X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আশা করি তারা সব দায় শোধ করে গ্রাহকের পাশে থাকবে: শবনম ফারিয়া

বিনোদন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ০০:১১

চলতি বছরের ১ জুন আলোচিত-সমালোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে মিডিয়া ও কমিউনিকেশনস প্রধানের দায়িত্ব নিয়েছিলেন ‌‘দেবী’-খ্যাত অভিনেত্রী শবনম ফারিয়া। সম্প্রতি প্রতিষ্ঠানটির এমডি মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতারের পর সমালোচনায় পড়েন এই তারকা। 

অনেকেই জানতে চায়, ইভ্যালি দুর্দিনে তারকামুখগুলো কোথায়? বিষয়টি নিয়ে নানা মাধ্যমে বিভিন্ন রকমের খবর আসতে শুরু করে। এটি নিয়ে এবার বাংলা ট্রিবিউনের কাছে লিখিত ব্যাখ্যা দিলেন ফারিয়া। জানালেন, তিনি আর ইভ্যালিতে নেই। গত আগস্টে চাকরিকে বিদায় বলেছেন। এটাও আশা করেছেন, ইভ্যালি সব দায় শোধ করে গ্রাহকের পাশে থাকবে।

এই প্রতিষ্ঠান থেকে চাকরি ছাড়া প্রসঙ্গে এই তারকা বলেন, ‘‘আমি চাকরি ছাড়ার পর কেন জানাইনি! কারণ আমি অহেতুক আলোচনার অংশ হতে চাইনি। আরিফ আর হোসাইন ভাই যখন বললেন, ‘তিনি আর এখানে কাজ করছেন না।’ তখনও আপনারা তাকে নিয়ে ট্রোল করলেন। চাকরি ছাড়লেও সমস্যা, কাজ করলেও সমস্যা! কোথায় যাব? অপ্রয়োজনীয় আলোচনার অংশ হতে ভাল লাগে না। কিন্তু আমার ভাগ্য এত খারাপ, কেন যেন আমাকেই সবসময় আলোচনা/সমালোচনায় পড়তে হয়। এখন আরেকটা কথা; কিছু গণমাধ্যম লিখছে আমি নাকি অভিযোগ করেছি বেতন পাইনি! কাকে অভিযোগ করেছি? কখন অভিযোগ করেছি? কীভাবে করেছি? এই প্রমাণ কেউ দিচ্ছে না! আমার অভিযোগ থাকলে সেটা আমি প্রতিষ্ঠানটির এইচআর ডিপার্টমেন্টে করবো। সাংবাদিক ভাইদের কেন করবো? তারা কি আমাকে বেতন দেবে? আমি যেই কোম্পানিতে কাজ করেছি তারা এখন একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আশা করবো, তারা সব দায় পরিশোধ করে গ্রাহকদের পাশে থাকবে!’’

ফারিয়া তার লিখিত বক্তব্যে আরও বলেন, ‘‘ক্যারিয়ারের শুরু থেকে আমি অনুভব করি, গণমাধ্যমকর্মীদের কেন যেন আমার প্রতি বিশেষ ভালোবাসা আছে। তবে কয়েকজন কারণে অকারণে আমাকে জড়িয়ে সংবাদ প্রকাশে বিশেষভাবে আগ্রহী থাকেন। সম্ভবত, আমি সবসময় কল রিসিভ করতে পারি না, ভণিতা করি না, কাউকে তেলানোর ক্ষমতা আমার নেই- এমন আরও কিছু কারণ থাকতে পারে। তাই বেশিরভাগ সাংবাদিক ভাইদের প্রিয় তালিকায় আমার নাম একদম শেষের দিকে। কিছু বিষয় এখন পরিষ্কার করার সময় এসেছে। আমি জুন-জুলাই এই দুই মাস ‘একটি ই-কমার্স সাইটে’ তাদের গণসংযোগ বিভাগে কাজ করেছি। আমি সেখানে যোগদানের ১৫ দিন পর থেকেই বাংলাদেশ ব্যাংকের একটি রিপোর্ট চলে আসায় তাদের কার্যক্রম অনেকটাই কমে এসেছিল। জুলাইয়ের পর আমার দাফতরিক কোনও কাজই ছিল না! তাই আগস্টে আমি চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে আসি।’’

শবনম ফারিয়া এদিকে ইভ্যালির অর্ডার বিষয়ে নানা চাপের তথ্যও সোশ্যাল হ্যান্ডেলে আসে। বিষয়টি নিয়ে এই অভিনেত্রীর ভাষ্য, ‘‘অনেকেই জানতে চেয়েছেন, আমাকে দেখে কেউ অর্ডার করে থাকলে তাতে আমার মতামত কী? আমি যোগদানের পরের সপ্তাহ থেকেই ‘সাইক্লোন’ অফার বন্ধ হয়ে ‘টি-টেন’ চালু হয়েছে। যেটি ছিল, যেখানে পণ্য পেলেই টাকা দেবে! সুতরাং আমাকে দেখে অর্ডার দিয়ে ফেঁসে যাওয়ার কোনও সুযোগই নেই। কেউ নিজেকে এসব বলে সান্ত্বনা দিলে কিংবা নিজ স্বার্থ হাসিলে শুধু হেনস্তা করার জন্য আমাকে টানলে আমার সত্যিই কিছু বলার/করার নেই। তাছাড়া আমি কখনও প্রকাশ্যে কোথাও এই কোম্পানি প্রমোট করিনি। কখনও বলিনি, আপনারা বিশ্বাস রাখেন কিংবা আস্থা রাখেন। কারণ সেখানে দাফতরিক কাজের বাইরে আমার কোনোকিছু প্রচার-প্রকাশের চুক্তি ছিল না। যেহেতু আমি পেশায় অভিনেত্রী সুতরাং আমাকে কোনও কোম্পানির প্রচারের কাজে অংশ নিলে আলাদা সম্মানী দিতে হয়। সেখানে সেই সুযোগ নেই।’’ 

প্রসঙ্গত, এর আগে ইভ্যালিতে শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছিলেন তাহসান খান ও রাফিয়াথ রশিদ মিথিলা। তারা দুজনই প্রতিষ্ঠানটি ছেড়েছেন। চুক্তি বাতিলের নন-ডিসক্লোজার শর্ত অনুযায়ী এই বিষয়ে তারা বিস্তারিত বলেননি। তবে ফারিয়া তার পদত্যাগের কথা এবার ব্যাখ্যা করলেন। শবনম ফারিয়া

/এম/এমএম/
টাইমলাইন: ইভ্যালি
৩১ জানুয়ারি ২০২২, ১৬:১২
১৮ অক্টোবর ২০২১, ১৯:১২
১৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৭
আশা করি তারা সব দায় শোধ করে গ্রাহকের পাশে থাকবে: শবনম ফারিয়া
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৯
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৪:২০
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪২
সম্পর্কিত
ইভ্যালির রাসেলের জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা
ইভ্যালির রাসেলের জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
ইভ্যালির রাসেল-শামীমার সম্পত্তি ক্রোকের নির্দেশ
ইভ্যালির রাসেল-শামীমার সম্পত্তি ক্রোকের নির্দেশ
ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে আবারও গ্রেফতারি পরোয়ানা
ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে আবারও গ্রেফতারি পরোয়ানা
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!