X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

নতুন শিডিউলে চলছে মেট্রোরেল, বিকালেও ভিড় যাত্রীদের

জুবায়ের আহমেদ
৩১ মে ২০২৩, ২০:৩৭আপডেট : ৩১ মে ২০২৩, ২০:৪১

নতুন সময়সূচি অনুযায়ী যাতায়াত শুরু করেছে মেট্রোরেল। প্রথমবারের মতো ১২ ঘণ্টা চলাচল করছে আধুনিক এই গণপরিবহন। এতে সাধারণ যাত্রীদের পাশাপাশি অফিস যাতায়াতকারী যাত্রীরা বিশেষভাবে উপকৃত হয়েছেন। উত্তরা থেকে মিরপুর ও এর আশপাশের এলাকার যাত্রীরা জানিয়েছেন, সন্ধ্যার পর ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পারছেন তারা। যাতায়াত সহজ হওয়ায় কর্মঘণ্টাও বাঁচছে বলে জানান যাত্রীরা।

বুধবার (৩১ মে) থেকে এই নতুন সময়সূচি চালু হয়েছে। রাজধানীর আগারগাঁও ও মিরপুর-১০ নম্বরে মেট্রোরেল স্টেশন বিকাল থেলে সন্ধ্যা পর্যন্ত ঘুরে দেখা যায়, দুপুরের দিকে মেট্রোরেলের যাত্রী কম থাকলেও বিকাল হওয়ার সঙ্গে সঙ্গে সেই সংখ্যা বাড়তে থাকে। এসময় যাত্রীদের অধিকাংশই ছিলেন অফিসফেরত কর্মজীবী। এছাড়া কেউ কেউ পরিবারের সদস্যদের নিয়ে বিকালে ঘুরতে বেড়িয়েও মেট্রোরেল চড়ছেন। বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করা যাত্রীরাও ছিলেন। রাত ৮টা পর্যন্ত মেট্রোরেল সেবা বাড়ানোয় সন্তোষ প্রকাশ করেছেন তাদের সবাই।

বিকালে অফিসটাইম শেষ হওয়ার পর ভিড় বাড়তে থাকে মেট্রোরেলে

অফিস শেষে বিকালে বাসে করে বাড়ি ফেরার দুর্ভোগ দূর হয়েছে জানিয়ে উত্তরা থেকে আসা বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী কামাল চৌধুরী বলেন, আগে উত্তরা থেকে শ্যামলী ফিরতে আমার কম করে দুই ঘণ্টা সময়, কখনও বা তারও বেশি সময় লাগতো। এখন মাত্র ২০ মিনিট লাগছে টোটাল এখানে আসতে। এখন বাসায় যেতে হয়তো আর ১০ মিনিট লাগবে। তবে মেট্রোরেল সকাল ৮টার পরিবর্তে ৭টা করলে আরও অনেকের উপকার হবে। অনেকের ৮টায় অফিস শুরু হয়।

বিকালে মেট্রোরেল চালু হওয়ায় অফিস থেকে এখন দ্রুত ও স্বস্তিতে বাড়ি ফেরা যাচ্ছে জানিয়ে আরেক যাত্রী ইস্তেহাক আহমেদ বলেন, সারাদিন অফিস করার পর একটাই তাড়া থাকে কত দ্রুত বাসায় ফেরা যায়। আজ থেকে মেট্রোরেল চলার সময় বৃদ্ধি পাওয়াই সেটা সম্ভব হয়েছে। গতকাল পর্যন্ত বাসে গরমের মধ্যে ঘণ্টার পর ঘন্টা জ্যামে বসে থাকার কষ্ট ভোগ করেছি। আজ মাত্র ১৫ মিনিট লাগছে আসতে। বিকালে মেট্রোরেলে যাত্রাও ছিল সুন্দর।

অফিস যাতায়াতের পাশাপাশি যেকোনও প্রয়োজনে দ্রুত এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া-আসায় সুফল পাচ্ছেন বলেও জানান যাত্রীরা। তারা জানান, দুপুরের পর থেকে নানান কাজে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়। মেট্রোরেলের সময় বৃদ্ধি পাওয়ায় অন্য কোনও পরিবহনে না গিয়ে দ্রুত যাতায়াতের জন্য মেট্রোরেলকে বেছে নিয়েছেন।

নতুন সময়সূচি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মেট্রোরেলের যাত্রীরা

এ বিষয়ে মিরপুর ১২ থেকে আসা যাত্রী জামাল ইসলাম বলেন, অল্প দূরত্বে গেলেও বাসে করে যেতে গেলে সময় লাগতো। বাস থেমে থেমে চলতো, যাত্রী ওঠাতো। এখন ২০ টাকার জায়গায় ৩০ টাকা দিতে হচ্ছে, তবুও কম সময়ে যাতায়াত করা যাচ্ছে।

বাস না পাওয়ার ভোগান্তি নেই জানিয়ে মিরপুর পল্লবীর টিকিট কাটা যাত্রী রুকাইয়া বলেন, অফিস টাইমে প্রত্যেকটা বাসই ভরে ভরে আসে। আগারগাঁও থেকে ওঠা মুশকিল। বাস পেলেও ভিড়, দাঁড়ানোর জায়গা নেই। গায়ে গায়ে লেগে যেতে হতো। আমরা যারা নারী আছি তাদের জন্য তো এটা একটা অস্বস্তি। এখন মেট্রোরেলে এই সমস্যাও নাই। আর সময় নিয়ে অপেক্ষাও করতে হয় না।

অনেক যাত্রী কেবল বিকালে উত্তরায় নিরিবিলি সময় কাটাতেও পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়ে এসেছেন।

মিরপুর-১০ থেকে ওঠা যাত্রী সৈকত আহমেদ জানান, পরিবার নিয়ে উত্তরায় বিকালটা কাটাতে এসেছেন। তিনি বলেন, উত্তরা দিয়াবাড়িতে আগেও কয়েকবার ঘুরতে গিয়েছি। সন্ধ্যা পর্যন্ত মেট্রোরেল চালু থাকবে শোনার পর আজ আবার দিয়াবাড়ির দিকে ঘুরতে বের হলাম। ওই জায়গাটা এখনও ফাঁকা, ঘুরে ভালোই লাগে।

উল্লেখ্য, ছয় ঘণ্টার বদলে প্রতিদিন ১২ ঘণ্টার নতুন সূচিতে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। বুধবার (৩১ মে) থেকে এই নতুন সুচি অনুযায়ী উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। এছাড়া মেট্রোরেলের সপ্তাহিক ছুটি মঙ্গলবারের পরিবর্তে শুক্রবার করা হয়েছে।

ছবি: প্রতিবেদক।

/এফএস/
টাইমলাইন: মেট্রোরেল
১০ মার্চ ২০২৪, ১৬:৫২
১০ মার্চ ২০২৪, ১৬:১৬
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৫
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১১
১৩ নভেম্বর ২০২৩, ১০:০০
০৪ নভেম্বর ২০২৩, ২২:০০
৩১ মে ২০২৩, ২০:৩৭
নতুন শিডিউলে চলছে মেট্রোরেল, বিকালেও ভিড় যাত্রীদের
সম্পর্কিত
গুলিস্তানে দুই জনের মৃত্যু, সন্দেহ ‘হিট স্ট্রোক’  
এসি বিক্রি বেড়েছে তিনগুণ, অনেক ব্রাঞ্চে ‘স্টক আউট’
চুরির ঘটনায় তদন্তে নেমে ৫টি অস্ত্রের সন্ধান
সর্বশেষ খবর
জাতীয় দল রেখে ঢাকা লিগে সাকিবের খেলার ব্যাখ্যা দিলেন নির্বাচক
জাতীয় দল রেখে ঢাকা লিগে সাকিবের খেলার ব্যাখ্যা দিলেন নির্বাচক
পাপন শুনেছেন, তামিম নাকি সামনের বছর ফিরবেন!
পাপন শুনেছেন, তামিম নাকি সামনের বছর ফিরবেন!
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে