X
বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
২৯ মাঘ ১৪৩১

বাজেটের প্রতিবাদে রাজধানীতে এবি পার্টি’র বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৩, ১৯:১৩আপডেট : ০২ জুন ২০২৩, ১৯:৩৪

প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেট নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণিকে ধুকে-ধুকে মৃত্যুমুখে ঠেলে দেওয়ার বাজেট বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নেতারা। তারা মনে করেন, সরকার বাজেট তৈরি করেছে নিজেদের এবং তাদের তল্পিবাহক সিন্ডিকেটের উচ্চবিত্ত সদস্যদের স্বার্থ রক্ষার্থে।

শুক্রবার (২ জুন) বিকালে এবি পার্টি’র বিজয় নগরস্থ কেন্দ্রীয় অফিস চত্বরে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন নেতারা। ‘দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং প্রহসনের বাজেট’-এর প্রতিবাদে এবি পার্টি এই বিক্ষোভের আয়োজন করে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে দলের সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘বাজেট তৈরি করা হয় দেশের মানুষের প্রয়োজন ও প্রত্যাশাকে সামনে রেখে। কিন্তু সরকার বাজেট তৈরি করেছে নিজেদের এবং তাদের তল্পিবাহক সিন্ডিকেটের উচ্চবিত্ত সদস্যদের স্বার্থ রক্ষার্থে। এখন দেশের বেশিরভাগ মানুষের সবচাইতে বড় প্রয়োজন খেয়ে পরে কোনোরকম বেঁচে থাকা। সরকার এমন বাজেট প্রস্তাব করেছে যাতে মনে হচ্ছে— তারা চায় নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণি ধুকে-ধুকে মৃত্যুমুখে পতিত হোক। সরকার যে বাজেট ঘোষণা করেছে এর মাধ্যমে জনগণের মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে।’

দলের নেতা অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও বাংলাদেশে জ্বালানির দাম না কমানো জনগণের অধিকার হরন ও তাদের প্রতি চরম নিষ্পেষণ। এই বাজেটে চলমান দ্রব্যের মূল্যবৃদ্ধি আরও দীর্ঘায়িত হবে। বিদ্যুৎ সংকট চরম পর্যায়ে যাবে। জনজীবনে দুর্ভোগ আরও বৃদ্ধি পাবে।’

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের যুগ্ম-সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এবি যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, সহকারী সদস্য সচিব এম আমজাদ খান, প্রকৌশলী মোহাম্মদ লোকমান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হুসেইন, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনোয়ার ফারুক, যুব পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম ইলিয়াছ আলী, যুব পার্টির সদস্য সচিব শাহাদাত উল্লাহ টুটুল, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব ফিরোজ কবীর, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আলী নাসের খান প্রমুখ।

 

/এসটিএস/ইউএস/
টাইমলাইন: বাজেট ২০২৩-২৪
০২ জুন ২০২৩, ১৯:১৩
বাজেটের প্রতিবাদে রাজধানীতে এবি পার্টি’র বিক্ষোভ
সম্পর্কিত
ছোট হচ্ছে চলতি অর্থবছরের বাজেট
দাতা সংস্থাগুলো অন্তর্বর্তী সরকারকে ‘হাত খুলে’ টাকা দিতে চাচ্ছে
ঢাকা শহরের যানজট সহনীয় পর্যায়ে চলে এসেছে: মেয়র তাপস
সর্বশেষ খবর
মাছ আকৃতির ১২ কেজি ওজনের মিষ্টি, কেজি দরে বিক্রি
বগুড়ার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলামাছ আকৃতির ১২ কেজি ওজনের মিষ্টি, কেজি দরে বিক্রি
এক মোটরসাইকেলে ৩ বন্ধু, প্রাণ গেলো দুজনের
এক মোটরসাইকেলে ৩ বন্ধু, প্রাণ গেলো দুজনের
এসপি তানভীর সালেহীন কারাগারে
এসপি তানভীর সালেহীন কারাগারে
‌‘হেফাজতে ইসলামের আপত্তিতে’ লালন স্মরণোৎসব বন্ধ
‌‘হেফাজতে ইসলামের আপত্তিতে’ লালন স্মরণোৎসব বন্ধ
সর্বাধিক পঠিত
শুরুতেই হোঁচট খেলো গোলাপি বাস
শ্রমিকদের অসন্তোষ, যাত্রীদের দুর্ভোগশুরুতেই হোঁচট খেলো গোলাপি বাস
মধ্যরাতে ‘কাপল ড্যান্স’ থেকে ২৫ তরুণ-তরুণী আটক
মধ্যরাতে ‘কাপল ড্যান্স’ থেকে ২৫ তরুণ-তরুণী আটক
‘কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম’
বাড়িতে আগুনের পর কাফির আক্ষেপ‘কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম’
গাজীপুরে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি শফিউল আটক
গাজীপুরে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি শফিউল আটক
বিএনপি নেতার অবৈধ ইটভাটায় অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেটসহ অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালত
বিএনপি নেতার অবৈধ ইটভাটায় অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেটসহ অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালত