X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

কুয়াকাটার সব হোটেল-মোটেলকে আশ্রয়কেন্দ্র ঘোষণা, উত্তাল সাগর দেখতে মানুষের ভিড়

কুয়াকাটা প্রতিনিধি
১৩ মে ২০২৩, ২১:২৬আপডেট : ১৩ মে ২০২৩, ২১:৪৯

ঘূর্ণিঝড় মোখার কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় কুয়াকাটার আবাসিক হোটেল-মোটেলগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন মালিকপক্ষ। শনিবার (১৩ মে) আবাসিক হোটেলগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে খুলে দেওয়ার বিষয়টি উল্লেখ করে কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক শেখ জিয়াউর রহমান বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি খারাপ হলে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীরা হোটেলগুলোতে আশ্রয় নিতে পারবেন। কুয়াকাটা সব হোটেলকে বিষয়টি বলা আছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এখনও কেউ আবাসিক হোটেলের কোনও কক্ষে আশ্রয় নেননি। এমনকি উপজেলার কোনও আশ্রয়কেন্দ্রে ও মুজিব কিল্লায় কেউ ওঠেননি এখন পর্যন্ত।

লতাচাপলী ইউনিয়নের মাইটভাঙ্গা গ্রামের বেড়িবাঁধের বাইরের পাশের বাসিন্দা বাবুল মুসল্লি বলেন, আশ্রয়কেন্দ্র যাওয়ার মতো পরিস্থিতি এখনও হয়নি। পরিস্থিতি খারাপ হলে আমরা যাবো।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, অতি প্রবল ঘূর্ণিঝড়টি রবিবার (১৪ মে) বিকাল থেকে সন্ধ্যার দিকে কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে। আজ সন্ধ্যা থেকে উপকূলীয় অঞ্চলে এর প্রভাব পড়তে পারে।

কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে এক কিলোমিটার পূর্ব দিকে বেড়িবাঁধের বাইরের পাশে বসবাসকারী চিনিমতি বেগম বলেন, এখন পর্যন্ত আবাসিক হোটেলে আশ্রয় নেওয়ার মতো প্রভাব পড়েনি। আমরা বেড়িবাঁধের বাইরে বসবাসকারীরা ঝুঁকির মধ্যে আছি।

কুয়াকাটার সব হোটেল-মোটেলকে আশ্রয়কেন্দ্র ঘোষণা, উত্তাল সাগর দেখতে মানুষের ভিড়

পটুয়াখালী জেলা আবহাওয়া কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, বর্তমানে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব সাগরে থাকা মোখা উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে শক্তি বাড়াচ্ছে। এর প্রভাবে কলাপাড়াসহ উপকূলীয় এলাকায় শনিবার সন্ধ্যা থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। ওইসব এলাকায় ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগরের পরিস্থিতি দেখতে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে পাঁচ শতাধিক মানুষ ভিড় জমিয়েছেন। শেষ বিকেলে কুয়াকাটা সৈকতের পরিস্থিতি পরিদর্শনে যান- স্থানীয় সংসদ সদস্য মহিবুর রহমান, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল বারেক মোল্লা।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, কুয়াকাটার আবাসিক হোটেল-মোটেলগুলো আশ্রয়কেন্দ্রে হিসেবে ঘোষণা দেওয়ায় মালিকদের ধন্যবাদ জানাই। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা অবস্থানরত পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে পর্যটকদের কোনোভাবেই সমুদ্রে গোসল করতে নামতে দেওয়া হবে না।

মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের বলেন, প্রশাসনের পক্ষ থেকে মালিকপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। তারা হোটেলগুলো খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন। মানুষের জানমালের নিরাপত্তার জন্য আবাসিক হোটেলের মালিক পক্ষের এমন সিদ্ধান্ত প্রশংসার দাবিদার।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেন জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় উপজেলার ১৭৫টি সাইক্লোন শেল্টার এবং মুজিব কিল্লাগুলো প্রস্তুত রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের নিরাপত্তার স্বার্থে আবাসিক হোটেল খুলে দেওয়া হয়েছে।

/এফআর/
টাইমলাইন: ঘূর্ণিঝড় মোখা
১৩ মে ২০২৩, ২১:২৬
কুয়াকাটার সব হোটেল-মোটেলকে আশ্রয়কেন্দ্র ঘোষণা, উত্তাল সাগর দেখতে মানুষের ভিড়
সম্পর্কিত
মিয়ানমারে ত্রাণসামগ্রী পাঠালো বাংলাদেশ
মোখায় ক্ষতিগ্রস্তদের মাঝে নৌবাহিনীর খাদ্য-চিকিৎসা সহায়তা
‘সম্বল ছিল একটা ঘর, তাও ভাঙলো তুফানে’
সর্বশেষ খবর
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
আমের মিষ্টি আচার বানাবেন যেভাবে
আমের মিষ্টি আচার বানাবেন যেভাবে
জিসিসি’র সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
জিসিসি’র সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল