X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১
হার্ডওয়্যার খাতে সুখবর নেই

ল্যাপটপ-কম্পিউটারের দাম আরও বাড়ার শঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২৩, ২০:১৩আপডেট : ০১ জুন ২০২৩, ২০:১৫

এবারের বাজেট প্রস্তাবে কম্পিউটার ও ল্যাপটপ আমদানির ওপর থেকে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের কোনও ঘোষণা আসেনি। যদিও খাত সংশ্লিষ্টরা তা আশা করেছিলেন। উপরন্তু, অপারেটিং সিস্টেম ও ডাটাবেজ সফটওয়্যার আমদানিতে ২০ শতাংশ শুল্ক বৃদ্ধি এবং ১৫ শতাংশ ভ্যাট আরোপ করার ফলে তারা কম্পিউটার ও ল্যাপটপের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। 

বৃহস্পতিবার (১ জুন) ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী প্রিন্টার, টোনার কার্টিজ, ইনজেক্ট কার্টিজ, কম্পিউটার প্রিন্টারের যন্ত্রাংশ, কম্পিউটার, ল্যাপটপ, এআইও, ডেস্কটপ, নোটবুক, নোটপ্যাড, ট্যাব, সার্ভার, কি-বোর্ড,  মাউস, বারকোড-কিউআর কোড স্ক্যানার, র‌্যাম, পিসিবিএ, মাদারবোর্ড, পাওয়ার ব্যাংক, রাউটার, নেটওয়ার্ক সুইচ, মডেম, নেটওয়ার্ক ডিভাইস হাব, স্পিকার, সাউন্ড স্টিটেম, ইয়ারফোন, হেডফোন, এসএসডি, পোর্টেবল এসএসডি, হার্ডডিস্ক ড্রাইভ, পেন-ড্রাইভ, মাইক্রো এসডি কার্ড, ফ্ল্যাশ মেমরি কার্ড, সিসিটিভি, মনিটর (২২ ইঞ্চি পর্যন্ত), প্রজেক্টর,  ইউএসবি ক্যাবল, ডেটা-ক্যাবল, ডিজিটাল ওয়াচ, ই-রাইটিং প্যাড, বিভিন্ন ধরনের লোডেড পিসিবি’র স্থানীয় উৎপাদন পর্যায়ে বিদ্যমান রেয়াতি সুবিধার মেয়াদ ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছেন, যা আগে ২০২৪ সাল পর্যন্ত ছিল।

এ বিষয়ে জানতে চাইলে দেশে হার্ডওয়্যার পণ্য ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি সুব্রত সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাজেটে হার্ডওয়্যার খাতের জন্য কোনও সুখবর নেই। আমরা আমরা করেছিলাম কম্পিউটার, ল্যাপটপের ওপর থেকে ভ্যাট (১৫ শতাংশ) প্রত্যাহার করা হবে। কিন্তু করা হয়নি। আর যেসব পণ্যে রেয়াত সুবিধার কথা বলা হয়েছে তা আগেও ছিল। বাজেট পাস হলে তা হয়তো আরও কিছুদিন বাড়তে পারে।’

অপারেটিং সিস্টেম (ওএস) এবং ডাটাবেজ সফটওয়্যার আমদানির ওপর শুল্ক ২০ শতাংশ বাড়িয়ে ২৫ শতাংশ এবং ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করায় তিনি শঙ্কিত। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘ওএস যদি আরও বেশি দামে কিনতে হয়, তাহলে ল্যাপটপ ও কম্পিউটারের দাম আরও বাড়বে।’

এ ছাড়াও সব ধরনের মনিটরেরও দাম বাড়বে। ২২ ইঞ্চির নিচে যত ধরনের মনিটর ছিল, তার ওপরে এতদিন ৫ শতাংশ কাস্টমস ডিউটি ছিল। অর্থমন্ত্রী বাজেট প্রস্তাবনায় তা বাড়িয়ে ২৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন। বিসিএস সভাপতি বললেন, ‘এই ঘোষণায় মনিটরের দাম অনেক বাড়বে, যা সাধারণের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে। ’ 

 

/এইচএএইচ/এপিএইচ/
টাইমলাইন: বাজেট ২০২৩-২৪
সম্পর্কিত
অসংক্রামক রোগে মরছে ৭০ শতাংশ মানুষ, বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
তামাক কর বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ লাখ তরুণের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা