বাংলা ট্রিবিউন ঈদসংখ্যা-২০২০

বাংলা ট্রিবিউন ঈদসংখ্যা-২০২০ সাজানো হয়েছে করোনা মহামারি নিয়ে। এখন সমগ্র বিশ্বের মানুষ করোনাভাইরাসের ঝুঁকিতে। ঔষধপত্র ও টিকা আবিষ্কৃত হয়নি। সংক্রমিত ব্যক্তির পরীক্ষা এবং অন্যান্য রোগের চিকিৎসা পাওয়াও দুরূহ। প্রতিদিন সংক্রমণের সংবাদ আসছে, মৃত্যুর সংবাদ আসছে। সবাই যথাসম্ভব বাসায় থেকে নিরাপদ থাকতে চেষ্টা করছে। উন্নত দেশগুলোর স্বাস্থ্য-ব্যবস্থা ও জনস্বাস্থ্য নিয়ে তাদের আত্মতুষ্টি প্রশ্নের মুখে পড়েছে। একই সঙ্গে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোর সামনে করোনাভাইরাস স্থাপন করলো বড় দৃষ্টান্ত। বাংলা ট্রিবিউন ঈদসংখ্যায় এসব প্রসঙ্গ নিয়ে লিখেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ ও লেখকরা। তাদের-সহ সবাইকে জানাই ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা।eid sonkha

 

 

সূ | চি | প | ত্র

 

জনস্বাস্থ্য

১. প্রশ্নের মুখে পশ্চিমাদের শ্রেষ্ঠত্ব: করোনা ও জনস্বাস্থ্য প্রসঙ্গে শাহাদুজ্জামান | সাক্ষাৎকার গ্রহণ : ইলিয়াছ কামাল রিসাত।

২. রোগের পাপতত্ত্ব, ঐশ্বরিক মেডিসিন এবং রোগীর অপরাধ : শাখাওয়াৎ নয়ন

 

অর্থনীতি ও রাষ্ট্রনীতি

৩. কেন মানুষকে বাঁচার জন্য রাস্তায় নামতে হয়? : আনু মুহাম্মদ | সাক্ষাৎকার গ্রহণ : রহমান সিদ্দিক।

৪. মহামারির নেক্রোপলিটিক্স : আশিল এমবেম্বে | অনুবাদ : আবদুল্লাহ আল মামুন।

 

মানসিক স্বাস্থ্য

৫. মুখোমুখি কবি শামীম রেজা ও কথাসাহিত্যিক মামুন হুসাইন‌ | শ্রুতিলিখন : মুশফিকুর রহমান।

 

দিনযাপন

৬. করোনাকালের এক সন্ধ্যা-রাত : স্বপ্নময় চক্রবর্তী

 

সাহিত্য

৭. মহামারি-উত্তর সাহিত্য : মড়কের গর্ভে সৃজনের বীজ : এলিজাবেথ আউটা | অনুবাদ : শেলী নাজ।

৮. মড়ক-মহামারি: ইতিহাস, সাহিত্য ও জীবনধারা : মোস্তফা তারিকুল আহসান।

৯. বাংলা উপন্যাসে মহামারি : স্বকৃত নোমান।

 

চিঠি

১০. এমন একটি মহামারিও আমরা কাটিয়ে উঠতে পেরেছি : তুষারমৌলি চক্রবর্তী | অনুবাদ : সুদেষ্ণা মৈত্র।

 

অভিজ্ঞতা

১১. সাভানা শহরের ভাইরাস ভারাক্রান্ত দিনকাল : মঈনুস সুলতান।

১২. ইকুয়েডরে আইসোলেশনে থাকার অভিজ্ঞতা : জন হার্পার | ভাষান্তর : অজিত দাশ।

১৩. কলকাতা থেকে জার্মানি যাত্রা : মার্টিন কেম্পশেন | ভাষান্তর : অহ নওরোজ।

 

মহামারির কথা

১৪. কালে কালে মহামারি : হেমায়েত মাতুব্বর।

 

পর্যালোচনা

১৫. জীবাণু-অস্ত্র ও দোষারোপ-তত্ত্ব : নাসরিন জে রানি।

১৬. মহামারি মোকাবেলায় বলপ্রয়োগ না জনসম্মতি? : ফিরোজ আহমেদ।