X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

নিরাপদ আশ্রয়ে উপকূলের জেলেরা

কুয়াকাটা প্রতিনিধি
১৪ মে ২০২৩, ০৯:৪৫আপডেট : ১৭ মে ২০২৩, ১৫:৫৪

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে কুয়াকাটার উপকূলে সাগর কিছুটা উত্তাল হয়ে উঠেছে। শনিবার রাত থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। তবে ঝড়ো বাতাস নেই। জেলেরা গভীর সমুদ্র থেকে উপকূলের বিভিন্ন স্থানে নিরাপদে আশ্রয় নিয়েছেন। শুক্রবার সকাল থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত মৎস্য বন্দর আলীপুর-মহিপুর খাপড়াভাঙ্গা নদীতে দেশের বিভিন্ন এলাকার সহস্রাধিক মাছ ধরা ট্রলার ভিড়েছে।

জেলেরা জানান, শুক্রবার সকাল থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলো উপকূলে এসে নিরাপদে আশ্রয় নিয়েছে। কুয়াকাটা সংলগ্ন আলীপুর-মহিপুর খাপড়াভাঙ্গা নদীতে নিরাপদে আশ্রয় নিয়ে নোঙর করে আছে ট্রলারসমূহ। এছাড়া উপকূলীয় অঞ্চলের বিভিন্ন নদী, খালে এবং সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে শতাধিক মাছধরা ট্রলার নিরাপদ আশ্রয় নিয়েছে।  

ট্রলার মাঝি রুহুল আমিন হাওলাদার জানান, সমুদ্র থেকে উঠে আসার মতো পরিস্থিতি এখনও হয়নি। মোখার আগাম সতর্কতার কারণে কিনারে এসেছেন। তারা এখন জাল বুনবেন, ট্রলার মেরামত করবেন। ২০ মে থেকে শুরু হবে ৬৫ দিনের মৎস্য অবরোধ। তাই আবহাওয়া পরিস্থিতি শান্ত হলেও সমুদ্রে যাওয়ার আর সুযোগ নেই।

কুয়াকাটা আলীপুর মৎস্য আড়তদার সমবায় সমিতির সভাপতি ও লতাচাপলী ইউনিয়নের চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা বলেন, ‘ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে উঠেছে। আমরা আগাম সতর্কতার অংশ হিসেবে জেলেদের তীরে আসতে বলছি। মাছধরা ট্রলারগুলো গভীর সমুদ্র থেকে ফিরে উপকূলের বিভিন্ন নদী-খালে নিরাপদে আশ্রয় নিয়েছে।’

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের বিশেষ বিজ্ঞপ্তিতে বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরা নৌকা-ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে, পায়রা সমুদ্র বন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।  

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সতর্কতার জন্য মালিকদের ট্রলারগুলো নিরাপদ আশ্রয়ে রাখতে বলা হয়েছে।

/আরআর/
টাইমলাইন: ঘূর্ণিঝড় মোখা
১৪ মে ২০২৩, ০৯:৪৫
নিরাপদ আশ্রয়ে উপকূলের জেলেরা
সম্পর্কিত
মিয়ানমারে ত্রাণসামগ্রী পাঠালো বাংলাদেশ
মোখায় ক্ষতিগ্রস্তদের মাঝে নৌবাহিনীর খাদ্য-চিকিৎসা সহায়তা
‘সম্বল ছিল একটা ঘর, তাও ভাঙলো তুফানে’
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?