X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

মেট্রোরেলে বিজ্ঞাপন: অসন্তুষ্ট যাত্রীরা, যা বলছে কর্তৃপক্ষ

জুবায়ের আহমেদ
১৩ নভেম্বর ২০২৩, ১৯:০৬আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০০:২৩

দেশের আধুনিক গণপরিবহন মেট্রোরেল। যানজটের নগরীতে এই গণপরিবহন চালু হওয়ার পর স্টেশনের ব্যবস্থাপনা, সেবার মান, হকার-ভিক্ষুকমুক্ত পরিবেশ নিয়ে সন্তুষ্ট যাত্রীরা। কবে সব স্টেশন চালু হবে ও পুরোপুরি এর সুফল ভোগ করতে পারবেন, সেই অপেক্ষায় আছে রাজধানীবাসী। তবে এরইমধ্যে যাত্রীরা অসন্তোষ প্রকাশ করেছেন মেট্রোরেল কোচের ভেতরে পরিকল্পনাহীন বিজ্ঞাপন সাঁটানো নিয়ে।

তারা বলছেন, মেট্রোরেল কর্তৃপক্ষ আয় বাড়াতে বিজ্ঞাপন দিতে পারে, কিন্তু পোস্টারের মতো যেখানে সেখানে এসব লাগিয়ে মেট্রোর সৌন্দর্য মলিন করতে পারে না। ফেসবুকে এ নিয়ে অনেকে সমালোচনা করছেন। 

মেট্রোরেলে ভেতর বিজ্ঞাপন লাগিয়ে সৌন্দর্য নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে মেট্রোরেলের আগারগাঁও স্টেশন ঘুরে দেখা যায়, মেট্রোরেলের একটি সেটের একটি কোচে এই বিজ্ঞাপন দেওয়া হয়েছে। ওই কোচে করে আসা যাত্রীরা এটাকে দৃষ্টিকটু বলে উল্লেখ করেছেন। 

উত্তরা উত্তর থেকে আসা যাত্রী সানজিদা বলেন, মেট্রোরেলে বিজ্ঞাপন দিয়েছে তাতে কোনও সমস্যা নাই। কিন্তু যেভাবে জায়গায় জায়গায় পোস্টারগুলো লাগানো হয়েছে তাতে মেট্রোরেলের সৌন্দর্য নষ্ট হয়েছে বলে আমার মনে হয়। তার চাইতে বরং সব জায়গায় পোস্টার না লাগিয়ে ট্রেনের গেটে বা সিটের পাশে বিজ্ঞাপন লাগালে ভালো হয়, যেন গিঞ্জি না লাগে বিষয়টা।

পরিকল্পনা করে মেট্রোরেলে বিজ্ঞাপন লাগানোর পরামর্শ দেন যাত্রীরা

‘মেট্রোরেলের ভেতর একখণ্ড ফার্মগেটের চিত্র’ দেখা যাচ্ছে মন্তব্য করে মিরপুর ১০ থেকে আসা যাত্রী শামীম বলেন, ‘যেভাবে সেভাবে বিজ্ঞাপন লাগাইছে, তাতে তো আমার কাছে এইটারে চলন্ত ফার্মগেট মনে হইতাছে। সৌন্দর্যটাই নষ্ট করে দিছে। আরও প্ল্যান কইরা বিজ্ঞাপন দিলে ভালো হয়।’

মেট্রোরেলের জন্য বিশেষভাবে বিজ্ঞাপন তৈরির পরামর্শ দিয়ে আবু সাইদ নামে আরেক যাত্রী বলেন, মেট্রোরেল সাধারণ মানুষের যান, প্রতিদিনই অসংখ্য মানুষ এতে চলাচল করবেন। সেখানে প্রচারণার জন্য বিজ্ঞাপন দেওয়া যায়। তবে যেহেতু বিভিন্ন চিন্তাধারার মানুষও থাকবে, সবার কথা চিন্তা করে মেট্রোরেলের জন্য বিশেষভাবে বিজ্ঞাপন বানাতে পারে প্রতিষ্ঠানগুলো। আবার এরকমভাবে যেন যেখানে সেখানে বিজ্ঞাপন না বসানো হয়। দেখতে ভালো লাগে না। সৌন্দর্য নষ্ট হয়।

