X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

খুলে দেওয়া হয়েছে মেট্রোরেলের পঞ্চম স্টেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২৩, ১৪:৪৪আপডেট : ০১ মার্চ ২০২৩, ১৫:৩৪

মেট্রোরেলের পঞ্চম স্টেশন খুলে দেওয়া হয়েছে। বুধবার (১ মার্চ) সকাল ৮টায় মেট্রোরেলের মিরপুর ১০ স্টেশনের গেট খুলে দেওয়া হয়। দুপুর ১২টা পর্যন্ত চলে মেট্রোরেল। স্টেশন এলাকা ঘুরে দেখা যায়, সকালে তেমন ভিড় না থাকলেও সময় বাড়ার সঙ্গে যাত্রীদের সংখ্যাও বাড়তে থাকে।

মিরপুর ১০-এর মেট্রোস্টেশন চালু হওয়ায় স্থানীয়দের পাশাপাশি মিরপুর ১, ২ এবং ১৩, ১৪ নম্বরের বাসিন্দাদের জন্যও আগারগাঁও ও উত্তরায় যাতায়াত সহজ হবে। এছাড়া মিরপুরের ক্রিকেট স্টেডিয়াম, চিড়িয়াখানা, হাসপাতাল ও অফিসসহ নানা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে অন্যান্য এলাকা থেকে এখন সরাসরি মেট্রোরেলে যাতায়াত করা যাবে।

মেট্রোরেলের টিকিন নিচ্ছেন যাত্রীরা

এদিকে মেট্রোরেলের মিরপুর ১০ নম্বর স্টেশনের সব প্রস্তুতি আগে থেকেই সম্পন্ন করা ছিল। ভেতরে রোভার স্কাউট ও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষের সদস্যরা যাত্রীদের বিভিন্ন বিষয়ে সহায়তা করেন।

মিরপুর ১০ মেট্রোস্ট্রেশন চালু হওয়ায় ভোগান্তি অনেকটা কমবে বলে আশা করছেন আগারগাঁওয়ের মেট্রোযাত্রী রজ্জব হোসেন। তিনি বলেন, ‘কাওরান বাজার যাবো। সেখানে আপাতত সরাসরি যাওয়া যাচ্ছে না বলে আগারগাঁও পর্যন্ত টিকিট কাটলাম। তাতে অসুবিধা নেই। অন্তত সকালে বাসের জন্য এখন আর দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। অফিসে যেতে বাস পাওয়াটা অনেক বড় ভোগান্তি ছিল।’

প্রথমদিন যাত্রী কম থাকলেও দ্রুত সময়ের মধ্যে মিরপুর ১০ স্টেশনে যাত্রীদের ভিড় বাড়বে মন্তব্য করে তিনি বলেন, ‘আমিও ঠিক জানতাম না আজ থেকে এই স্টেশন চালু হবে। এসে দেখলাম। শুধু ১০ নম্বরের যাত্রী না, আশপাশের এলাকার যাত্রীরাও এই স্টেশন ব্যবহার করবেন।’

মেট্রোস্টেশনে যাত্রীরা

মিরপুর ২ নম্বর কিডনি ফাউন্ডেশনে অসুস্থ আত্মীয়কে দেখতে আগারগাঁও থেকে সপরিবারে এসেছেন এনামুল হক। তিনি বলেন, ‘মিরপুর ১০ বৃহত্তর মিরপুরের একটি গুরুত্বপূর্ণ এলাকা। ঢাকার নানা স্থান থেকে এখানে মানুষ বিভিন্ন প্রয়োজনে আসে। এখানে সরাসরি যোগাযোগ চালু হওয়ায় সবাই উপকৃত হবে এটা বলার অপেক্ষা রাখে না।’

এখনও মেট্রোরেল নিয়ে আগ্রহ কমেনি সাধারণ মানুষের। তাই প্রয়োজন না থাকলেও কেবল ঘোরার জন্য মিরপুর ১০ থেকে পল্লবী স্টেশন যাচ্ছেন মো. মারুফ ও তার বন্ধুরা। মারুফ বলেন, ‘অনেকদিন ধরেই শুনছি মেট্রোরেল চালু হয়েছে। কিন্তু ওঠা হয়নি। বন্ধুদের সঙ্গে তাই মেট্রোরেলে ঘুরতে এলাম।’ আধুনিক এই যোগাযোগ ব্যবস্থা দেখে বিস্ময় প্রকাশ করেন তিনি।

মিরপুর-১০ থেকে উত্তরা স্টেশনের ভাড়া ৪০ টাকা এবং আগারগাঁওয়ের ভাড়া ২০ টাকা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।

গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ধাপে ধাপে খুলে দেওয়া হয় উত্তরা উত্তর, আগারগাঁও, পল্লবী, উত্তরা সেন্টার স্টেশন।  আগামী ২৬ মার্চ মিরপুর ১১ কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশনও যাত্রী ওঠা-নামার জন্য খুলে দেওয়ার কথা রয়েছে। বর্তমানে মেট্রোরেল সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলাচল করছে। মঙ্গলবার থাকছে সাপ্তাহিক বন্ধ।

 

 

/জেডএ/আরকে/
টাইমলাইন: মেট্রোরেল
১০ মার্চ ২০২৪, ১৬:৫২
১০ মার্চ ২০২৪, ১৬:১৬
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৫
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১১
১৩ নভেম্বর ২০২৩, ১০:০০
০৪ নভেম্বর ২০২৩, ২২:০০
সম্পর্কিত
গুলিস্তানে দুই জনের মৃত্যু, সন্দেহ ‘হিট স্ট্রোক’  
এসি বিক্রি বেড়েছে তিনগুণ, অনেক ব্রাঞ্চে ‘স্টক আউট’
চুরির ঘটনায় তদন্তে নেমে ৫টি অস্ত্রের সন্ধান
সর্বশেষ খবর
‘ধর্ষণে’ অসুস্থ স্কুলছাত্রীকে স্বামী পরিচয়ে হাসপাতালে ভর্তি করে যুবকের পলায়ন
‘ধর্ষণে’ অসুস্থ স্কুলছাত্রীকে স্বামী পরিচয়ে হাসপাতালে ভর্তি করে যুবকের পলায়ন
সড়ক নিরাপদ করতে প্রযুক্তিনির্ভর সমন্বিত সমাধান প্রয়োজন: মেয়র আতিক
সড়ক নিরাপদ করতে প্রযুক্তিনির্ভর সমন্বিত সমাধান প্রয়োজন: মেয়র আতিক
কুড়িগ্রামে এক বছরে আইনি সহায়তা পেয়েছেন ২২০ জন, অধিকাংশই নারী
কুড়িগ্রামে এক বছরে আইনি সহায়তা পেয়েছেন ২২০ জন, অধিকাংশই নারী
আইপি টিভি চালু করতে চায় ডিএমপি!
আইপি টিভি চালু করতে চায় ডিএমপি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে