X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

মার্কিন নির্বাচনের ফলাফল কবে নিশ্চিত হবে?

আন্তর্জাতিক ডেস্ক
০৭ নভেম্বর ২০২৪, ২১:৪৭আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ২১:৪৭

ডোনাল্ড ট্রাম্পই হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। এরই মধ্যে বিশ্ব নেতারা তাকে অভিনন্দন জানিয়েছেন। এমনকি পরাজিত প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট কামালা হ্যারিস তার সমর্থকদের ট্রাম্পের বিজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। বলেছেন, ক্ষমতা হস্তান্তর অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে। তবে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল এখনও নিশ্চিত হয়নি। যদিও ট্রাম্প প্রয়োজনীয় ২৭০ ইলেক্টোরাল ভোট অর্জন করেছেন যা তার প্রেসিডেন্ট পদ নিশ্চিত করেছে। তবে প্রতিটি রাজ্যে বিস্তারিত নির্বাচনি ফলাফল আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হতে কয়েক দিন বা এমনকি কয়েক সপ্তাহও লাগতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ডোনাল্ড ট্রাম্প এখন কি প্রেসিডেন্ট?

ট্রাম্প এখন নির্বাচিত প্রেসিডেন্ট। তার সহকর্মী জেডি ভ্যান্সও ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। ট্রাম্প আগামী ২০ জানুয়ারি, সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন। তখন থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের ক্ষমতা ও দায়িত্ব গ্রহণ করবেন।

নির্বাচনের দিন থেকে শপথ গ্রহণ পর্যন্ত কী ঘটে?

যখন প্রতিটি বৈধ ভোট চূড়ান্ত ফলাফলে অন্তর্ভুক্ত হয়, তখন নির্বাচনের ফলাফল নিশ্চিত করার জন্য একটি প্রক্রিয়া শুরু হয়, যা ইলেক্টোরাল কলেজ নামে পরিচিত।

প্রত্যেক রাজ্যে বিভিন্ন সংখ্যক ইলেক্টোরাল কলেজ ভোট থাকে। এই ভোট নিশ্চিত করাই মূলত প্রেসিডেন্ট হিসেবে জয়ের জন্য প্রয়োজনীয়। কেবল জনগণের ভোট নয়। সাধারণত রাজ্যগুলোতে যিনি জনপ্রিয় ভোটে জয়ী হন, সেই প্রার্থীকেই সব ইলেক্টোরাল কলেজ ভোট দেওয়া হয়,যা ১৭ ডিসেম্বরের বৈঠকের মাধ্যমে নিশ্চিত হয়।

এরপর নতুন মার্কিন কংগ্রেস ৬ জানুয়ারি ইলেক্টোরাল কলেজের ভোট গণনা করতে এবং নতুন প্রেসিডেন্ট নিশ্চিত করতে বৈঠকে বসে। বিদায়ী ভাইস প্রেসিডেন্ট হিসেবে কামালা হ্যারিস এই বৈঠকে সভাপতিত্ব করবেন।

এই নির্বাচনি ফলাফল নিশ্চিত করতে কংগ্রেসের এই বৈঠকেই ২০২১ সালে ট্রাম্পের সমর্থকরা মার্কিন ক্যাপিটলে মিছিল করে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, যখন ট্রাম্প জো বাইডেনের কাছে পরাজয় স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

নতুন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের এখন কাজ কী ?

ট্রাম্প ও ভ্যান্স এখন বিদায়ী প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন থেকে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবেন।

তারা তাদের নীতিমালা নির্ধারণ করবেন। নতুন প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হওয়ার জন্য প্রার্থীদের যাচাই-বাছাই শুরু করবেন এবং সরকারি কার্যক্রম গ্রহণের জন্য প্রস্তুতি নেবেন।

জয়ের সমাবেশে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী রবার্ট এফ কেনেডিকে স্বাস্থ্যসেবা ক্ষেত্রে কোন পদ দেওয়া হতে পারে। উদ্যোক্তা ইলন মাস্ককেও নতুন প্রশাসনে অন্তর্ভুক্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্প এবং তার টিম এখন থেকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গোপন ব্রিফিং পেতে শুরু করবেন, যা বর্তমান হুমকি এবং চলমান সামরিক অভিযান সম্পর্কে ধারণা দেবে।

নির্বাচিত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট মার্কিন সিক্রেট সার্ভিসের বাধ্যতামূলক নিরাপত্তা সুরক্ষা পেয়ে থাকেন।

ট্রাম্পের প্রচারণা শিবির জানিয়েছে, তিনি বাইডেনের কাছ থেকে হোয়াইট হাউজে প্রবেশের ঐতিহ্যবাহী আমন্ত্রণ গ্রহণ করেছেন, যাতে প্রশাসনের মধ্যে সুষ্ঠু ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা যায়।

বিদায়ী প্রেসিডেন্ট সাধারণত নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকেন, যদিও ট্রাম্প ২০২১ সালের অনুষ্ঠান বয়কট করেছিলেন। তবে তিনি রোনাল্ড রিগানের শুরু করা ঐতিহ্য মেনে ওভাল অফিসে তার উত্তরসূরির জন্য একটি হাতে লেখা নোট রেখে গিয়েছিলেন।

শপথ অনুষ্ঠানের পরই নতুন প্রেসিডেন্ট কাজ শুরু করেন।

/এস/
টাইমলাইন: মার্কিন নির্বাচন ২০২৪
০৭ নভেম্বর ২০২৪, ২১:৪৭
মার্কিন নির্বাচনের ফলাফল কবে নিশ্চিত হবে?
০৭ নভেম্বর ২০২৪, ১০:৩৬
০৬ নভেম্বর ২০২৪, ২৩:১০
০৬ নভেম্বর ২০২৪, ১৮:৩৯
সম্পর্কিত
ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনও ইঙ্গিত নেই: যুক্তরাষ্ট্র
চিলির উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
বাংলাদেশ সব বকেয়া পরিশোধ করবে, আশাবাদী আদানি পাওয়ার
সর্বশেষ খবর
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
মুক্ত গণমাধ্যম দিবস‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
শৃঙ্খলা ফেরাতে রাস্তায় নামলেন ওসি
শৃঙ্খলা ফেরাতে রাস্তায় নামলেন ওসি