X
সোমবার, ১৭ মার্চ ২০২৫
৩ চৈত্র ১৪৩১

ডেমোক্র্যাটদের পরাজয়ের জন্য বাইডেনকে দুষলেন ন্যান্সি পেলোসি

আন্তর্জাতিক ডেস্ক
০৯ নভেম্বর ২০২৪, ১৫:২২আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১৫:২২

এবারের মার্কিন নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের পরাজয়ের জন্য দলটির নেতা ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন সাবেক মার্কিন হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি। শনিবার (৯  নভেম্বর) এই সাক্ষাৎকারটি পুরোপুরি প্রকাশিত হওয়ার কথঅ রয়েছে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে ব্যাপক ভোটের ব্যবধানে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পরাজিত হওয়ার কয়েকদিন পর ন্যান্সির এমন মন্তব্যটি এলো।

নিউ ইয়র্ক টাইমসের একটি পডকাস্ট দ্য ইন্টারভিউতে দেওয়া একটি সাক্ষাৎকারে ন্যান্সি বলেন, নির্বাচনি দৌঁড় থেকে বাইডেনের সরে আসতে বিলম্ব ডেমোক্র্যাটদের সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছে। তিনি বলেন, ‘যা ঘটেছে তা নিয়েই আমরা চলছি।’

পেলোসি বলছিলেন, প্রেসিডেন্ট যদিত আগেই সরে দাড়াতেন তাহলে দলের মধ্যে প্রার্থী নির্বাচনের জন্য একটি প্রাইমারি ভোট হতে পারতো। তবে তিনি বিলম্ব করায় এবং কম সময়ের মধ্যে কমলার হ্যারিসের নাম ঘোষণা করায়, তিনিও সেভাবে প্রস্তুতি নিতে পারেননি। এমনটা না হলে, তারা প্রাইমারি ভোটে অন্য কাউকে প্রার্থী হিসেবে পেতে পারত এবং ভালোভাবে নির্বাচনের প্রস্তুতি নিতে পারতো।

তার বক্তব্যে, ‘প্রেসিডেন্ট যদি তাড়াতাড়ি সরে যেতেন, প্রতিদ্বন্দ্বিতায় অন্য প্রার্থী থাকতে পারতো। দলের প্রত্যাশা ছিল, প্রেসিডেন্ট সরে দাঁড়ালে একটি উন্মুক্ত প্রাইমারি ভোট হবে।’

তিনি আরও বলেন, ‘আমি যেমনটা বলে থাকি, কমলা থাকতে পারতো। আমি মনে করি, তিনি এতে ভালো করতে পারতেন এবং আরও শক্তিশালীভাবে এগিয়ে যেতে পারতেন। তবে আমরা সেটি আসলে জানি না। তেমনটি ঘটেনি। যা ঘটেছে আমরা তা নিয়ে চলছি। তাছাড়া, প্রেসিডেন্ট যেহেতু কমলা হ্যারিসকে অবিলম্বে সমর্থন করেছিলেন এবং তখন সত্যিই প্রাইমারি ভোট হওয়া প্রায় অসম্ভব করে তুলেছিল। এটি যদি আরও আগে হতো, তাহলে সবকিছু অন্যরকম হতে পারতো।’

কমলার পরাজয় এবং দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের প্রেসিডেন্ট পদে আসীন হওয়া নিয়ে তিক্ত দোষারোপের খেলায় লিপ্ত হয়েছিল ডেমোক্র্যাটরা। ট্রাম্পকে ডেমোক্র্যাটরা অবাধে ‘ফ্যাসিবাদী’ বলে অভিহিত করেছিলেন। এমন সময় ন্যান্সি পেলোসির এ ধরণের মন্তব্য একটি বিস্ফোরকের মতো ফেটেছে।

টাইমস বলেছে, ন্যান্সি ‘বাইডেন প্রশাসনের আইনী কৃতিত্ব রক্ষায় প্রচুর পরিশ্রম করেছিলেন। সেগুলোর বেশিরভাগই হয়েছিল বাইডেন প্রশাসনের প্রথম দুই বছরে যখন তিনি হাউস স্পিকার ছিলেন।’

পেলোসি বাইডেনকে প্রার্থীতা থেকে সরে দাঁড়াতে রাজি করাতে মূল ভূমিকা পালন করেছিলেন বলে জানা গেছে। তবে তিনি প্রেসিডেন্টের আবেগে আঘাত করতে চাননি। আগস্টে নিউ ইয়র্কারকে একটি সাক্ষাৎকারে ন্যান্সি বলেছিলেন, তিনি বাইডেনের ‘রাজনৈতিক কার্যকলাপে এতটাও খুশি ছিলেন না।

/এএকে/
টাইমলাইন: মার্কিন নির্বাচন ২০২৪
০৯ নভেম্বর ২০২৪, ১৫:২২
ডেমোক্র্যাটদের পরাজয়ের জন্য বাইডেনকে দুষলেন ন্যান্সি পেলোসি
০৭ নভেম্বর ২০২৪, ১০:৩৬
০৬ নভেম্বর ২০২৪, ২৩:১০
০৬ নভেম্বর ২০২৪, ১৮:৩৯
সম্পর্কিত
তাইওয়ানের কাছে সামরিক মহড়া বিচ্ছিন্নতাবাদের শাস্তি: চীন
দ্বিতীয় মেয়াদের জন্য ট্রাম্প অনেক বেশি প্রস্তুত: মোদি
‘হরর মুভির মতো’,  কুরস্ক থেকে পিছু হটা ইউক্রেনীয় সেনাদের বয়ান
সর্বশেষ খবর
প্রতিবন্ধী কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে কবিরাজ গ্রেফতার
প্রতিবন্ধী কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে কবিরাজ গ্রেফতার
সাবেক স্ত্রীর সঙ্গে প্রেম করায় তাজকীরকে হত্যা করে নদীতে ফেলে দেন অভি
সাবেক স্ত্রীর সঙ্গে প্রেম করায় তাজকীরকে হত্যা করে নদীতে ফেলে দেন অভি
গণতন্ত্র প্রতিষ্ঠায় ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ থাকতে হবে: নজরুল ইসলাম খান
গণতন্ত্র প্রতিষ্ঠায় ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ থাকতে হবে: নজরুল ইসলাম খান
পরিবেশবান্ধব অর্থায়নের ২০ শতাংশ পাবে নারী উদ্যোক্তারা
পরিবেশবান্ধব অর্থায়নের ২০ শতাংশ পাবে নারী উদ্যোক্তারা
সর্বাধিক পঠিত
জাতিসংঘ মহাসচিবের সফরে এক ঢিলে তিন পাখি
জাতিসংঘ মহাসচিবের সফরে এক ঢিলে তিন পাখি
ফুল কিনতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ছাত্রদল নেতাসহ আটক ৪
ফুল কিনতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ছাত্রদল নেতাসহ আটক ৪
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: এনডিটিভিকে মার্কিন গোয়েন্দা প্রধান
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: এনডিটিভিকে মার্কিন গোয়েন্দা প্রধান
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল
দুর্বল ব্যাংকের সংকট কতটা গভীরে
দুর্বল ব্যাংকের সংকট কতটা গভীরে