মেট্রোরেলের আয়ের উৎসব এসব বিজ্ঞাপন

বিজ্ঞাপনের বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কোম্পানি সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ আবদুর রউফ বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা আইনসম্মতভাবে মিডিয়া কমকে এক বছরের জন্য বিজ্ঞাপনের জন্য টেন্ডারের মাধ্যমে বরাদ্দ দিয়েছি। আমাদের ডিসপ্লেতেও বিজ্ঞাপন প্রচার হবে। মেট্রোরেলে বিজ্ঞাপন- এটি মেট্রোরেল কর্তৃপক্ষের আয়ের একটি উৎস। সারা বিশ্বেই এটা আছে। আয় না হলে যাত্রীদের ভাড়ার খরচ বেড়ে যাবে।

তিনি বলেন, বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু শর্ত আছে। আমরা এখন পরীক্ষা-নিরীক্ষা করে দেখবো কীভাবে এই শর্তগুলো যাত্রীবান্ধব হয়। কারণ, যাত্রীদের জন্যই তো আমরা। যাত্রীদের কাছে খারাপ লাগে এমন কিছু আমরা অবশ্যই করবো না। যে বিষয়টি আমাদের নজরে এসেছে তা আমরা আরও বিস্তারিত দেখবো কেন সৌন্দর্যহানি হলো, কী করলে আরও ভালো হবে।

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এবং বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেডের মধ্যে মেট্রোরেলের ভেতরে এক বছরের জন্য বিজ্ঞাপনী প্রচারণা কার্যক্রম বিষয়ে একটি চুক্তিটি সই হয়। চুক্তি অনুযায়ী মেট্রোরেলের ভেতরে নিরবচ্ছিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্র্যান্ডের ভিডিও বিজ্ঞাপন, ডাইনামিক ও ফিক্সড স্টিকার বিজ্ঞাপন চালাতে পারবে মিডিয়াকম।

আরও পড়ুন-

অবরোধে নিরাপদ বাহন মেট্রোরেল

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রথমবারের মতো যাত্রী নিয়ে অফিসপাড়ায় মেট্রোরেল

/এফএস/এমওএফ/
টাইমলাইন: মেট্রোরেল
১০ মার্চ ২০২৪, ১৬:৫২
১০ মার্চ ২০২৪, ১৬:১৬
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৫
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১১
১৩ নভেম্বর ২০২৩, ১৯:০৬
মেট্রোরেলে বিজ্ঞাপন: অসন্তুষ্ট যাত্রীরা, যা বলছে কর্তৃপক্ষ
১৩ নভেম্বর ২০২৩, ১০:০০
০৪ নভেম্বর ২০২৩, ২২:০০
সম্পর্কিত
বৃষ্টির প্রার্থনায় নামাজ
হিট অফিসারের পরামর্শে ‘কৃত্রিম বৃষ্টি’ ছিটাবে ডিএনসিসি
বনানীতে যাত্রীবাহী বাসে আগুন
সর্বশেষ খবর
ফার্নিচার কারখানায় ৬০০ বস্তা চিনি মজুত
ফার্নিচার কারখানায় ৬০০ বস্তা চিনি মজুত
নির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
পরাজয় ঢাকতে অভিযোগ তুলছে বিএনপিনির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
কুড়িগ্রামে বিএনপির ৩ নেতাকে দল থেকে বহিষ্কার
কুড়িগ্রামে বিএনপির ৩ নেতাকে দল থেকে বহিষ্কার
বাগদাদে ইরাকি টিকটক তারকাকে গুলি করে হত্যা
বাগদাদে ইরাকি টিকটক তারকাকে গুলি করে হত্যা
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা