X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

জমে ওঠা বইমেলায় পাঠক খরায় ভুগছে লিটল ম্যাগ চত্বর

আবিদ হাসান
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০৩আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০৩

দেখতে দেখতে শেষ পক্ষে চলে এলো অমর একুশে বইমেলা-২০২৪। গত প্রায় এক সপ্তাহ ধরেই মেলা জমে উঠেছে বেশ। এখন আর ছুটির দিন নয়, বরং প্রতিদিনই পাঠক-দর্শনার্থীদের ভিড় থাকছে বইমেলায়। প্রতিদিনই মোটামুটি ব্যস্ত সময় পার করছেন বিক্রয়কর্মীরা। তবে তরুণ লেখকদের হাতেখড়ির জায়গা লিটল ম্যাগাজিনের জন্য নির্ধারিত লিটল ম্যাগ চত্বরের দৃশ্য ভিন্ন।

অমর একুশে বইমেলার ১৮তম দিন, রবিবার(১৮ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, মেলার অন্যান্য অংশের চেয়ে একেবারেই উল্টো দৃশ্য লিটলম্যাগ চত্বরে। সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তমঞ্চ সংলগ্ন তালতলায় পড়েছে এবারের লিটলম্যাগ চত্বর।  সেখানে ১৭০টি প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেওয়া হলেও প্রায় অর্ধেকই বন্ধ আছে। যারা খুলে বসেছেন তারাও কাটাচ্ছেন অলস সময়। কেউ কেউ বসে বসে মোবাইল চালাচ্ছেন, কেউ আবার নিজেদের মতো করে গল্প করছেন।

পাঠক-ক্রেতাদের আনাগোনা নেই লিটল ম্যাগ চত্বরে

এই পরিস্থিতির জন্য মেলার আয়োজক কমিটিকে দায়ী করছেন লিটল ম্যাগাজিনের সম্পাদকরা। তারা জানান, প্রতিবারই লিটল ম্যাগ চত্বরকে একপেশে করে রাখা হয়। এবার যে জায়গায় ফেলেছে, সেটি সহসা কারও নজর পড়ে না। জায়গাটাও নিয়মিত পরিষ্কার করা হয় না। এছাড়াও লাইটিংয়ের যে ব্যবস্থা করা হয়েছে তাতে অন্ধকারচ্ছন্ন থাকে সব সময়। মাছ বাজারেও আরও ভালো লাইটিং হয় বলে তারা দাবি করেন।

এছাড়াও একটি স্টল থেকে অপর স্টলের মাঝে ফাঁকা জায়গা পর্যাপ্ত নয় বলেও তারা জানান। বার বার অভিযোগ করেও কোনও সমাধান পাননি, এই ক্ষোভ তাদের। পাঠক কম হওয়ার বিষয়ে তারা বলেন, মিডিয়া কাভারেজ কম হওয়াও একটা কারণ।

‘সাফল্য’ ম্যাগাজিনের সম্পাদক ফজলে রাব্বি বলেন, মেলা তো জমেছে ঠিকই। কিন্তু লিটল ম্যাগ চত্বরে পাঠক-দর্শনার্থী নেই বললেই চলে। এমন জায়গায় লিটলম্যাগ চত্বর ফেলেছে, যা কারও চোখে পড়ে না।

দিনের বেশিরভাগ সময় অলস সময় কাটান লিটল ম্যাগ চত্বরের স্টলগুলোর বিক্রেতারা

কথাসাহিত্যিক ও লিটল ম্যাগাজিন ‘শব্দকুঠির’ এর সম্পাদক রোকসানা রহমান বলেন, লিটলম্যাগ চত্বরে পাঠক আসে নাই বললেই চলে। এর অন্যতম কারণ হলো, একপাশে পড়ে যাওয়া, লাইটের সমস্যা। লাইট এমন যে আমাদের লিখতেই কষ্ট হয়। তাছাড়া মিডিয়ার যারা আসেন, তারাও অন্যদিকে বাইট দিয়ে প্রচার করেন। লিটলম্যাগ কেউ দেখান না। তারা দেখালেও হয়তো কিছু মানুষ দেখে জেনে আসতো। এমনি এমনি বসে আছি, বিক্রি না হওয়ায় খারাপ তো লাগবেই। লাভের আশা তো নয়, কিছু পত্রিকা বিক্রি হলে পরের সংখ্যাটা প্রকাশ করতে পারবো এতটুকুই আশা।

