X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

দায়িত্ব নিয়েই যে ৭ কাজ করতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
০৭ নভেম্বর ২০২৪, ১৪:২৩আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ১৪:২৩

নানা জল্পনা-কল্পনার পর মঙ্গলবারের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফিরলেন ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পরাজয়ের পরে এবার ব্যাপক সমর্থন নিয়ে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। নির্বাচনি প্রচারণায় নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। এবার সেগুলো পূরণ করার পালা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর দিন বুধবার (৬ নভেম্বর) ট্রাম্প বলেন, ‘আমি একটি সাধারণ লক্ষ্য নিয়ে দেশ পরিচালনা করব। আর সেটি হলো—যেসব প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো পূরণ করা।’

নতুন প্রেসিডেন্ট হিসেবে যে সাতটি কাজ ট্রাম্প করতে চান সেগুলো নিয়ে বিস্তারিত জানা যাক।

অবৈধ অভিবাসী

নির্বাচনি প্রচারেণায় অভিবাসী ইস্যুতে নিজের অবস্থান বারবার পরিষ্কার করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি অবৈধ অভিবাসীকে মার্কিন ভূখণ্ড থেকে বিতাড়িত করার প্রতিশ্রুতি দিয়েছেন। এমনকি মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের থেমে থাকা কাজ শেষ করার প্রতিশ্রুতিও দিয়েছেন। প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদে এই প্রাচীর তৈরির কাজ শুরু হয়েছিল।

তবে বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ কাজ নয়। এটি করতে গেলে বিশাল আইনগত ও লজিস্টিক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এমনকি এটি যুক্তরাষ্ট্রের অর্থনীতির গতিও কমিয়ে দিতে পারে বলে সতর্ক করেছেন তারা।

অর্থনীতি

যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে অন্যতম বিষয় ছিলো অর্থনীতি। ইতোমধ্যেই দেশের মূল্যস্ফীতি থামানোর প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প।

এছাড়া কর কমানোর প্রতিশ্রুতিও দিয়েছেন ট্রাম্প। বাণিজ্য ঘাটতি কমাতে বিদেশি পণ্যের ওপর নতুন করে অন্তত ১০ শতাংশ শুল্ক আরোপ করতে চান তিনি। তবে চীনা পণ্যের ক্ষেত্রে এই অতিরিক্ত শুল্কের পরিমাণ করতে চান ৬০ শতাংশ। এতে হিতে-বিপরীত হয়ে পণ্যের দাম আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

জলবায়ু নীতি

২০১৬ সালে প্রেসিডেন্ট হওয়ার পর পরিবেশ সুরক্ষাসংক্রান্ত নানা আইন বাতিল করেন ট্রাম্প। তখন প্রথম দেশ হিসেবে প্যারিস জলবায়ু চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের গাড়িশিল্পকে সহায়তার লক্ষ্যে ট্রাম্প এবারও জলবায়ু নীতিতে কাটছাঁটের প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া, দেশে জীবাশ্ম জ্বালানির উত্তোলনও বাড়াতে চান তিনি।

ইউক্রেন যুদ্ধ বন্ধ

নির্বাচনি প্রচারণায় ট্রাম্পকে বারবার বলতে শোনা গেছে, ‘ক্ষমতায় এলে ২৪ ঘণ্টার মধ্যে এই যুদ্ধ শেষ’ করতে পারেন তিনি। তবে তিনি কীভাবে এটি করতে পারেন সে নিয়ে বিস্তারিত কিছু জানাননি।

অনেকেই মনে করছেন, তার এই পদক্ষেপ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেই বরং উৎসাহ দেবে। ইউক্রেনীয়দের ভয়, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ইউক্রেন তার ভূখণ্ড হারাতে পারে।

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের শত শত কোটি ডলার দেওয়ারও কড়া সমালোচনা করেছেন ট্রাম্প।

এদিকে, নিজেকে ট্রাম্প ইসরায়েলের একজন কড়া সমর্থক হিসেবে ঘোষণা করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে এই যুদ্ধ থামানোর আহ্বানও জানিয়েছেন তিনি। লেবাননের যুদ্ধ থামানোর পক্ষেও ট্রাম্প।

গর্ভপাত

এবারের নির্বাচনি প্রচারণায় গর্ভপাতের ইস্যুটিও গুরুত্ব পেয়েছে। রিপাবলিকানদের একটি অংশের আগহের কথা বিবেচনা করে ডেমোক্র্যাটিক কমলা হ্যারিসের সঙ্গে ট্রাম্পও বলেছিলেন, ক্ষমতায় এলে গর্ভপাতের অধিকার রদসংক্রান্ত আইনে স্বাক্ষর করবেন না। ২০২২ সালে গর্ভপাতের সাংবিধানিক অধিকারকে খারিজ করেছিল সুপ্রিম কোর্ট। আদালতের রক্ষণশীল বিচারপতিদের অধিকাংশ ওই রায়ের পক্ষে ছিলেন।

৬ জানুয়ারির দাঙ্গাকারীদের ক্ষমা

২০২০ সালের নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পরাজয় মেনে নিতে পারেননি ট্রাম্প। নির্বাচনের ফলাফল পাল্টানোর দাবিতে তার সমর্থকরা ২০২১ সালের ৬ জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে হামলা চালায়। এতে কয়েকজন নিহত হন।

তখন ট্রাম্পের বিরুদ্ধে সমর্থকদের উসকানি দেওয়ার অভিযোগ আনা হয় এবং তার সমর্থকদের অনেককে দাঙ্গার অভিযোগে রাজনৈতিক বন্দী করা হয়। ক্ষমতায় গেলে তাদের কয়েকজনকে ‘মুক্তি’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প।

স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথকে চাকরিচ্যুত করা

ট্রাম্পের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলার তদন্ত করছেন মার্কিন স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথ। ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে দাঙ্গায় উসকানি দেওয়া ও সরকারি গোপন নথি সরানোর অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা দুটি দায়ের করা হয়েছিল।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। ক্ষমতায় এলে জ্যাককে চাকরিচ্যুত করার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

অক্টোবরে একটি রেডিও সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ‘আমি দুই সেকেন্ডেই তাকে চাকরিচ্যুত করতে পারি।’

/এএকে/
টাইমলাইন: মার্কিন নির্বাচন ২০২৪
০৭ নভেম্বর ২০২৪, ১৪:২৩
দায়িত্ব নিয়েই যে ৭ কাজ করতে চান ট্রাম্প
০৭ নভেম্বর ২০২৪, ১০:৩৬
০৬ নভেম্বর ২০২৪, ২৩:১০
০৬ নভেম্বর ২০২৪, ১৮:৩৯
সম্পর্কিত
ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনও ইঙ্গিত নেই: যুক্তরাষ্ট্র
চিলির উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
বাংলাদেশ সব বকেয়া পরিশোধ করবে, আশাবাদী আদানি পাওয়ার
সর্বশেষ খবর
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
মুক্ত গণমাধ্যম দিবস‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
শৃঙ্খলা ফেরাতে রাস্তায় নামলেন ওসি
শৃঙ্খলা ফেরাতে রাস্তায় নামলেন ওসি