X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

প্রিগোজিনের বিরুদ্ধে তদন্ত অব্যাহত: তাস

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুন ২০২৩, ২৩:২২আপডেট : ২৬ জুন ২০২৩, ২৩:২২

রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের বিরুদ্ধে ফৌজদারী মামলার তদন্ত অব্যাহত রয়েছে। সোমবার (২৬ জুন) রুশ প্রসিকিউটর জেনারেলের কার্যালয়ের এক সূত্রকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।

সূত্রটি জানায়, প্রিগোজিনের বিরুদ্ধে ফৌজদারী মামলা বাতিল করা হয়নি। তদন্ত চলমান রয়েছে।

আরেকটি রুশ দৈনিক পত্রিকা সোমবার এক প্রতিবেদনে উল্লেখ করেছেন, ২৬ জুন সকাল পর্যন্ত প্রিগোজিনের সশস্ত্র বিদ্রোহের ঘটনায় সংশ্লিষ্ট মামলা বাতিল করা হয়নি। তদন্ত চালিয়ে যাচ্ছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)।

শনিবার রাশিয়ার প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছিল, ইয়েভজেনি প্রিগোজিনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের অভিযোগে তদন্ত শুরু করেছে এফএসবি। প্রিগোজিনের টেলিগ্রাম চ্যানেলে তার বক্তব্য প্রকাশ হওয়ার পর এই তদন্ত শুরু হয়। ভিডিও বক্তব্যে ওয়াগনার যোদ্ধাদের ওপর রুশ সেনারা হামলা চালিয়েছে অভিযোগ তুলে শুক্রবার রাতে রুশ সামরিক নেতাদের উৎখাত করার ঘোষণা দেন প্রিগোজিন। যে ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেটির সাজা ১২ থেকে ২০ বছর কারাদণ্ড।

এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শনিবারই ইউক্রেন থেকে রাশিয়ায় প্রবেশ করে ওয়াগনার যোদ্ধারা। তারা রাশিয়ার রোস্তভ শহরের সেনা সদর দফতর নিয়ন্ত্রণ নেয়। পরে তারা মস্কোর উদ্দেশে রওনা দেয়। পরে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় প্রিগোজিন মস্কো অভিমুখে না গিয়ে নিজের যোদ্ধাদের ঘাঁটিতে ফিরতে বলেন। তখন প্রিগোজিনের বিরুদ্ধে বিদ্রোহের মামলা প্রত্যাহার করা হবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তাকে বেলারুশে নির্বাসনের পাঠানোর বিষয়ে সম্মতির কথা জানিয়েছিল ক্রেমলিন।

/এএ/
টাইমলাইন: ওয়াগনারের বিদ্রোহ
২৬ জুন ২০২৩, ২৩:২২
প্রিগোজিনের বিরুদ্ধে তদন্ত অব্যাহত: তাস
সম্পর্কিত
হিন্দুত্ববাদের মন্ত্রে দক্ষিণ ভারত জয় করতে পারবেন মোদি?
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
ইসরায়েলি পণ্য বহনকারী যেকোনও দেশের জাহাজে হামলা হবে: হুথিদের হুমকি
সর্বশেষ খবর
১৮ শর্তে আ.লীগকে সমাবেশের অনুমতি দিলো ডিএমপি
১৮ শর্তে আ.লীগকে সমাবেশের অনুমতি দিলো ডিএমপি
নিহত পাইলটের লাশ হস্তান্তর, থানায় মামলা
নিহত পাইলটের লাশ হস্তান্তর, থানায় মামলা
ঘটনার তদন্তে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হলেন পুলিশ কর্মকর্তা
ঘটনার তদন্তে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হলেন পুলিশ কর্মকর্তা
পাঞ্জাবের বিদায়, টিকে রইলো বেঙ্গালুরু
পাঞ্জাবের বিদায়, টিকে রইলো বেঙ্গালুরু
সর্বাধিক পঠিত
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা