X
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
৬ চৈত্র ১৪৩১

‘যাত্রীদের ধাক্কাধাক্কিতে’ আধা ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২৪, ১৯:৫৪আপডেট : ১৯ মার্চ ২০২৪, ২১:৫০

আধা ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। কিছু যাত্রীর ধাক্কাধাক্কিতে দরজা বন্ধ না হওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে বলে জানান অনেক যাত্রী। যদিও এর সুনির্দিষ্ট কারণ জানায়নি মেট্রোরেল কর্তৃপক্ষ।

সোমবার (১৯ মার্চ) বিকালে এ ঘটনা ঘটে। মেট্রোরেলের ভেতর ও স্টেশনে উপস্থিত যাত্রীরা জানান, বিকাল ৪টা ৪৮ মিনিটে মতিঝিল থেকে ছেড়ে আসা উত্তরাগামী ট্রেনটি বাংলাদেশ সচিবালয় স্টেশনে এসে আটকে থাকে। ফলে উভয় দিকের মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। পরে ৫টা ২০-এ আবার চলাচল স্বাভাবিক হয়।

খোঁজ নিয়ে জানা যায়, সচিবালয় স্টেশনে এসে মেট্রো ট্রেনের দরজা বন্ধ না হওয়ায় এই সমস্যা দেখা দেয়। ওই স্টেশনে ট্রেনের যাত্রী এম এইচ সাকিব বাংলা ট্রিবিউনকে জানান, যখন ট্রেনের দরজা বন্ধ হচ্ছিল তখন কেউ একজন তা ধাক্কা দিয়ে আটকে রেখেছিল। তাই আধা ঘণ্টার মতো ট্রেন দাঁড়িয়ে ছিল।

সচিবালয় স্টেশনের যাত্রীদের অভিযোগ, ট্রেন বন্ধ হওয়ার পর স্টেশন থেকে কোনও ঘোষণা দেওয়া হয়নি কেন ট্রেনটি বন্ধ ছিল।

অন্য এক যাত্রী বাংলা ট্রিবিউনকে বলেন, বিকাল ৪টা ৫০-এর দিকে মতিঝিল থেকে উত্তরাগামী একটি ট্রেন সচিবালয় স্টেশনে প্রবেশ করে। তখন আমার বগিতেই কিছু লোক ধাক্কাধাক্কি করে উঠার সময় দরজা বন্ধ হওয়ার সময় চাপ দিয়ে ধরে রাখে। এরপর বেশ কয়েকবার দরজা খুলে আবার লাগানো হয়। তাতেও কাজের কাজ কিছু হচ্ছিল না। এর ফলে প্রায় ৩০ মিনিটের বেশি সময় সেখানে দাঁড়িয়ে থাকে ট্রেনটি। এরপর ঠিক করা হয় এবং যাত্রা স্বাভাবিক হয়।

এ বিষয়ে মেট্রোরেল কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে মেট্রোরেলের একটি সূত্র (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, প্রাথমিকভাবে খবর পেয়েছি দরজা বন্ধ না হওয়ার কারণেই এই সমস্যা হয়েছে। কেন বন্ধ হয়নি এর বিস্তারিত পরে জানাতে পারবো। এর আগেও কেউ একজন দরজার মাঝে প্লাস্টিকের বোতল ফেলে রেখেছিল। তখনও এই সমস্যা দেখা যায়। তবে সেবার অল্প সময়ের জন্য বন্ধ ছিল চলাচল।

এদিকে আধা ঘণ্টা মেট্রোরেল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। অফিস ছুটি হওয়ায় এবং ইফতারের সময় ঘনিয়ে আসায় এই ভোগান্তি আরও বাড়ে। এসময় বিভিন্ন স্টেশনে যাত্রীদের প্রচুর ভিড় ছিল। ওপরের প্ল্যাটফর্মে লোকারণ্য হওয়ায় নিচের থেকে বাকি যাত্রীদের উপরে উঠতে দেওয়া হয়নি।  

 

/জেডএ/এফএস/এমওএফ/
টাইমলাইন: মেট্রোরেল
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:২১
২৪ আগস্ট ২০২৪, ১১:২৪
সম্পর্কিত
খিলগাঁওয়ে নারীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
রাজধানীতে ৪ কিশোরীকে ধর্ষণের অভিযোগ
প্রতিযোগিতার চাপে পিছিয়ে পড়ছে ‘ঢাকা নগর পরিবহন’
সর্বশেষ খবর
রাজস্থানের প্রথম তিন ম্যাচের অধিনায়ক পরাগ
রাজস্থানের প্রথম তিন ম্যাচের অধিনায়ক পরাগ
লিবিয়ায় নির্যাতনের শিকার হয়ে মাদারীপুরের যুবকের
লিবিয়ায় নির্যাতনের শিকার হয়ে মাদারীপুরের যুবকের
কু‌ড়িগ্রাম থেকে তুলে লালম‌নিরহাটে নিয়ে কি‌শোরী‌কে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
কু‌ড়িগ্রাম থেকে তুলে লালম‌নিরহাটে নিয়ে কি‌শোরী‌কে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
জনগণ ভোটাধিকার প্রয়োগের অপেক্ষা করছে: আমিনুল হক
জনগণ ভোটাধিকার প্রয়োগের অপেক্ষা করছে: আমিনুল হক
সর্বাধিক পঠিত
ঈদের ছুটি আরও দুই দিন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ
ঈদের ছুটি আরও দুই দিন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ
উপদেষ্টা পরিষদের বৈঠকে যেসব সিদ্ধান্ত
উপদেষ্টা পরিষদের বৈঠকে যেসব সিদ্ধান্ত
যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৯৪ কর্মকর্তা
যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৯৪ কর্মকর্তা
কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সম্পাদক সাদ্দাম গ্রেফতার
কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সম্পাদক সাদ্দাম গ্রেফতার
ইবনে সিনা হাসপাতালের বিলবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’
ইবনে সিনা হাসপাতালের বিলবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’