X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২

জলাবদ্ধ ঘর থেকে অন্তঃসত্ত্বাকে উদ্ধার করলেন শিক্ষার্থীরা, হাসপাতালে মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
২৬ আগস্ট ২০২৪, ০১:৫৭আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ০১:৫৮

বৃষ্টিতে জলাবদ্ধ ঘরে শ্বাসকষ্টে ছটফট করছিলেন সাত মাসের অন্তঃসত্ত্বা নাসিমা আক্তার। খবর পেয়ে তাকে উদ্ধারে ছুটে যান শিক্ষার্থীরা। এরপর ওই নারীকে নিয়ে ছোটেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। শনিবার রাত ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়।

নাসিমা আক্তারের (৩১) বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জের গৃদোকালিন্দীয়া গ্রামে। রবিবার সকালে লাশ ঢাকা থেকে গ্রামে এনে দাফনের ব্যবস্থা করেন শিক্ষার্থীরা। তার স্বামী জাফর একসময় সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। বর্তমানে অসুস্থতার কারণে ঠিকভাবে চলাফেরা করতে পারেন না। এই দম্পতির ১৪ বছর ও ৭ বছরের দুটি ছেলে রয়েছে।

চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জান্নাতুন নাঈম বলেন, শিক্ষার্থীরা খবর পান, ফরিদগঞ্জের গৃদোকালিন্দীয়া গ্রামের অসহায় সিএনজিচালক জাফরের সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী জলাবদ্ধ ঘরে শ্বাসকষ্টে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। কয়েকজন শিক্ষার্থী মিলে শনিবার দুপুরে তাকে উদ্ধার করে প্রথমে ফরিদগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে বিকালে সেখান থেকে এনে ২৫০ শয্যা চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চাঁদপুর সরকারি হাসপাতালের গাইনি চিকিৎসক নুসরাত জাহান অন্তঃসত্ত্বা নাসিমার অবস্থা বেগতিক দেখে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশনা দেন। এরপর শিক্ষার্থীরা তাৎক্ষণিক ২ হাজার টাকা তুলে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন। রাত ১০টায় হাসপাতালের অস্ত্রোপচারের কক্ষে নিয়ে গেলে মৃত্যু হয়।

নাসিমা আক্তারের স্বামী জাফর জানান, তার স্ত্রী হৃদরোগী। হৃদযন্ত্রে ছিদ্র থাকায় শ্বাস নিতে কষ্ট হতো। অনেক আগে একবার ঢাকায় চিকিৎসক দেখিয়েছিলেন। তখন চিকিৎসক সন্তান নিতে নিষেধ করেছিলেন। কিন্তু সাত মাস আগে নাসিমা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এতে শ্বাস কষ্ট বেড়ে যায়। আমি নিজে একজন পঙ্গু মানুষ। লাঠিতে ভর দিয়ে চলাফেরা করি। টানা বৃষ্টির কারণে বাড়িঘরে হাঁটুপানি উঠেছে। এর মধ্যে স্ত্রী অসুস্থ হয়ে পড়ে। তখন কী করবো, ঠিক বুঝতে পারছিলাম না। এর মধ্যে খবর পেয়ে শিক্ষার্থীরা এসে আমার স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তারা চিকিৎসার খরচও বহন করেন।

চাঁদপুর সরকারি হাসপাতালের চিকিৎসক নুসরাত জাহান বলেন, সাত মাসের অন্তঃসত্ত্বা নাসিমার হার্টে ছিদ্র থাকায় শ্বাস নিতে পারছিলেন না। জটিল অবস্থা দেখে দ্রুত ঢাকায় পাঠানো ছাড়া কোনও উপায় ছিল না। এই অবস্থায় সাত মাসের বাচ্চার জীবনটাও হারাতে হলো।

/এএম/
টাইমলাইন: বন্যা ও মানবিক বিপর্যয়
২৬ আগস্ট ২০২৪, ০১:৫৭
জলাবদ্ধ ঘর থেকে অন্তঃসত্ত্বাকে উদ্ধার করলেন শিক্ষার্থীরা, হাসপাতালে মৃত্যু
২৫ আগস্ট ২০২৪, ১৯:৩২
সম্পর্কিত
রামপুরায় বৃষ্টিতে ভিজতে গিয়ে ছাদ থেকে পড়ে কিশোরীর মৃত্যু
গোসলে নেমে মহানগর নাট্যমঞ্চের পুকুরে ডুবে কিশোরের মৃত্যু
বনশ্রীতে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
সর্বশেষ খবর
রবিবার দেশে ফিরছেন খালেদা জিয়া
রবিবার দেশে ফিরছেন খালেদা জিয়া
৩ তারিখের আগেই নারী কমিশনের প্রস্তাবনা বাতিলের দাবি হেফাজতের
৩ তারিখের আগেই নারী কমিশনের প্রস্তাবনা বাতিলের দাবি হেফাজতের
এনবিআরের বিভক্তিতে সুফল মিলবে?
এনবিআরের বিভক্তিতে সুফল মিলবে?
গাজায় যুদ্ধের বিরুদ্ধে ইসরায়েলি রিজার্ভ সেনাদের প্রতিবাদ
নেতানিয়াহুর ওপর বাড়ছে চাপগাজায় যুদ্ধের বিরুদ্ধে ইসরায়েলি রিজার্ভ সেনাদের প্রতিবাদ
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
মোহাম্মদপুর-বসিলা সড়কে যানজট নিরসনে নতুন উদ্যোগ
মোহাম্মদপুর-বসিলা সড়কে যানজট নিরসনে নতুন উদ্যোগ
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