X
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২

মেট্রোরেলে ঢিল: এক মাসেও জানা গেলো না দায়ী কে

রিয়াদ তালুকদার
৩০ মে ২০২৩, ১০:০১আপডেট : ৩০ মে ২০২৩, ১০:০১

ঢিল মেরে মেট্রোরেলের কাচ ভাঙার ঘটনার পর এক মাস পেরিয়ে গেছে। তবে এক মাসেও মেট্রোরেল ক্ষতিগ্রস্ত করার মামলার তদন্তে কোনও অগ্রগতি নেই। কে ঢিল মেরেছিল তা এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। এমনকি যে বাসা থেকে ঢিল দেওয়ার কথা বলা হয়েছে তা নিয়েও সৃষ্টি হয়েছে ধূম্রজাল। এ বিষয়ে তদন্ত কর্মকর্তারা স্পষ্ট কোনও তথ্য দিতে পারছেন না। তারা বলছেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

গত ৩০ এপ্রিল রাজধানীর শেওড়াপাড়া থেকে ছেড়ে আসা মেট্রোরেল কাজীপাড়া স্টেশনে ঢোকার আগে পূর্ব পাশের একটি ভবন থেকে ঢিল ছোড়া হয়। এতে মেট্রোরেলের একটি জানালা ক্ষতিগ্রস্ত হয়। যা মেরামত করতে খরচ হয় ১০ লাখ টাকা। এই ঘটনার পরই মেট্রোরেল কর্তৃপক্ষের পক্ষে মেট্রোরেলের লাইন অপারেশন শাখার সহকারী ব্যবস্থাপক সামিউল কাদির বাদী হয়ে কাফরুল থানায় একটি মামলা দায়ের করেন যা মেট্রোরেল আইনে প্রথম মামলা।

মেট্রোরেল আইনে বলা আছে, মেট্রোরেল চলাচলে বাধা বা ক্ষয়ক্ষতির সঙ্গে জড়িত থাকলে পাঁচ বছরের কারাদণ্ড বা ৫০ লাখ টাকা জরিমানায় পড়তে হবে।

পুলিশ বলছে, ঢিল মারার ঘটনার পর থেকে আশপাশের বাড়িগুলোতে বিশেষভাবে নজরদারি করা হচ্ছে। এছাড়া গোয়েন্দা পুলিশও বিশেষ নজরদারি রাখছে। বাড়ি বাড়ি গিয়ে ভাড়াটিয়া এবং মালিকদের মেট্রোরেলের নিরাপত্তার বিষয়গুলো সম্পর্কে অবহিত করা হচ্ছে। পরবর্তীতে কোনও ছাড় দেওয়া হবে না বলেও তাদের জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া মেট্রোরেলের পাশ দিয়ে যেসব উঁচু ভবন রয়েছে তার ছাদে চলাচলের বিষয়েও বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে ছাদে কাপড় শুকানোর বিষয়েও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

যদিও ঘটনার কিছু দিন পর মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, যে ভবন থেকে ঢিল ছোড়া হয়েছে সে ভবনটি চিহ্নিত করা হয়েছে। সে ভবনে কাউকে পাওয়া যায়নি, সবাই পলাতক রয়েছে। তারা যেখানেই যাক না কেন তাদের আইনের আওতায় নিয়ে আসবে আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে সিসিটিভি ফুটেজ আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয়েছে, তারা এসব বিষয় খতিয়ে দেখছে।

যে ভবন থেকে ঢিল মারা হয়ে থাকতে পারে সে ভবনটি চিহ্নিত করা সম্ভব হয়েছে কিনা এবং কাউকে শনাক্ত করা সম্ভব হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মিরপুর বিভাগের মিরপুর জনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাসুদ মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলমান রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেফতার করা সম্ভব হয়নি। তদন্তাধীন বিষয় জানিয়ে আর কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি।

মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল বাতেন বাংলা ট্রিবিউনকে বলেন, যে ভবনগুলো থেকে ঢিল মারা হয়ে থাকতে পারে এমন একাধিক ভবন চিহ্নিত করা হয়েছে। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখন পর্যন্ত কারও সম্পৃক্ততার বিষয়টি সম্পর্কে আমরা নিশ্চিত হইনি। কাউকে এখন পর্যন্ত শনাক্ত করাও সম্ভব হয়নি। তবে এ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বাংলা ট্রিবিউনকে বলেন, মেট্রোরেলের নিরাপত্তার বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এরইমধ্যে এমআরটি পুলিশের অনুমোদন পাওয়া গেছে। তারা কাজ শুরু করলে এসব বিষয় আরও সঠিকভাবে দেখভাল করতে পারবে। ঢিল মেরে মেট্রোরেলের কাচ ক্ষতিগ্রস্ত করার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা করেন তিনি।

/এফএস/
টাইমলাইন: মেট্রোরেল
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:২১
২৪ আগস্ট ২০২৪, ১১:২৪
সম্পর্কিত
১৭ বছর পানি ঢেলেছে বিএনপি, ফল খাচ্ছেন আপনারা: মির্জা আব্বাস
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১১৩৭
পুলিশের জনপ্রিয়তায় ভাটা পড়েছে: সলিমুল্লাহ খান
সর্বশেষ খবর
ঘুরতে এসে মেঘনায় গোসলে নেমে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার
ঘুরতে এসে মেঘনায় গোসলে নেমে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার
মে দিবসে শ্রমজীবী জনগণের প্রতি এবি পার্টির শুভেচ্ছা
মে দিবসে শ্রমজীবী জনগণের প্রতি এবি পার্টির শুভেচ্ছা
চাঁদাবাজির মামলার আসামি বিএনপির বহিষ্কৃত নেতা লন্ডনে
চাঁদাবাজির মামলার আসামি বিএনপির বহিষ্কৃত নেতা লন্ডনে
১৭ বছর পানি ঢেলেছে বিএনপি, ফল খাচ্ছেন আপনারা: মির্জা আব্বাস
১৭ বছর পানি ঢেলেছে বিএনপি, ফল খাচ্ছেন আপনারা: মির্জা আব্বাস
সর্বাধিক পঠিত
এবার রিয়াজ, চঞ্চল ও মামুনুর রশীদসহ হত্যাচেষ্টা মামলার আসামি ১৪ শিল্পী
এবার রিয়াজ, চঞ্চল ও মামুনুর রশীদসহ হত্যাচেষ্টা মামলার আসামি ১৪ শিল্পী
ভূমি মালিকানা ও ব্যবহার আইনের ভবিষ্যৎ অনিশ্চিত, অধরাই রয়েছে ‘ভূমি স্মার্ট কার্ড’
ভূমি মালিকানা ও ব্যবহার আইনের ভবিষ্যৎ অনিশ্চিত, অধরাই রয়েছে ‘ভূমি স্মার্ট কার্ড’
মোহাম্মদপুর-বসিলা সড়কে যানজট নিরসনে নতুন উদ্যোগ
মোহাম্মদপুর-বসিলা সড়কে যানজট নিরসনে নতুন উদ্যোগ
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
দুই পুলিশ কর্মকর্তার প্রত্যাহার চান খুলনার বিএনপির নেতারা
দুই পুলিশ কর্মকর্তার প্রত্যাহার চান খুলনার বিএনপির নেতারা