X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ফুটবলের চেয়ে গতিশীল স্মৃতি

আহসান কবির
১৭ ডিসেম্বর ২০২২, ১৮:৫৮আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১৮:৫৮

বইটই পড়িনি
হোমটাস্ক করিনি!

ভয়ে আছি স্যার, আজ মারবেন কিনা!
মাথায় চিন্তা ঢোকে

স্যার ঘুম ঘুম চোখে
হঠাৎ জানতে চান-আর্জেন্টিনা?

বললাম–জ্বী স্যার
স্যার কন-কী বিচার?

ডাস্টার ছুঁড়লেন মনে হলো ঢিল..
স্যার বুঝি আজকে পুরাই ব্রাজিল!  

--- ফুটবল নিয়ে ছড়া

বিশ্বকাপ ফুটবল এলেই একটা প্রশ্ন মাথাচাড়া দিয়ে ওঠে। ফুটবল সিলেবাস কি নিরপেক্ষ? উত্তর হচ্ছে–না! এই সিলেবাসে শুধু ব্রাজিল আর আর্জেন্টিনার কথা লেখা থাকে। সময় এসেছে সিলেবাসের বাইরে যাওয়ার। ফ্রান্স বলেন আর ইংল্যান্ড বলেন, ইতালি, স্পেন কিংবা জার্মানির কথা বলেন এরা নাকি সব সিলেবাসের বাইরের।

ঠিক তেমনি বিশ্বকাপ আসবে বিশ্বকাপ যাবে, ফুটবল সৌন্দর্য বা উন্মাদনা বজায় রাখতে আপনাকে সিলেবাসের অধীন ব্রাজিল আর্জেন্টিনাকে নিয়েই থাকতে হবে! জলকে বিভাজিত করা যায় না, বাংলাকে যেমন বাঙালির কাছ থেকে আলাদা করা যায় না!

বাংলাদেশের ফুটবল ফ্যানরা আর্জেন্টিনা ব্রাজিলকে নিয়েই আবর্তিত হয়। তাই যে প্রশ্নগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে সেগুলোকে সামনে আনা যেতে পারে।

এক. আর্জেন্টিনায় জনপ্রিয়তম কোমল পানীয় কোনটি?

উত্তর– সেভেন আপ!

দুই. কোন ফল আর্জেন্টিনায় বিক্রি নিষিদ্ধ?

উত্তর– খেজুর!

তিন. যন্ত্রণার ফুটবলীয় সংজ্ঞা কী?

উত্তর– ২০২২ এর কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হেরে আর্জেন্টিনার সঙ্গে ক্রোয়েশিয়ার খেলাতে ব্রাজিল সমর্থকদের আবার সেই ক্রোয়েশিয়াকেই সমর্থন দেওয়া।

চার. ক্রোয়েশিয়ার ফুটবল অবস্থান ব্যাখ্যা করো।

উত্তর– সিলেবাসের বাইরে এসে ক্রোয়েশিয়া নির্দলীয় নিরপেক্ষ ফুটবল তত্ত্বাবধায়ক সরকার হতে পারে। তারা ‘মাইনাস টু’ পদ্ধতিতে আর্জেন্টিনা ব্রাজিল দু’জনকেই বিশ্বকাপ থেকে বিদায় করতে সক্ষম তবে ভাগ্যেরও একটা ব্যাপার থাকে খেলায়। শেষমেষ পারেনি ক্রোয়েশিয়া। হেরে যাবার পর ক্রোয়েশিয়ার বিখ্যাত খেলোয়াড মডরিচ কাঁদেনি। কাঁদলে নাকি ক্রোয়েশিয়ার নাম হয়ে যেত ‘cry-otia’।  

পাঁচ. বাংলাদেশে আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকদের পারস্পরিক সম্পর্ক কেমন?

উত্তর– প্রাক্তন প্রেমিকের সঙ্গে প্রেমিকার স্বামীর যে সম্পর্ক। মুখ দেখাদেখি বন্ধ কিংবা প্রেমের স্মৃতি ফাঁস করে দেওয়ার মতো ঘটনা নিরন্তর ঘটে থাকে।

ছয়. আর্জেন্টিনা বা ব্রাজিল কি বাংলাদেশে দূতাবাস খুলবে?

উত্তর– খুলতে পারে। সেক্ষেত্রে প্রথমেই তারা আটকে পড়া সমর্থকদের দেশে ফিরিয়ে নেওয়ার যে গণদাবি সেটার মুখোমুখি হবে।

সাত. কে কয়বার কাপ নিয়েছে সেই হিসেব কেমনে হবে?

