রাশিয়ার সামরিক যান ক্রিমিয়া হয়ে ইউক্রেনে প্রবেশ করেছে। ইউক্রেনের বর্ডার গার্ড প্রকাশিত এক ভিডিওতে এই দাবি করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে।
সিএনএন জানাচ্ছে, পূর্বাঞ্চলের চোঙ্গার নাকি পশ্চিমের কালানচক, সীমান্তের কোন এলাকা অতিক্রম করে রুশ সামরিক যান ইউক্রেনে প্রবেশ করেছে তা ভিডিওতে স্পষ্ট নয়।
এর আগে বৃহস্পতিবার সকালে বেলারুশ সীমান্ত থেকে সরাসরি সম্প্রচারিত একটি ভিডিওতে সেনাদের একটি কলাম ও সামরিক যান ইউক্রেনে প্রবেশ করছে বলে দেখা গেছে। ভিডিওটি স্থানীয় সময় ৬ টা ৪৮ মিনিটে ধারণ করা হয়েছে।
এক বিবৃতিতে ইউক্রেনের বর্ডার গার্ড সিএনএনকে জানায়, রাশিয়া ও বেলারুশ তাদের সীমান্তে আক্রমণ করেছে। হামলায় কামান, ভারি সরঞ্জাম ও ছোট অস্ত্র ব্যবহার করা হচ্ছে।
এদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, রুশ সেনাবাহিনীর বহর ইউক্রেনের উত্তরে চেরনিহিভ ও সুমি অঞ্চল দিয়ে এবং পূর্বাঞ্চলে লুহানস্ক ও খারকিভ অঞ্চল দিয়ে দেশটির ভেতরে প্রবেশ করেছে বলে জানাচ্ছে ইউক্রেনের সীমান্ত রক্ষী বাহিনী, ডিপিএসইউ।
ডিপিএসইউ বলছে, কামানের গোলা চালানোর পর রুশ সেনাবাহিনী সীমান্তের ভেতরে আগ্রাসন শুরু করে।
সংস্থাটি জানিয়েছে, ইউক্রেনের সীমান্তরক্ষী ও সশস্ত্র বাহিনী ‘শত্রুকে প্রতিহত করতে সব পদক্ষেপ নিচ্ছে।’