকের লাশ উদ্ধার
আ.লীগ ও সহযোগী সংগঠনের ৫ সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
আড়িয়াল খাঁয় ডুবে নিখোঁজের দুই দিন পর কিশোরীর মরদেহ উদ্ধার
আড়িয়াল খাঁয় ডুবে নিখোঁজের দুই দিন পর কিশোরীর মরদেহ উদ্ধার
অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে তরুণীর মর্মান্তিক মৃত্যু
অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে তরুণীর মর্মান্তিক মৃত্যু
বিভিন্ন রাষ্ট্র থেকে মাংস আমদানি চাপ আসছে: প্রাণিসম্পদ উপদেষ্টা
বিভিন্ন রাষ্ট্র থেকে মাংস আমদানি চাপ আসছে: প্রাণিসম্পদ উপদেষ্টা
গুলি চালিয়ে ৭৮ লাখ টাকা ডাকাতির ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
গুলি চালিয়ে ৭৮ লাখ টাকা ডাকাতির ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
সর্বাধিক পঠিত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
মেছতা হলে কী করবেন?
মেছতা হলে কী করবেন?
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড