X
রবিবার, ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২
তথ্যপ্রযুক্তি সংগঠনগুলোর বাজেট প্রতিক্রিয়া

প্রস্তাবিত বাজেট স্মার্ট বাংলাদেশের উদ্দেশ্যের সঙ্গে অসঙ্গতিপূর্ণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২৩, ০৯:৪৬আপডেট : ০৫ জুন ২০২৩, ০৯:৪৯

সংসদে প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের সুপারিশ বা প্রস্তাবের আশানুরূপ প্রতিফলন ঘটেনি। বরং স্মার্ট বাংলাদেশের উদ্দেশ্যের সঙ্গে তা যথেষ্ট অসঙ্গতিপূর্ণ। তথ্যপ্রযুক্তি খাতের জাতীয় বাণিজ্য সংগঠনগুলোর নেতারা ‘বাজেট প্রতিক্রিয়া’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

রবিবার (৪ জুন) রাজধানীর কাওরানবাজারের বেসিস মিলনায়তনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনটাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং ই-কমার্স অ্যাসোসিয়েশেন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর যৌথ উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনিুষ্ঠিত হয়। এতে বেসিস সভাপতি রাসেল টি আহমেদ, বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ, আইএসপিএবি সভাপতি মো. এমদাদুল হক ও ই-ক্যাব সহ-সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন উপস্থিত ছিলেন।
  
বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, প্রতিবারের মতো এবারের বাজেটে তথ্যপ্রযুক্তি খাতে বাজেট বরাদ্দ বেড়েছে। কিন্তু প্রকৃত অর্থে তথ্যপ্রযুক্তি শিল্পের বিশেষ করে ব্যবসায়ীদের জন্য ইতিবাচক বা উল্লেখযোগ্য কোনও সুখবর নেই বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। সুনির্দিষ্ট ও যৌক্তিক প্রস্তাব দেওয়ার পরও এ খাতের করপোরেট ট্যাক্স অব্যাহতির সময়সীমা ২০৩০ সাল পর্যন্ত বাড়ানো, সফটওয়্যার ও আইটিইএস’র ওপর থেকে ভ্যাট প্রত্যাহার, সফটওয়্যার ও আইটি পরিষেবা রফতানির বিপরীতে নগদ সহায়তা ১০ শতাংশ বৃদ্ধি করে ২০ শতাংশ করা এবং সর্বোপরি দেশীয় সফটওয়্যার শিল্পের বিকাশে সফটওয়্যার ক্রেতাকে বিশেষ প্রণোদনার ব্যবস্থা করার প্রস্তাব করেছিলাম। অথচ এগুলোর কোনোটাই বিবেচনায় আনা হয়নি। অপরদিকে অপারেটিং সিস্টেম, ডেটাবেজ ও সিকিউরিটি সফটওয়্যারের আমদানি শুল্ক বাড়িয়ে ৫ শতাংশ থেকে ২৫ করা হয়েছে এবং সফটওয়্যারের ওপর ৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে যা কোনোভাবেই স্মার্ট বাংলাদেশ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সফটওয়্যারের ওপর আমদানি শুল্ক বাড়ানো এবং ভ্যাট আরোপ করায় সফটওয়্যারের মূল্য বৃদ্ধি পাবে।
 
সংবাদ সম্মেলনে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) প্রতিনিধি বলেন, ‘আমরা পুরোপুরি হতাশ। ২০২২-২৩ অর্থ বছরে ল্যাপটপ, এফএমসি প্রিন্টার ও টোনার কার্টিজ আমদানি পর্যায়ে ১৫ শতাংশ মূসক আরোপ করার ফলে বর্তমানে মোট শুল্কহার ২৬ শতাংশ যা এ বছর প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছিল, কিন্তু সেগুলো একইরকম আছে।’

বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ বলেন, ‘আন্তর্জাতিক ক্রেতারা তুলনামূলক কম মূল্যে বাংলাদেশ থেকে বিপিও পরিষেবা পেয়ে থাকেন তাই বাংলাদেশ বর্তমানে আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তির শিল্পের বাজারে গুরুত্বপূর্ণ অবস্থানে উন্নীত হয়েছে, কনটাক্ট সেন্টারের অনেক সফটওয়্যার এখনও দেশে তৈরি হচ্ছে না; যা দেশের বাইরে থেকে আমদানি করতে হচ্ছে, কিন্তু অপারেটিং সিস্টেম, ডেটাবেজ-সিকিউরিটি সফটওয়্যার এবং অন্যান্য সফটওয়্যার আমদানিতে ২৫ শতাংশ আমদানি শুল্কের সঙ্গে ১৫ শতাংশ মূসক আরোপ করা হয়েছে। ফলে এই শিল্পের সেবার মূল্য বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রভাব পড়বে বলে আমাদের বিশ্বাস।’

আইএসপিএবি সভাপতি মো. এমদাদুল হক বলেন, ‘২০২৩-২৪ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকা সত্ত্বেও আইএসপি প্রতিষ্ঠানের সব সেবাকে আইটিইএস’র অন্তর্ভুক্ত করা হয়নি। এতে স্মার্ট বাংলাদেশ গড়ার বিষয়টি বাধাগ্রস্ত হবে বলে আইএসপি অ্যাসোসিয়েশন মনে করে।’

ই-ক্যাব সহ-সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন ই-কমার্স মার্কেট প্লেসকে স্বীকৃতি দেওয়ায় ধন্যবাদ জানান।

/এইচএএইচ/ইউএস/
টাইমলাইন: bajet24
০৫ জুন ২০২৩, ০৯:৪৬
প্রস্তাবিত বাজেট স্মার্ট বাংলাদেশের উদ্দেশ্যের সঙ্গে অসঙ্গতিপূর্ণ
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রিটেনে নিষিদ্ধ প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের বিক্ষোভ, আটক ৫৫
ব্রিটেনে নিষিদ্ধ প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের বিক্ষোভ, আটক ৫৫
মার্কেন্টাইল ব্যাংকের ২৬তম বার্ষিক সাধারণ সভা
মার্কেন্টাইল ব্যাংকের ২৬তম বার্ষিক সাধারণ সভা
পার্বত্য শান্তিচুক্তি নিয়ে কাজ করছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
পার্বত্য শান্তিচুক্তি নিয়ে কাজ করছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
ভারতে হাসপাতালে ঢুকে গ্যাংস্টারকে হত্যা: মূল অভিযুক্তসহ ৮ জন কলকাতায় গ্রেফতার
ভারতে হাসপাতালে ঢুকে গ্যাংস্টারকে হত্যা: মূল অভিযুক্তসহ ৮ জন কলকাতায় গ্রেফতার
সর্বাধিক পঠিত
জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
শৃঙ্খলা মেনে চললে দেশের উন্নতি হবে: সেনাপ্রধান
শৃঙ্খলা মেনে চললে দেশের উন্নতি হবে: সেনাপ্রধান
ঢাকায় এসিসির সভা বর্জন করবে ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তান!
ঢাকায় এসিসির সভা বর্জন করবে ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তান!
কোন দিকে যাচ্ছে দেশের অর্থনীতি
কোন দিকে যাচ্ছে দেশের অর্থনীতি
বক্তব্য দেওয়ার সময় মঞ্চে পড়ে গেলেন জামায়াতের আমির
বক্তব্য দেওয়ার সময় মঞ্চে পড়ে গেলেন জামায়াতের আমির