‘দোলন’ এর সম্পাদক কামাল মোস্তফা বলেন, পুরো মেলায় লিটলম্যাগ অবহেলিত। মেলার পরিবেশের সঙ্গে এখানকার পরিবেশের মিল নেই। আমরা তো বেশি কিছু চাই না, আমাদের চাওয়া একটু সুন্দর পরিবেশ, যেখানে বসে আমরা আড্ডা দিতে পারবো। লিটলম্যাগ চত্বর মানেই তো এই! তারপর দেখুন লাইটের কি বাজে অবস্থা!  এর চেয়ে মাছ বাজারে আরও ভালো লাইট থাকে। আমরা বার বার বলেও সমাধান পাইনি।

লিটল ম্যাগ চত্বরে রাতে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করা হয়নি বলেও অভিযোগ রয়েছে

‘শব্দকথন’ সম্পাদক রিমা চিশতি বলেন, প্রতি ছয় মাস পর পর একটি ম্যাগাজিন বের হয়। মোটামুটি আসছে লোকজন। তবে আশানুরূপ না। তাছাড়া বেশ কোণঠাসা করে রাখা হয়েছে এই চত্বরটি। এখানে হাঁটার জায়গাটুকু পর্যন্ত নেই।

নতুন বই

অমর একুশে বইমেলা ২০২৪-এর ১৮তম দিন রবিবার (১৮ ফেব্রুয়ারি) নতুন বই এসেছে ৮৩টি।

মূল মঞ্চের আয়োজন

বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্মরণ: জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন স্বরোচিষ সরকার। আলোচনায় অংশ নেন লুভা নাহিদ চৌধুরী ও এম আবদুল আলীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কবি কামাল চৌধুরী।

লেখক বলছি

লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কথাসাহিত্যিক মানিক মোহাম্মদ রাজ্জাক, শিশুসাহিত্যিক রোমেন রায়হান, কবি সৈকত হাবিব এবং গীতিকবি মনোরঞ্জন বালা।

সাংস্কৃতিক অনুষ্ঠান

সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি কামাল চৌধুরী, মুস্তাফিজ শফি, নজমুল হেলাল, মাহবুবা ফারুক, রাকীব হাসান, রিশাদ হুদা ও নাজমা আহমেদ। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী মো. শওকত আলী, মো. এনামুল হক, শিরিন সুলতানা, সুপ্রভা সেবতী, অনিকেত রাজেশ এবং ফেরদৌসী বেগম। সাংস্কৃতিক অনুষ্ঠানে মামুনুর রশীদের রচনা ও নির্দেশনায় ‘কহে ফেসবুক’ নাটক পরিবেশন করে ‘আরণ্যক নাট্যদল’।

সোমবারের সময়সূচি

১৯ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার অমর একুশে বইমেলার ১৯তম দিন। মেলা শুরু হবে বিকাল ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘স্মরণ: হাসান আজিজুল হক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন মোজাফ্ফর হোসেন। আলোচনায় অংশ নেবেন ফারুক মঈনউদ্দীন ও মহীবুল আজিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী।

ছবি: প্রতিবেদক।

/এফএস/
টাইমলাইন: বইমেলা ২০২৪
০১ মার্চ ২০২৪, ২৩:২১
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৬
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০২
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০১
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২৭
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:১৫
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৯
২২ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:২৬
২০ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৩৪
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০৩
জমে ওঠা বইমেলায় পাঠক খরায় ভুগছে লিটল ম্যাগ চত্বর
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৮
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৫
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২৬
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৬
সম্পর্কিত
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৪
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
সর্বশেষ খবর
সোমবার দুপুরের মধ্যে ১০ হাজার হজযাত্রীর ভিসা আবেদনের নির্দেশ
এজেন্সিগুলোকে ধর্ম মন্ত্রণালয়ের চিঠিসোমবার দুপুরের মধ্যে ১০ হাজার হজযাত্রীর ভিসা আবেদনের নির্দেশ
৩০ দিনের মধ্যে ‘অনলাইন জুয়া’ বন্ধের অগ্রগতি জানতে চেয়েছেন হাইকোর্ট
৩০ দিনের মধ্যে ‘অনলাইন জুয়া’ বন্ধের অগ্রগতি জানতে চেয়েছেন হাইকোর্ট
মাদকসহ হত্যা মামলার আসামি যুবদল নেতা গ্রেফতার
মাদকসহ হত্যা মামলার আসামি যুবদল নেতা গ্রেফতার
ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই মোদির সঙ্গে এয়ার চিফ মার্শালের বৈঠক
ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই মোদির সঙ্গে এয়ার চিফ মার্শালের বৈঠক
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
সাগর-রুনি হত্যাকাণ্ডে অংশ নেয় ২ জন: প্রতিবেদন
সাগর-রুনি হত্যাকাণ্ডে অংশ নেয় ২ জন: প্রতিবেদন