‘ওটিটি কনটেন্ট’ সিনেমার নামে চালানোর অভিযোগসমৃদ্ধ এক ছবি ‘৩৬-২৪-৩৬’। বিখ্যাত ফুটবলার কায়সার হামিদ তনয়া কারিনা কায়সারের প্রথম ছবি ‘৩৬-২৪-৩৬’। হাল আমলে ‘নারীদের সব দোষ’ কেন্দ্রিক কয়েকটি ছবি আলোচনায় আসলেও এর বিপরীতে নারীর জীবনের এক ভিন্ন গল্পের ছবি ‘৩৬-২৪-৩৬’। সম্ভবত তিনজন মানুষের লেখা প্রথম কোনও গল্পের ছবি ‘৩৬-২৪-৩৬’। পরিচালক রেজাউর রহমানের প্রথম ছবি ‘৩৬-২৪-৩৬’। হলে মুক্তি না পাওয়া ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘মনোগামী’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ও ‘ফরগেট মি নট’-এর পর ‘মিনিস্ট্র অব লাভ’ প্রজেক্টের পঞ্চম ছবি ‘৩৬-২৪-৩৬’।
সায়রা, প্রিয়ন্তি আর তাহসিরকে ঘিরে এই ছবি। সায়রা অনলাইন ও ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে জড়িত ছিল, সে ওয়েডিং প্ল্যানার হিসেবেও সফল হয়। একটা ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়, চার বছর সেই ট্রমা থেকে বের হতে পারে না। শারীরিক গঠনের কারণে সে ফেসবুকে নিজের ছবি না দিয়ে প্রজাপতির ছবি দিয়ে রাখতো। একটা গিফট বক্স পাঠানোর মাধ্যমে সম্পর্ক গড়ে ওঠে তাহসিরের সাথে। বার বার চাওয়া সত্ত্বেও সায়রা দেখা করতে চায় না তার সাথে। তবে তাহসিরের জন্মদিনে তাদের দেখা হয়। এরপর জানা যায় তাহসির হাসপাতালে। তার মোবাইল নম্বর বা ফেসবুক বন্ধ। একদিন তাহসিরের মৃত্যু সংবাদ পায় সায়রা, তাহসিরের বন্ধু নীরবের কাছ থেকে। তারা কবরস্থানে যায়, তাহসিরের জন্য কোরান পড়ে দোয়া করে। এর চার বছর পর একদিন প্রিয়ন্তির বিয়ের ইভেন্টে সায়রার সাথে দেখা হয় তাহসিরের। সে মারা যায়নি! শুরু হয় ছবির আসল গল্প!
এ ছবির গল্প লিখেছেন তিনজন! কারিনা কায়সার, মোনতাসির মান্নান এবং রেজাউর রহমান। ওটিটির জন্য আগে নাটক নির্মাণ করলেও রেজাউর রহমানের এটি প্রথম ছবি। ছবির সায়রা চরিত্রে অভিনয় করেছেন কারিনা কায়সার। তার পিতা ফুটবলার কায়সার হামিদও একটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন। প্রিয়ন্তির চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দিঘী এবং তাহসিরের চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ জামান শাওন। তাহসিরের বন্ধু নীরবের চরিত্রে আবু হুরায়রা তানভীর, ফটোগ্রাফারের চরিত্রে গোলাম কিবরিয়া তানভীর এবং প্রিয়ন্তির বাবার চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু। এই ছবিতে আরও অভিনয় করেছেন মিলি বাশার, রোজী সিদ্দিকী, শামীমা নাজনীন, মনিরা মিঠু ও মানস বন্দোপাধ্যায়।
