X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

জুস কারখানায় আগুন: চেয়ারম্যানসহ ২ জনের বিরুদ্ধে আরেক মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ জুলাই ২০২১, ২২:৪৩আপডেট : ১৫ জুলাই ২০২১, ২২:৫৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড বেভারেজের সেজান জুস কারখানার আগুনে ৫২ শ্রমিক নিহতের ঘটনায় সজীব গ্রুপের চেয়ারম্যান আবুল হাসেম ও উপ-মহাব্যবস্থাপক মামুনুর রশিদের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করা হয়েছে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের শ্রম পরিদর্শক নেছার উদ্দিন আহমেদ বাদী হয়ে বৃহস্পতিবার (১৫ জুলাই) মামলাটি করা হয়।

মামলার বিষয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর নারায়ণগঞ্জ অফিসের উপ-মহাপরিদর্শক সৌমেন বড়ুয়া বলেন, যেকোনও দুর্ঘটনা হলে ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের জানাতে হয়, কিন্তু কারখানার মালিক তা করেননি। তাই আমরা আজ একটি মামলা দায়ের করেছি। আগুনে পুড়ে কারখানার নিহত এবং আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে মালিককে বলবো। তারা যদি ক্ষতিপূরণ না দেয় তবে আমরা আরও মামলার প্রস্তুতি নেবো।

এর আগে, চলতি বছরের ৩০ জুন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর নারায়ণগঞ্জ অফিসের সহকারী শ্রম পরিদর্শক সৈকত মাহমুদ বাদী হয়ে শ্রম আইনের ৯টি ধারা লঙ্ঘনের অভিযোগে কারখানাটির বিরুদ্ধে দণ্ডবিধির তিনটি ধারায় একটি মামলা করেছিলেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

ওই মামলায় উল্লেখ করা হয়, করোনা ও স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে জীবাণুনাশক (সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও স্প্রে) ব্যবহার না করা, শিশুশ্রমিক নিয়োগ, কারখানার পূর্বদিকের ছয়তলার কক্ষে নির্মল বায়ু চলাচলের ব্যবস্থা না থাকা, পরিদর্শকের পক্ষ থেকে কাজের সময়সূচির নোটিশ অনুমোদন না করা, কার্যকর সেফটি কমিটি না থাকা, যন্ত্রপাতি স্থাপনের ক্ষেত্রে দেয়াল থেকে দেয়ালের দূরত্ব এক মিটার না রাখা, অনুমোদিত নকশার সঙ্গে বর্তমান কারখানার মেশিন আউটলেট প্যাটার্নের সামঞ্জস্য না থাকা, বর্তমান শ্রমিক সংখ্যানুপাতে লাইসেন্স ক্যাটাগরি সঠিক না থাকা এবং ভবনের ভেতরে বৈদ্যুতিক নিরাপত্তার ব্যবস্থা সঠিক না থাকাসহ কারখানাটি শ্রম আইনের ধারা-৯১ বিধি ৮৬, ধারা ৩৪ (১), ধারা ৫৬, ধারা ১১১ (৮), ধারা ৯০ (ক), বিধি-৩২৬, ধারা-৩৫৬, ধারা-৬১ লঙ্ঘন করেছে। তাদের বিরুদ্ধে শ্রম আইনের ২০০৬ অনুযায়ী দণ্ডবিধি ৩০৩, ৩০৭ ও ৩০৯ ধারায় অপরাধের অভিযোগ আনা হয়েছে।

আইন অনুযায়ী আগুন লেগে ৫২ শ্রমিক নিহত হলেও দুই কার্যদিবসের মধ্যে ওই ঘটনা কলকারখানা পরিদর্শককে নোটিশ করে জানানোর বিধান রয়েছে। কিন্তু হাসেম ফুড কর্তৃপক্ষ  জানায়নি। এ কারণে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবুল হাসেম ও উপ-মহাব্যবস্থাপক মামুনুর রশিদের বিরুদ্ধে শ্রম আইন ২০০৬–এর ৮০ ধারা লঙ্ঘনের অভিযোগে দণ্ডবিধির ৩০৭ ধারায় অপরাধের অভিযোগ আনা হয়েছে।

প্রসঙ্গত, হাসেম ফুড অ্যান্ড বেভারেজের সেজান জুস কারখানায় ৮ জুলাই বিকাল সাড়ে ৫টায় আগুনের সূত্রপাত হয়। ওই সময় কারখানা ভবনটিতে প্রায় ৪০০-এর বেশি কর্মী কাজ করছিলেন। কারখানায় প্লাস্টিক, কাগজসহ মোড়ক করার প্রচুর সরঞ্জাম থাকায় আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে। প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ থাকায় কয়েকটি ফ্লোরের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের দীর্ঘ সময় লাগে। এ অগ্নিকাণ্ডে মোট ৫২ জনের প্রাণহানি ঘটে।

এদিকে, এ অগ্নিকাণ্ডের ঘটনায় করা হত্যা মামলায় গত ১০ জুলাই সজীব গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসেমসহ আটজনকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। গ্রেফতার অন্যরা হলেন- সহ-ব্যবস্থাপনা পরিচালক হাসিব বিন হাসেম (সজীব), পরিচালক তারেক ইব্রাহিম সতেজ, পরিচালক তাওসিফ ইব্রাহিম শীতল, পরিচালক তানজিম ইব্রাহিম, কোম্পানির সিইও শাহান শাহ আজাদ, ডিজিএম মামুনুর রশিদ এবং প্রশাসনিক কর্মকর্তা সালাউদ্দিন। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে তাওসিফ ইব্রাহিম শীতল, তানজিম ইব্রাহিমকে জামিন দেন আদালত। বাকি ছয় আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

/এফআর/
টাইমলাইন: নারায়ণগঞ্জে জুস কারখানায় আগুন
১৫ জুলাই ২০২১, ২২:৪৩
জুস কারখানায় আগুন: চেয়ারম্যানসহ ২ জনের বিরুদ্ধে আরেক মামলা
সম্পর্কিত
ভাটারায় ছেলেকে আগুন থেকে বাঁচাতে গিয়ে বাবা- মাসহ আরও তিনজন দগ্ধ
ওয়ারীতে আগুন নিয়ন্ত্রণে বেগ পাওয়ার কারণ জানালো ফায়ার সার্ভিস
ওয়ারীতে কেমিক্যাল গোডাউনে আগুন, ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!