উত্তর– আর্জেন্টিনারটা হাত গুণেই হিসেব করা সম্ভব। ব্রাজিলের সমর্থকরা বলে তারা কয়বার কাপ নিয়েছে সেই হিসেব করার জন্য নাকি ক্যালকুলেটর দরকার।

আট. লিওনেল মেসি ও নেইমার জুনিয়র এর মধ্যে মূল পার্থক্য কোথায়?

উত্তর– লিওনেল মেসি শুধুই ফুটবল খেলোয়াড়। তার আর কোনও গুণ নেই। নেইমার ফুটবল খেলোয়াড় একই সাথে চমৎকার অভিনেতা!

নয়. পেলে ও ম্যারাডোনার মধ্যে পার্থক্য কী?

উত্তর– পেলে নারী ও মাদক বান্ধব নন। ম্যারাডোনা তার বিপরীত!

দশ. ফুটবল দীর্ঘূসূত্রিতা কী?

উত্তর– ধরুন ব্রাজিল বা আর্জেন্টিনা যেবার চ্যাম্পিয়ন হবে সেবার আপনি একটা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বানাবেন। এরপর নায়ক-নায়িকা নির্বাচন করে অপেক্ষা করতে লাগলেন। নায়ক নায়িকা বুড়ো হয়ে গেলো কিন্তু এই দুই দলের কোনোটা চ্যাম্পিয়ন হলো না। সুতরাং কী করবেন? নতুন করে ভাববেন?

এগার. ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকরা কতটা দেশপ্রেমিক?

উত্তর– ডিসেম্বর বা মার্চ মাস এলে ফুটপাতে পতাকা বিক্রি জমে। ২০২২ এর ডিসেম্বরে কাতার বিশ্বকাপেও পতাকা বিক্রি জমেছে। তবে সেটা ব্রাজিল ও আর্জেন্টিনার।

বারো. ২০২২ এর কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা না জিতলে কী হতে পারে?

উত্তর– এটা একটা খারাপ প্রশ্ন। আর্জেন্টিনা অবশ্যই জিতবে। না জিতলে নাম হয়ে যেতে পারে ‘আর জেতে না’!

তেরো. বিয়ে করলে কি আর্জেন্টিনা সমর্থক মেয়েকেই বিয়ে করা উচিত?

উত্তর– হ্যাঁ। যে মেয়ে বিশ্বকাপের প্রত্যাশায় ৩৬ বছর অপেক্ষা করতে পারে যে স্বামীর ঘরেও এমন অপেক্ষা করতে পারবে।

চৌদ্দ. ভিডিও রেফারিং শুরু হয়েছে। ম্যারাডোনা বেঁচে থাকলে কী উপদেশ দিতেন?

উত্তর– হাত দিয়ে গোল দাও কিন্তু কেউ যেন না দেখে!

পনেরো. তাহলে সৌদি আরবের ব্যাপারটা কী দাঁড়ালো?

উত্তর– বিশ্বের এক নম্বর দল ব্রাজিল। তাকে হারালো ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়াকে হারালো আর্জেন্টিনা। আবার আর্জেন্টিনাকে হারিয়েছিল সৌদি আরব! তাহলে? সৌদি কি ফুটবলের নতুন তীর্থ হতে যাচ্ছে?

ফুটবল গোলের নিক্তিতে জয় পরাজয়ের খেলা। কথায় আছে পরাজিতদের কোনও বন্ধু থাকে না। জনপ্রিয় একটা ইংরেজি গান আছে এমন- winner takes it all... যারা জিতে যায় তারা নিয়ে যায় সবকিছু। ‘বিজয়ীর হাত ধরে হাঁটে পৃথিবীর সব সুখ হাসি/তোমার জন্য শুধু পরাজিত হতে ভালোবাসি’!

সমর্থন থাকুক প্রিয় দলের জন্য। দিনশেষে জিতে যাক ফুটবল। পরাজয়ের বেদনা নিয়ে আলিঙ্গন করুন জিতে যাওয়া দলের সমর্থকদের। চার বছর পর এই বিশ্বকাপ ফিরে আসবে স্মৃতি হয়ে। স্মৃতি ছাড়া মানুষের বড় কোনও সম্পদ নেই।

শুধুমাত্র স্মৃতি ফুটবলের চেয়ে গতিশীল।

লেখক: রম্যলেখক

 

/এসএএস/

*** প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব।

বাংলা ট্রিবিউনের সর্বশেষ
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বশেষসর্বাধিক

লাইভ