প্রথম ছবি হিসেবে কারিনা কায়সারকে সাধুবাদ জানানো যেতে পারে। তিনি চেষ্টা করেছেন। সেই তুলনায় দিঘী খানিক গুরুত্বহীন ছিলেন ছবিতে, তিনিও চেষ্টা করেছেন সাধ্যমতো। সৈয়দ জামান শাওন সাবলীল ছিলেন তার চরিত্রে। ভালো করেছেন দুই তানভীরও (আবু হুরায়রা ও গোলাম কিবরিয়া)। সেই তুলনায় ছবিতে সিনিয়র শিল্পীরা ছিলেন গুরুত্বহীন। শুধুমাত্র বিয়ের অনুষ্ঠানেই তাদের দেখা মেলে।
ছবির নামের ভেতর এক ধরনের চাতুরী থাকলেও গল্পের ভিন্নতা চোখে পড়ার মতো, যদিও সায়রা চরিত্রটা বিপ্লবী বা নারীবাদী নয়। মেয়েদের যে ফিগার ছেলেরা পছন্দ করে সেই ফিগারের মেয়েরা কি সবাই পারফেক্ট? বিপরীতে স্থূলকায় মেয়েদের ভেতরেও হয়তো পূর্ণতা থাকে না। কিন্তু মানুষের মন যা চায় তা শিল্পীতভাবে করাই জীবন। ছবিটার ভেতরে সিনেমাটিক অ্যারেঞ্জমেন্ট কিংবা ফিল্মি ট্রিটমেন্টের চেয়ে টেলিফিল্মের প্রভাব বেশি মনে হয়েছে। ‘মিনিস্ট্র অব লাভ’ প্রজেক্টের আগের চারটি ছবি কেন সিনেমা হলে মুক্তি দেয়া হয়নি সেই প্রশ্ন তৈরি করে দিয়েছে এই ছবিটি।
ছবিতে কয়েকটি গান ব্যবহৃত হয়েছে। ‘মিস করোনা ফ্রান্স’ গানের কথা লিখেছেন মুকুট মাসরুর এবং কাহজীব নুরুল মোমেন। গেয়েছেন নিলয় আহমেদ ও মিলিনা মোমিন। শেখ শফি ও শেখ সামি মাহমুদ ছিলেন সংগীতে।
জয় হোক বাংলা ছবির।
আহসান কবিরছবি: ৩৬-২৪-৩৬ রেটিং: ৫/১০
পরিচালক: রেজাউর রহমান
অভিনয়ে: শাওন, দীঘি ও কারিনা
প্রযোজনা: ছবিয়াল ও চরকি
মুক্তি: ৮ নভেম্বর ২০২৪
সমালোচক: রম্যলেখক, সাংবাদিক ও কবি
*** প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব।
আরও সমালোচনা:
তুফান: সন্ত্রাসকে গ্ল্যামারাইজ করতে চাওয়া এক ছবি
ফাতিমা: সাধারণ এক নারীর ‘অসাধারণ’ সংগ্রামের ছবি
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
রাজকুমার: ‘প্রশ্নবিদ্ধ’ এক বিয়োগান্তক ছবি
কাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
হুব্বা: সামথিং লাইক আ ক্রিমিনাল’স অটোবায়োগ্রাফি!
খুফিয়া: বাংলাদেশ নিয়ে ‘শঙ্কা ও ভাবনার’ ভারতীয় ছবি!
অন্তর্জাল: সাইবার থ্রিলার নিয়ে স্মার্ট ছবি
এমআর-৯: ‘মাসুদ রানা’ আছে ‘মাসুদ রানা’ নেই!
১৯৭১ সেই সব দিন: ৫৩ বছর আগের বাস্তবতা ফিরিয়ে আনার চেষ্টা
আম কাঁঠালের ছুটি: দুরন্ত শৈশব মনে করিয়ে দেয়া এক ছবি
প্রিয়তমা: পরিচিত গল্প আর ‘তাড়াহুড়ো’য় নির্মিত ছবি!
প্রহেলিকা: ছবিটি দেখলে কিছু প্রশ্ন উঠবেই
‘পরাণ’-এর আরেক ভার্সন ‘সুড়ঙ্গ’!
সুলতানপুর: ফর্মুলায় আক্রান্ত ধারাবাহিকতাহীন ছবি
আদিম: ‘বস্তি ঘনিষ্ঠ’ এক অপরূপ ছবি!
পাপ: শেষ না হওয়া এক থ্রিলার গল্পের ছবি
কিল হিম: বড়শি দিয়ে মাছ ধরেন অনন্ত, কিন্তু সেটা নড়ে না!
লিডার: স্বস্তি আর অস্বস্তির পাঁচ-ছয়
লোকাল: রাজনীতির ব্যানারে প্রেম ও প্রতিশোধের ছবি!
জ্বীন: ‘জিন ছাড়ানো’র কুসংস্কারাচ্ছন্ন ছবি!