X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

মস্কোর দিকে এগোচ্ছে ওয়াগনার, প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুন ২০২৩, ২০:৫৩আপডেট : ২৪ জুন ২০২৩, ২১:৩৩

রাশিয়ার সামরিক নেতৃত্বকে উৎখাতের ঘোষণা দিয়ে সশস্ত্র বিদ্রোহ করা ভাড়াটে গোষ্ঠী ওয়াগনার গ্রুপের যোদ্ধারা রাজধানী মস্কোর দিকে অগ্রসর হচ্ছে। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটার দিকে সিএনএন ও বিবিসির খবরে বলা হয়েছে, মস্কো থেকে ৪০০ কিলোমিটার দূরে লিপেতস্ক অঞ্চলে রয়েছে ওয়াগনার যোদ্ধারা। আর রুশ সংবাদমাধ্যম জানিয়েছে, মস্কোর দক্ষিণাংশে অবস্থান নিচ্ছে রাশিয়ার নিরাপত্তাবাহিনীর সদস্যরা।

লিপেতস্ক অঞ্চলের গভর্নর ইগো আর্তামনোভ নিশ্চিত করেছেন, অঞ্চলটির মধ্য দিয়ে মস্কোর দিকে এগিয়ে যাচ্ছে ওয়াগনার যোদ্ধারা। 

বিবিসির যাচাইকৃত সোশ্যাল মিডিয়ার এক ভিডিওতে দেখা গেছে, ওয়াগনারের একটি গাড়ির বহর লিপেতস্ক অঞ্চল দিয়ে যাচ্ছে। এই অঞ্চলটি ভরোনেজ ও মস্কোর মধ্যবর্তী স্থানে অবস্থিত।

মস্কোর দিকে এগোচ্ছে ওয়াগনার, প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা

গভর্নর আর্তমনোভ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলাবাহিনী ও কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

তবে স্থানীয়দের বাড়িতে থাকতে এবং সড়ক পথে যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

বিবিসি জানিয়েছে, রোস্তভ-অন-ডন শহর থেকে মস্কোর দিকে অগ্রসর হচ্ছে ওয়াগনার বাহিনী। এর আগে তারা মস্কো থেকে ৫৬০ কিলোমিটার দূরে ভরোনেজ অঞ্চলে ছিল বলে জানা গিয়েছিল।  

অবশ্য ওয়াগনারের বহরে যোদ্ধার সংখ্যা সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

এদিকে, রুশ সংবাদমাধ্যম ভেদোমস্তি প্রকাশিত ছবিতে দেখা গেছে, যুদ্ধের স্বয়ংক্রিয় অস্ত্র ও সরঞ্জামসহ রাশিয়ার নিরাপত্তাবাহিনীর সদস্যরা দক্ষিণাঞ্চলের সঙ্গে মস্কোর সংযোগকারী স্থানে অবস্থান নিচ্ছে।

ছবিতে আকাশে হেলিকপ্টার ও কাছে পুলিশ ট্রাক দেখা গেছে।

এর আগে ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন দাবি করেছিলেন, তার যোদ্ধারা রোস্তভ-অন-ডন শহরটির সেনা সদর দফতর নিয়ন্ত্রণে নিয়েছে। তবে সকালে একটি ভিডিও বার্তার পর তাকে প্রকাশ্যে দেখা যায়নি।

উল্লেখ্য, ওয়াগনার যোদ্ধাদের ওপর রুশ সেনারা হামলা চালিয়েছে অভিযোগ তুলে শুক্রবার রাতে রুশ সামরিক নেতাদের উৎখাত করার ঘোষণা দেন ওয়াগনার প্রধান প্রিগোজিন। এরপরই তিনি বাহিনী নিয়ে ইউক্রেন থেকে রাশিয়ায় প্রবেশ করে রোস্তভ শহরের সামরিক অবকাঠামো নিয়ন্ত্রণের দাবি করেছেন। মস্কো অভিমুখে এগিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে প্রিগোজিনকে ‘সশস্ত্র বিদ্রোহী’ আখ্যা দিয়েছে মস্কো। তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এবং ফৌজদারি অপরাধের অভিযোগ প্রমাণিত হলে ১২ থেকে ২০ বছরের সাজা হতে পারে প্রিগোজিনের। 

/এএ/
টাইমলাইন: ওয়াগনারের বিদ্রোহ
২৪ জুন ২০২৩, ২০:৫৩
মস্কোর দিকে এগোচ্ছে ওয়াগনার, প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
সম্পর্কিত
ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনও ইঙ্গিত নেই: যুক্তরাষ্ট্র
চিলির উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
বাংলাদেশ সব বকেয়া পরিশোধ করবে, আশাবাদী আদানি পাওয়ার
সর্বশেষ খবর
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
দাপট দেখিয়ে হায়দরাবাদকে হারালো গুজরাট
দাপট দেখিয়ে হায়দরাবাদকে হারালো গুজরাট
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
সব কালো আইন বাতিলের দাবি ডিআরইউর
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসসব কালো আইন বাতিলের দাবি ডিআরইউর
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
রবিবার দেশে ফিরছেন খালেদা জিয়া
রবিবার দেশে ফিরছেন খালেদা জিয়া
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি