X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ, খাবারের দোকানে ভিড়

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
১৪ মে ২০২৩, ২২:৩৬আপডেট : ১৪ মে ২০২৩, ২২:৩৬

ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ আছে। বাসাবাড়িতে রান্নাবান্না হচ্ছে না। এ অবস্থায় হোটেল-রেস্টুরেন্টগুলোতে মানুষের ভিড় দেখা গেছে। নগরের ফিলিং স্টেশনে গ্যাস বিক্রি হচ্ছে না। রাস্তায় গ্যাসচালিত যানবাহনের সংখ্যা কমে গেছে।

রবিবার (১৪ মে) রাতে হোটেল-রেস্টুরেন্টগুলোতে খাবার কিনতে মানুষের ভিড় দেখা গেছে। বন্ধ রয়েছে গ্যাসনির্ভর কল-কারখানা ও সিএনজি ফিলিং স্টেশন।

গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে আরও পাঁচ-ছয় দিন লাগবে বলে জানিয়েছে চট্টগ্রামে গ্যাস সরবরাহের দায়িত্বে থাকা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। তবে রবিবার সচিবালয়ে সাংবাদিকদের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘দুই দিনের মধ্যে গ্যাস সরবরাহের উন্নতি হবে। তবে পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে ১০-১২ দিন।’

কেজিডিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শনিবার বলা হয়, ‘ঘূর্ণিঝড় মোখার প্রভাবে মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গত ১২ মে রাত ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ফলে চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে সরবরাহ বন্ধ আছে। এলএনজি টার্মিনাল দুটি গভীর সমুদ্র থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে পাঁচ-ছয় দিন লাগতে পারে। স্বাভাবিক না হওয়া গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।’

এদিকে, গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বাসাবাড়িতে রান্না হচ্ছে না। গ্যাসনির্ভর রেস্টুরেন্ট বন্ধ আছে। যেগুলো চালু আছে সেগুলোতে খাবার কিনতে মানুষের ভিড় দেখা গেছে। এ সুযোগে খাবারের দাম বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা।

দুই দিন ধরে বাসায় গ্যাস সরবরাহ বন্ধ অভিযোগ করে নগরীর মুরাদপুর এলাকার মোরশেদ আলম তালুকদার বলেন, ‘এ জন্য হোটেলে খাবার কিনতে এসেছি। কিন্তু গ্যাস না থাকার সুযোগে খাবারের দাম বেশি নিচ্ছেন হোটেল মালিকরা।’

রাতে হোটেল-রেস্টুরেন্টগুলোতে খাবার কিনতে মানুষের ভিড় দেখা গেছে

নগরীর কোতোয়ালি এলাকার মহসীন আচার্য্য বলেন, ‘গ্যাস না থাকার সুযোগে কেরোসিনের চুলা বিক্রি বেড়েছে। এই চুলার দামও বাড়িয়ে দিয়েছেন দোকানিরা।’

রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা জগলুল হুদা বলেন, ‘কাপ্তাই সড়কের বেশিরভাগ গাড়ি গ্যাসনির্ভর। ফিলিং স্টেশন থেকে সরবরাহ বন্ধ থাকায় শনিবার বিকাল থেকে রাস্তায় যানবাহন কমে গেছে। তেলচালিত যেসব যানবাহন চলছে, সেগুলো যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নিচ্ছে।’

সরবরাহ বন্ধকে পুঁজি করে বোতলজাত গ্যাসের দাম বেশি নেওয়ার অভিযোগ পেয়েছেন বলে জানালেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। তিনি বলেন, ‘অভিযোগ পেয়েছি। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’  

এ ব্যাপারে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) মহাব্যবস্থাপক (বিপণন দক্ষিণ) প্রকৌশলী আমিনুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুরো চট্টগ্রাম এলএনজি গ্যাসের ওপর নির্ভর। আমরা দৈনিক ৩০০ এমএমসিএফডি গ্যাস পেয়ে থাকি। যার পুরোটাই আসে মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে। ঘূর্ণিঝড়ের কারণে এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ বন্ধ আছে। এ জন্য আমরা গ্যাস পাচ্ছি না। ফলে লাইনে সরবরাহ পুরোপুরি বন্ধ আছে।’

রবিবার সকাল থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ বলে জানালেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘এলএনজি টার্মিনাল চালু না হওয়া পর্যন্ত এ সমস্যা থাকবে।’

/এএম/
টাইমলাইন: ঘূর্ণিঝড় মোখা
১৪ মে ২০২৩, ২২:৩৬
চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ, খাবারের দোকানে ভিড়
সম্পর্কিত
মিয়ানমারে ত্রাণসামগ্রী পাঠালো বাংলাদেশ
মোখায় ক্ষতিগ্রস্তদের মাঝে নৌবাহিনীর খাদ্য-চিকিৎসা সহায়তা
‘সম্বল ছিল একটা ঘর, তাও ভাঙলো তুফানে’
সর্বশেষ খবর
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট