X
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
১৫ আশ্বিন ১৪৩০

নারায়ণগঞ্জে আগুনে হতাহতের ঘটনায় নাগরিক তদন্ত কমিটি গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২১, ১৯:০৭আপডেট : ১৪ জুলাই ২০২১, ১৯:০৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ লি. কারখানায় অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনায় ১৯ সদস্যের সমন্বয়ে একটি নাগরিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৪ জুলাই) কমিটি গঠনের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

তিনি বলেন, ‘গত ১৩ জুলাই দেশের সচেতন নাগরিকদের অংশগ্রহণে এক ভার্চুয়াল আলোচনা সভায় এই কমিটি ঘোষণা করা হয়েছে।’

কমিটির আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়াকে এবং ঢাকা লেবার কোর্ট ও নারায়ণগঞ্জ জজ কোর্টের অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলকে সদস্য সচিব করা হয়েছে। নাগরিক তদন্ত কমিটিতে সদস্য হিসাবে আছেন— অধ্যাপক আনু মুহাম্মদ, ডা. মো. হারুন-রশিদ, স্থপতি মোবাশ্বের হোসেন, প্রকৌশলী মোশাররফ হোসেন, সাংবাদিক ও কলামিস্ট সোহরাব হাসান, শিক্ষাবিদ ও মানবাধিকারকর্মী সি আর আবরার, অধ্যাপক গওহার নঈম ওয়ারা, অধ্যাপক তানজীম উদ্দিন খান, গবেষক ও সাংবাদিক প্রিসিলা রাজ ও মাহা মির্জা, শিল্পী ও সংগঠক বীথি ঘোষ, সাংবাদিক ও কলামিস্ট ফারুক ওয়াসিফ, বাংলাদেশ শ্রম ইনস্টিটিউটের ট্রাস্টি গোলাম মুর্শেদ, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার লিমা, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শবনম হাফিজ, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সবুজ এবং গবেষক ও মানবাধিকার কর্মী রেজাউর রহমান লেনিন।

তদন্ত কমিটির সবার সম্মতিতে ভবিষ্যৎ কর্মপরিধি নির্ধারণ করা হয়। এর মধ্যে উল্লেযোগ্য হলো—অগ্নিকাণ্ড সংগঠিত হওয়ার প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণসমূহ অনুসন্ধান; নিহত-আহত ও নিখোঁজ শ্রমিকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের জন্য প্রয়োজনীয় অনুসন্ধান এবং নিরূপণযোগ্য জান-মালের ক্ষয়ক্ষতি নিরূপণ। সংগঠিত অগ্নিকাণ্ডের পূর্বে কারখানা ভবনের অনুমোদন নিরিক্ষণ। কাঠামোগত ত্রুটি বিচ্যুতি, কারখানার কর্ম পরিবেশ, শ্রম আইনসহ অপরাপর আইনের প্রতিপালন করা হয়েছিল কিনা; বিশেষ করে শ্রমিকদের নিয়োগ, কর্মদিবস বা কর্মঘণ্টা ও যথাযথ মজুরি প্রদান করা হতো কিনা তা দেখা।

এছাড়াও কারাখানার মালিকপক্ষের দায়-দায়িত্ব, গাফিলতি এবং সরকারের সংশ্লিষ্ট দফতরের ব্যক্তিবর্গ যথাযথভাবে দায়িত্ব পালন করেছিল কিনা, সেই সম্পৃক্ত তথ্যের সঠিক এবং গ্রহণযোগ্যতা নিরূপণ করাও তদন্ত কমিটির কর্মকাণ্ডের উল্লেখযোগ্য বিষয়। যাতে করে প্রকৃত দোষীদের চিহ্নিতকরণ এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ও বিচারিক শাস্তি প্রদানের সুপারিশ, ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ও তাদের পরিবারের সদস্যদের যথাযথ ক্ষতিপূরণ, ন্যায় বিচার, একইসঙ্গে ভবিষ্যতে ভয়াবহ অগ্নিকাণ্ড নিরোধসহ কাঠামোগত হত্যাকাণ্ডের ঘটনা নিরোধ সংক্রান্ত সুপারিশ করা যায় এবং শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা যায়।

নাগরিকদের আলোচনায় তদন্ত কমিটি উপরিউক্ত কর্মকাণ্ড পরিচালনায় যথাযথ সরকারি-বেসরকারির উপযুক্ত ব্যক্তিবর্গ-প্রতিষ্ঠানসমূহের কাছ থেকে প্রয়োজনীয় এবং কার্যকর তথ্য ও উপাত্ত দিয়ে সহযোগিতা চাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। যাতে করে তদন্ত কমিটি নিরপেক্ষ, স্বাধীন ও গ্রহণযোগ্য প্রতিবেদন প্রস্তুত করতে পারে।

 

 

/বিআই/আইএ/
টাইমলাইন: নারায়ণগঞ্জে জুস কারখানায় আগুন
১৪ জুলাই ২০২১, ১৯:০৭
নারায়ণগঞ্জে আগুনে হতাহতের ঘটনায় নাগরিক তদন্ত কমিটি গঠন
সম্পর্কিত
সর্বশেষ খবর
পারলেন না ইমরানুর
পারলেন না ইমরানুর
নওয়াজের আক্ষেপ এবং ভারত, বাংলাদেশ ও পাকিস্তান
নওয়াজের আক্ষেপ এবং ভারত, বাংলাদেশ ও পাকিস্তান
শিশুপুত্রকে নিয়ে বিষপান, ছেলের মৃত্যু হলেও চিকিৎসক মায়ের অবস্থা আশঙ্কাজনক
শিশুপুত্রকে নিয়ে বিষপান, ছেলের মৃত্যু হলেও চিকিৎসক মায়ের অবস্থা আশঙ্কাজনক
লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
মেনেনডেজকে দিয়ে লবিস্ট গ্রুপ কি আরও কাজ করিয়েছিল?
মেনেনডেজকে দিয়ে লবিস্ট গ্রুপ কি আরও কাজ করিয়েছিল?
শর্ত মেনে বিদেশ যেতে ‘রাজি নন’ খালেদা জিয়া
শর্ত মেনে বিদেশ যেতে ‘রাজি নন’ খালেদা জিয়া
অচলের পথে মার্কিন সরকার
অচলের পথে মার্কিন সরকার
সাকিবের ইনজুরি নিয়ে নানা মন্তব্যে ক্ষুব্ধ মাশরাফি
সাকিবের ইনজুরি নিয়ে নানা মন্তব্যে ক্ষুব্ধ মাশরাফি
বিদেশ পালানোর সময় অনলাইন জুয়া চক্রের ‘মূলহোতা’ গ্রেফতার
বিদেশ পালানোর সময় অনলাইন জুয়া চক্রের ‘মূলহোতা’ গ্রেফতার