X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

দেশ ‘গিলে খাওয়া’র রাজনীতি!

রেজানুর রহমান
৩০ অক্টোবর ২০২২, ১৭:৫৩আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১৭:৫৩

রাস্তার মাড়ে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন মানুষ। শীতের আমেজ দেখা দিয়েছে। বেঞ্চিতে বসে গরম চায়ের কাপে চুমুক দিচ্ছিল। দু’জন সমবয়সী। ৬০ ছুঁই ছুঁই। চা খেতে খেতেই একজন অন্যজনকে প্রশ্ন করল– ‘খবর শুনছোস?’

দ্বিতীয় জনও চা খেতে খেতে জানতে চাইল– ‘খবর, কিসের?’

প্রথম জন বললো– ‘দিন বুঝি আর ভালো যাবে না।’

‘ক্যান, কী হইছে?’ দ্বিতীয়জন এবার উৎকণ্ঠা দেখিয়ে জানতে চাইলো।

প্রথম জন বললো– ‘রাজনীতির মাঠ তো বেশ গরম। আওয়ামী লীগ বিএনপিরে বলতেছে, সামনের ইলেকশনে যদি জিতে তাহলে নাকি দেশ গিলল্যা খাইব। আবার বিএনপি আওয়ামী লীগরে বলতেছে সরকার নাকি পুরা দেশটারে গিলল্যা খাইতে চায়। দেশ গিলল্যা খাওয়ার অভিযোগ তো ভোলো না। আবার কি তাইলে হরতাল, অবরোধ, জ্বালাও, পোড়াওয়ের রাজনীতি শুরু হইবো? আহারে, এতদিন তো ভালই ছিলাম। আল্লাহ-ই জানে ভবিষ্যতে কী হয়?’

অফিসে আসবো বলে গুলশান বাড্ডা লিংক রোডে রাস্তার মোড়ে দাঁড়িয়ে একটি বাহনের অপেক্ষা করছিলাম। পাশেই চায়ের দোকান। সেখান থেকেই কথাগুলো কানে আসছিল। রাতে টেলিভিশনে দুই দলের দুই কেন্দ্রীয় নেতার বক্তব্য শুনেছি। একজন বক্তব্য দিয়েছেন ঢাকায়। অন্যজন বক্তব্য দিয়েছেন রংপুরে। পরস্পরকে হুশিয়ার করেছেন তারা। বিএনপির রংপুরের সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান সরকার সর্বভুক। সব গিলে ফেলছে।’ আওয়ামী লীগের ঢাকা জেলা সম্মেলনে ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি যদি ভবিষ্যতে ক্ষমতায় আসে তাহলে দেশ গিলে খাবে।’

কী সর্বনাশা কথা। এক দলের সাধারণ সম্পাদক ও আরেক দলের মহাসচিব পরস্পরের বিরুদ্ধে দেশ ‘গিলে খাওয়া’র অভিযোগ তুলেছেন। এই অভিযোগের ভিত্তি কী?

বাহন হিসেবে একটি রিকসা পেলাম। রিকসা চালক বয়সে তরুণ। বেশ জোরে রিকসা চালাচ্ছিল। তাকে বললাম, ভাই আস্তে রিকসা চালাও। রিকসার গতি শ্লথ করে রিকসা চালক কোনও প্রকার রাখ ঢাক না করেই প্রশ্ন করলো– ‘স্যার আপনারে একটা কথা জিগামু?’

-  ‘কী কথা বলো।’

‘দেশে কি আবার জ্বালাও পোড়াও, হরতাল, অবরোধ শুরু হইবো?’

‘কেন জিজ্ঞেস করছো এসব কথা।’

রিকসাচালক দীর্ঘশ্বাস ছেড়ে বললো– ‘দুই দলের নেতার বক্তব্য শোনেন নাই। স্যার, দেশ কি গিলল্যা খাওয়ার মতো কোনও জিনিস? দিলের ভেতর ভয় ঢুকছে স্যার। ভোট আসতেছে। কোনও ঝামেলা হইবো নাতো?’

রিকসা চালকের প্রশ্নের কোনও উত্তর দেইনি। কারণ উত্তর তো আমার জানা নেই। এক বছর পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে বিপক্ষ দলের মধ্যে অনেক বাদানুবাদ হবে। কিন্তু দেশ গিলে খাওয়ার বাদানুবাদ কি স্বাভাবিক বাদানুবাদ? এখনই যদি দুই দলের বাদানুবাদ সাধারণ মানুষের মধ্যে ভয়ের সৃষ্টি করে তাহলে ভবিষ্যতটা কেমন হবে?

চ্যানেল আইতে প্রতিদিন সকালে আমি সংবাদপত্র বিষয়ক একটি অনুষ্ঠান উপস্থাপনা করি। প্রতিদিন বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে অনুষ্ঠানে আলোচনা করেন একজন অতিথি। বিভিন্ন জাতীয় দৈনিকের শিরোনাম পড়ার পর মূল আলোচনা শুরু হয়। আজ ৩০ অক্টোবর একটি পত্রিকার শিরোনাম পড়তে হলো– ‘বিএনপিকে কাদের, খেলা হবে আন্দোলনে, নির্বাচনে’। মির্জা ফখরুল বলেছেন, ‘একটাই দাবি- সরকারের পদত্যাগ’। এই শিরোনাম দুটি পড়ে মনে হলো– ভাষা ঠিকই আছে। কোনও ভয়-ভীতি নেই। কিন্তু আরেকটি পত্রিকার শিরোনাম পড়ে একটু যেন ভয়ের সৃষ্টি হলো। ওবায়দুল কাদের বলেছেন, ‘গাধা পানি ঘোলা করে খায়। বিএনপি ভোটে আসবে’। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সর্বভুক সরকার দেশ শেষ করার পায়তারা করছে’। আরেকটি পত্রিকার শিরোনাম এরকম– ওবায়দুল কাদের বলেছেন বিএনপি ক্ষমতায় এলে দেশ গিলে খাবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার সর্বভুক, সব গিলে ফেলছে। অন্য একটি পত্রিকা শিরোনাম করেছে– ‘ঢাকায় আওয়ামী লীগ ও রংপুরে বিএনপির শোডাউন...’

আগামী বছর বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচন মানেই আনন্দ মুখর ভোট উৎসব। আমার ভোট আমি দেব। যাকে খুশি তাকে দেব। কিন্তু আলামত কী বলে? যদিও এক বছর আগে কোনও মন্তব্য করা ঠিক নয়। তবে ওই যে একটা কথা আছে– মর্নিং শোজ দ্য ডে... ঢাকা ও রংপুরে দুই দলের নেতার পরস্পর বিরোধী বক্তব্য শুনে শুধুই মনে প্রশ্ন জাগছে সকালের সূর্যই যদি এমন উত্তাপ ছড়ায় তাহলে সারাদিনে না জানি কী ভোগান্তি আছে? উত্তাপ কি সহ্য করত পারবে দেশের মানুষ?

করোনা এবং করোনা পরবর্তী সময়ে দেশের মানুষ পরিবর্তিত সামাজিক বাস্তবতায় জীবনকে অনেক প্রতিকূলতার মধ্যেও সাজিয়ে নিয়েছে। হরতাল, অবরোধ, জ্বালাও পোড়াও, হুমকি ধামকির দুঃসহ স্মৃতি দেশের সাধারণ মানুষ আর কামনা করে না। তাই দুই রাজনৈতিক দলের ২৯ অক্টোবরের হুমকি ধামকিতে কিছুটা শংকিত তারা। ভোটের রাজনীতিতে উত্তাপ থাকবে। তবে ভয় যেন না থাকে। সবার কল্যাণ কামনা করি।

লেখক: কথাসাহিত্যিক, নাট্যকার, সম্পাদক আনন্দ আলো।     

 

/এসএএস/

*** প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব।

বাংলা ট্রিবিউনের সর্বশেষ
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
সর্বশেষসর্বাধিক

লাইভ