X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নিহতদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার আশ্বাস সজীব গ্রুপের চেয়ারম্যানের

গোলাম মওলা
০৯ জুলাই ২০২১, ১৯:২৭আপডেট : ০৯ জুলাই ২০২১, ২১:১৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে এখন পর্যন্ত অর্ধশতাধিক শ্রমিকের মৃত্যুর ঘটনায় সজীব গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসেম নিহতদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন। শুক্রবার (৯ জুলাই) বিকালে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে তিনি এই আশ্বাসের কথা বলেন। এর আগে সজিব গ্রুপের জুস কারখানায় আগুন লেগে এখন পর্যন্ত ৫২ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আবুল হাসেম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি একটি দুর্ঘটনা।’ এই দুর্ঘটনায় আহতদের চিকিৎসা খরচ আমরা বহন করবো। আর নিহতদের দাফন কাফনের ব্যবস্থাও আমরাই করবো। শ্রমিকদের যেসব সদস্য এই আগুনে মারা গেছেন, তাদের পরিবারকে কীভাবে সহযোগিতা করা যায় তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সজীব গ্রুপের চেয়ারম্যান বলেন, ‘আগুনে কতজন শ্রমিক মারা গেছেন, কতজন শ্রমিক সেখানে ছিলেন, কতজন কর্মকর্তা ছিলেন, এর কোনও তথ্য আমার জানা নেই।’ তিনি বলেন, ‘আমি সর্বোচ্চ চেষ্টা করবো আমার ছেলেমেয়েদের পাশে থাকতে।’

এটা একটা দুর্ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘গতকাল ফ্যাক্টরির সবগুলো ইউনিট চালু ছিল না। লোকজন কম ছিল। তারপরও যারা ছিল, তারা সবাই চেষ্টা করেছে আগুন নিয়ন্ত্রণে আনতে, কিন্তু পারেনি।’

এ ঘটনায় দায় কে নেবে এমন প্রশ্নের জবাবে সজীব গ্রুপের চেয়ারম্যান বলেন, ‘দায় আমাকে নিতে হবে। কারণ, আমি ইন্ডাস্ট্রি করেছি। তবে কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা আমি নিজেও জানি না।’ তিনি বলেন, ‘কেউ ইচ্ছা করে নিজের প্রতিষ্ঠানে আগুন লাগায় না। যারা মারা গেছেন তারা আমার সন্তানের মতো। পরিবারের সদস্যদের মতো। নিজের পরিবারের সদস্যদের কেউ কখনও হত্যা করে না। কোনও কোনও গণমাধ্যমে বলা হচ্ছে, আগুন লাগার পরও শ্রমিকদের কাজ করতে বাধ্য করা হয়েছে। এটি একটি মিথ্যাচার। নিচে আগুন লাগার কারণে হয়তো শ্রমিকরা নামতে পারেনি। সেই কারণেই ক্ষতি হয়েছে বেশি।’

তিনি বলেন, ‘জীবনে বড় ভুল করেছি ইন্ডাস্ট্রি করে। ইন্ডাস্ট্রি করলে শ্রমিক থাকবে। শ্রমিক থাকলে কাজ হবে। কাজ হলে আগুন লাগতেই পারে। এখন যেহেতু ক্ষতি হয়ে গেছে, আমরা কথা দিচ্ছি, সব ক্ষতিগ্রস্ত শ্রমিকের পাশে থাকবো। যারা মারা গেছেন তাদের পরিবারের সদস্যদের চাকরির ব্যবস্থা করবো। আর যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার দায় বা খরচ আমরা বহন করবো।’

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে জুস কারখানার ছয়তলা ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। শুক্রবার বিকালে বাংলা ট্রিবিউনকে মোহাম্মদ আবুল হাসেম বলেন, ‘আগুন লাগার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমার প্রিয় শ্রমিকরা। ক্ষতিগ্রস্ত হয়েছি আমি। অথচ বিক্ষোভ করছে যারা, তারা কেউ শ্রমিক না। তারা বহিরাগত।’

তিনি আরও বলেন, ‘এখানে সাতটি ভবনে কাজ হয়, কিন্তু আগুন লেগেছে মাত্র একটিতে। পুরো ফ্যাক্টরিতে ৬০০-৭০০ শ্রমিক কাজ করে।’

শ্রমিকরা ছাড়া কোনও কর্মকর্তা বা মালিকপক্ষের কেউ মারা গেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত কিছুই বলতে পারছি না। সেখানে কতজন মারা গেছেন বা কতজন ছিলেন আমরা তার কিছুই জানি না।’

আগুন লাগার কারণ হিসেবে মোহাম্মদ আবুল হাসেম বলেন, ‘যেহেতু নিচের তলায় কার্টুন রাখা ছিল এবং বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ ছিল, তাই হয়তো আগুনের এই ভয়াবহতা।’ তার ধারণা, নিচের তলার কার্টুন থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে। ওপরের তলাগুলোতে বিভিন্ন মেশিন ও যন্ত্রপাতি ছিল। যেহেতু খাবারের আইটেম তৈরি হয়, তাই বহু ধরনের দাহ্য পদার্থ ছিল। সেটা হয়তো আগুনের ব্যাপকতা বাড়িয়েছে। তবে ভবনটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্র ছিল বলেও দাবি করেছেন তিনি।

 

/জিএম/আইএ/
টাইমলাইন: নারায়ণগঞ্জে জুস কারখানায় আগুন
০৯ জুলাই ২০২১, ১৯:২৭
নিহতদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার আশ্বাস সজীব গ্রুপের চেয়ারম্যানের
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!