X
মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
১৪ ফাল্গুন ১৪৩০

দায় মেটাতে না পারলে দেউলিয়া ঘোষণার প্রস্তুতি ছিল ইভ্যালির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৪:০৭আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৪:১৩

ইভ্যালি তার দায় মেটাতে না পারলে দেউলিয়া ঘোষণা করার পরিকল্পনা ছিল প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রাসেলের। জিজ্ঞাসাবাদে নিজেই এমন তথ্য জানিয়েছেন, বলছে র‌্যাব। 

শুক্রবার ১৭ সেপ্টেম্বর দুপুরে উত্তরা র‌্যাব সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

রাসেল পরিকল্পিতভাবে এই ব্যবসা করে আসছিলেন উল্লেখ করে তিনি বলেন, ইভ্যালি ছিল একটি পরিবার নিয়ন্ত্রিত ব্যবসা। প্রতিষ্ঠানের গঠনতন্ত্রে স্বচ্ছতা ছিল না। তাছাড়া প্রতিষ্ঠানটির কোনও জবাবদিহিতাও ছিল না। ফলে ক্রমান্বয়ে প্রতিষ্ঠানটি দায়ভার বৃদ্ধি পেতে থাকে। আর সেই কারণেই বর্তমানে অচলাবস্থার সৃষ্টি হয়। ইভ্যালির নেতিবাচক ব্যবসায়িক স্ট্র্যাটেজি উম্মোচিত হলে অনেক সরবরাহকারী প্রতিষ্ঠান ইভ্যালি থেকে সরে এসেছে। ব্যবসায়িক উত্তোরণ নিয়ে রাসেল তিনি নিজেও সন্দিহান ছিলেন। এ বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনও তথ্য দিতে পারেননি।

গ্রেফতারকৃত রাসেল ও নাসরিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

গ্রাহকের টাকা কীভাবে ফেরত পাওয়া যাবে এমন প্রশ্নের জবাবে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, সরকারি বিভিন্ন সংস্থা এ বিষয়গুলো তদন্ত করছে। গ্রাহকের বিভিন্ন পরিমাণ টাকা এখানে লগ্নি করা আছে। বিভিন্ন আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চয়ই একটি সুষ্ঠু ব্যবস্থা করা হবে গ্রাহকদের টাকা ফেরত পাওয়ার বিষয়ে।

তিনি আরও বলেন, গ্রাহকদের টাকা কীভাবে দেবেন- জিজ্ঞাসাবাদে এমন প্রশ্নে রাসেল আমাদের কোনও সদুত্তর দিতে পারেননি। এ বিষয়ে যেসব সংস্থা কাজ করছে, সকলে মিলে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে কাজ করলে হয়তো অর্থ পাওয়া সম্ভব হবে।

/আরটি/ইউএস/
টাইমলাইন: ইভ্যালি
৩১ জানুয়ারি ২০২২, ১৬:১২
১৮ অক্টোবর ২০২১, ১৯:১২
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৯
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৪:২০
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৪:০৭
দায় মেটাতে না পারলে দেউলিয়া ঘোষণার প্রস্তুতি ছিল ইভ্যালির
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪২
সম্পর্কিত
ই-কমার্স উন্নয়নে অটোমেশন জরুরি
পণ্য ধরিয়ে দিয়ে বিক্রেতা উধাও, দায় শুধু ক্রেতার!
চেক জালিয়াতির মামলাইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
সর্বশেষ খবর
‘নজরুল-সৃষ্টি ফিরে দেখা’ বইয়ের মোড়ক উন্মোচন
‘নজরুল-সৃষ্টি ফিরে দেখা’ বইয়ের মোড়ক উন্মোচন
মৌলভীবাজারে পৃথক স্থানে দুজন খুন
মৌলভীবাজারে পৃথক স্থানে দুজন খুন
ফিলিস্তিনের নিহত-নিপীড়িত সাংবাদিকদের প্রতি সংহতি প্রকাশ
ফিলিস্তিনের নিহত-নিপীড়িত সাংবাদিকদের প্রতি সংহতি প্রকাশ
অমর্ত্য-ঋদ্ধের বহিষ্কারাদেশ বাতিল না করলে আন্দোলনের হুঁশিয়ারি
অমর্ত্য-ঋদ্ধের বহিষ্কারাদেশ বাতিল না করলে আন্দোলনের হুঁশিয়ারি
সর্বাধিক পঠিত
শাস্তি পেতে যাচ্ছেন ‘বঙ্গবন্ধু বিচ’ নামকরণে জড়িত কর্মকর্তা
শাস্তি পেতে যাচ্ছেন ‘বঙ্গবন্ধু বিচ’ নামকরণে জড়িত কর্মকর্তা
চট্টগ্রাম বন্দরে প্রথমবারের মতো বিদেশি তত্ত্বাবধানে চালু হচ্ছে নতুন টার্মিনাল
চট্টগ্রাম বন্দরে প্রথমবারের মতো বিদেশি তত্ত্বাবধানে চালু হচ্ছে নতুন টার্মিনাল
রুশ হামলায় পূর্বাঞ্চলীয় গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেন
রুশ হামলায় পূর্বাঞ্চলীয় গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেন
শাহজালালে যাত্রীর সোনার বার হাতিয়ে নেন কাস্টম কর্মকর্তা
শাহজালালে যাত্রীর সোনার বার হাতিয়ে নেন কাস্টম কর্মকর্তা
ইউক্রেনে সেনা পাঠানোর কথা ভাবছে কয়েকটি পশ্চিমা দেশ: স্লোভাকিয়া
ইউক্রেনে সেনা পাঠানোর কথা ভাবছে কয়েকটি পশ্চিমা দেশ: স্লোভাকিয়া