কুমিল্লা জেলার লাকসাম উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও পানিবন্দি মানুষের মাঝে ‘উপহারসামগ্রী বিতরণ’ করেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই। শনিবার (২৪ আগস্ট) এই ত্রাণ বিতরণ করা হয় বলে জানান দলের নেতা শহীদুল ইসলাম।
ইসলামী আন্দোলনের নেতা আহমদ আবদুল কাইয়ূম জানান, শনিবার সকাল ৯টায় কুমিল্লা জেলার লাকসামে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন দলের আমির। এসময় দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসুদ, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কে এম আতিকুর রহমান ও মাওলানা নেছার উদ্দিন উপস্থিত ছিলেন।
এরপর কুমিল্লা লাকসামের ধামৈছাতে ত্রাণ বিতরণ করেন আমির। সেখান থেকে তিনি নোয়াখালী বেগমগঞ্জে বন্যাকবলিত এলাকা পরিদর্শন এবং আশ্রয়কেন্দ্রে অবস্থিত মানুষের খোঁজখবর এবং তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন
আহমদ আবদুল কাইয়ূম জানান, এছাড়াও মাইজদীতে বন্যার্তদের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী হাদিয়া প্রদান করেন ইসলামী আন্দোলনের আমির।