বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজার সামনের সড়কে নিরাপত্তা বাড়ানো হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) সকাল থেকেই গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের বাসা ফিরোজার সামনের সড়কের দুই পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এদিন দুপুরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে এ তথ্য জানান।
শামসুদ্দিন দিদার বলেন, ‘শনিবার সকাল থেকেই বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাসার কাছাকাছি স্থানে অতিরিক্ত ডিবি পুলিশও অবস্থান করছে।’
এরআগে গত শনিবার (৩ ডিসেম্বর) বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং সড়কের দুই পাশেই চেকপোস্ট বসানো হয়েছিল।
আরও পড়ুন:
পদত্যাগের ঘোষণা বিএনপির এমপিদের
প্রধান অতিথি খন্দকার মোশাররফ, সভাপতি আমান: খালেদা জিয়া ও তারেকের জন্য খালি চেয়ার
সমাবেশকে কেন্দ্র করে বিএনপি কর্মীদের উচ্ছ্বাস
নীলক্ষেতে পথচারীদের মোবাইল চেক করছে ছাত্রলীগ
নয়াপল্টনে নাশকতার গোয়েন্দা তথ্য আছে: ডিএমপি
খালেদা জিয়ার হাত কালো নয়, সাদা: আফরোজা আব্বাস
নাশকতার চেষ্টা করলে ব্যবস্থা: পুলিশ
ট্রেনে আসছেন বিএনপি নেতাকর্মীরা
দুপুরে খিচুড়ির আয়োজন করেছে যুবলীগ