X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

কুয়াকাটায় শান্ত সমুদ্র, আশ্রয়কেন্দ্রে যাচ্ছে না মানুষ

কুয়াকাটা প্রতিনিধি
১৪ মে ২০২৩, ১৫:২৯আপডেট : ১৪ মে ২০২৩, ১৫:২৯

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলীয় অঞ্চলে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাব নেই। এতে আশ্রয়কেন্দ্রে যেতে চাচ্ছে না মানুষ। শনিবার (১৩ মে) রাতে ১ হাজার ২০ জন মানুষ কলাপাড়া উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রাত কাটায়। তবে দিনে কেউ আশ্রয়কেন্দ্রে যায়নি। আবাসিক হোটেল-মোটেলগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা দিলেও রাতে সেখানে কেউ রাত কাটায়নি।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কলাপাড়া উপজেলার ১৭৫টি সাইক্লোন শেল্টার ও ১৯টি মুজিব কিল্লা প্রস্তুত রাখা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখানো হলেও রবিবার (১৪ মে) সকাল পর্যন্ত তার প্রভাব পড়েনি। শনিবার মধ্যরাত থেকে কুয়াকাটার উপকূলে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। উপকূলের আকাশ থমথমে মেঘাচ্ছন্ন থাকলেও ঝড়ো বাতাস নেই। সমুদ্র এখন শান্ত।

কুয়াকাটা আদর্শ গ্রামের বকুল নেছা (৫৫) বলেন, ‘আমরা বন্যার বাতাস দেখলেই আশ্রয়কেন্দ্রে যাইতাম। এখনও ওই রকম কিছু দেখিনি। শুনছি ঘূর্ণিঝড় আইব। চোখে না দেখলে যামু কই? বৃষ্টি নাই, বাতাস নাই। পৌরসভা থেকে মাইকিং করে আশ্রয়কেন্দ্রে যাইতে বলছে। কীসের জন্য যামু বুঝি না।’

পটুয়াখালী জেলা আবহাওয়া কর্মকর্তা মাহবুবা সুখী জানান,পায়রা সমুদ্র বন্দর থেকে ৩৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব কোণে অবস্থান করছে ঘূর্ণিঝড় মোখা। আজ বিকাল বা সন্ধ্যা নাগাদ বাংলাদেশ অতিক্রম করতে পারে । এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। 

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেন বলেন, ‘তিনদিন ধরে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে যেতে বলা হচ্ছে। কিন্তু এ অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রভাব নেই। তাই মানুষজন আশ্রয়কেন্দ্রে যেতে চাচ্ছে না। গতরাতে উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ১ হাজার ২০ জন মানুষ রাত কাটিয়েছে। তবে দিনে একজনও আশ্রয়কেন্দ্রে নেই।’

/আরআর/
টাইমলাইন: ঘূর্ণিঝড় মোখা
১৪ মে ২০২৩, ১৫:২৯
কুয়াকাটায় শান্ত সমুদ্র, আশ্রয়কেন্দ্রে যাচ্ছে না মানুষ
সম্পর্কিত
মিয়ানমারে ত্রাণসামগ্রী পাঠালো বাংলাদেশ
মোখায় ক্ষতিগ্রস্তদের মাঝে নৌবাহিনীর খাদ্য-চিকিৎসা সহায়তা
‘সম্বল ছিল একটা ঘর, তাও ভাঙলো তুফানে’
সর্বশেষ খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ
হার চোখ রাঙালেও সিরিজ জিতলো বাংলাদেশই
হার চোখ রাঙালেও সিরিজ জিতলো বাংলাদেশই
কাগজে হাত মুছতে গিয়ে রাসেলস ভাইপারের কামড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু
কাগজে হাত মুছতে গিয়ে রাসেলস ভাইপারের কামড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু
‘পিস্তলে বুলেট লোড-আনলোড করে বললেন, তোর কোন পায়ে গুলি করবো বল?’
‘পিস্তলে বুলেট লোড-আনলোড করে বললেন, তোর কোন পায়ে গুলি করবো বল?’
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা