X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

কুরস্কে অভিযান: পুতিনের ফাঁদে পা দিয়েছেন জেলেনস্কি?

আন্তর্জাতিক ডেস্ক
১৮ আগস্ট ২০২৪, ১৮:০৬আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ২১:১৮

রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের কিছু সূত্র দাবি করেছে, কুরস্ক আক্রমণ ছিল ভলোদিমির জেলেনস্কির জন্য ভ্লাদিমির পুতিনের তৈরি করা একটি ফাঁদ। এতে শেষ পর্যন্ত ভ্লাদিমির পুতিনই লাভবান হবেন। ইউক্রেনের সাহসী এই অভিযানের উদ্দেশ্য ও পরিণতি নিয়ে বিভিন্ন জল্পনার মধ্যে এ কথা উঠে এসেছে মার্কিন সাময়িকী নিউজউইকের এক প্রতিবেদনে।

ক্রেমলিনপন্থিরা রুশ ভূখণ্ডে ইউক্রেনের এত সহজে প্রবেশ করতে পারা নিয়ে ফাঁদের বিষয়টি সামনে আনছেন। রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তির একটি নিবন্ধে দাবি করা হয়েছে, রুশ বাহিনী ইতোমধ্যে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়েছে। ক্রেমলিনপন্থি আরেকটি মাধ্যম জারগ্রাড একদিন আগে বলেছিল, ইউক্রেনীয় ব্রিগেডগুলো একটি ফাঁদে পড়েছে এবং তারা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে।

তবে রুশ সামরিক ব্লগারদের প্রতিবেদন ইউক্রেনের অগ্রগতির কথা তুলে ধরা হচ্ছে। জেলেনস্কি দাবি করেছেন, তার বাহিনী সুদজা শহরটি দখল করেছে। যদিও ইউক্রেনীয় বাহিনীর ফাঁদে পড়ার কোনও প্রমাণ পাওয়া যায়নি, তবে কিয়েভের পরবর্তী পদক্ষেপ এবং দীর্ঘমেয়াদে পুতিন এর থেকে কীভাবে সুবিধা পেতে পারেন তা অনিশ্চিত।

রাশিয়ার পাল্টা আক্রমণের ঝুঁকি থাকার কারণে ইউক্রেনের সেরা ইউনিটগুলো এখন এমন একটি জায়গায় রয়েছে যা মস্কোর আঘাতের শিকার হতে পারে।

লন্ডনের কিংস বিজনেস স্কুলের অধ্যাপক মাইকেল এ. উইট বলেন, অতি প্রসারণের ঝুঁকি রয়েছে এবং মূল্যবান সেনা ও সামরিক সরঞ্জাম হারানোর আশঙ্কা রয়েছে। পুতিন এই সুযোগকে ব্যবহার করে পরিস্থিতি আরও জটিল করতে পারেন।

এছাড়া, রাশিয়ায় পুতিন যে দীর্ঘদিন ধরে প্রচার করছেন যে দেশটি পশ্চিমা শক্তির হুমকির মুখে রয়েছে এবং ইউক্রেন এই হুমকির একটি অংশ— সেই আশঙ্কার প্রতিফলন হিসেবে এই হামলাকে দেখিয়ে দেশে সমর্থন বাড়াতে সক্রিয় হবে ক্রেমলিন।

এদিকে, রাশিয়ার সেনাবাহিনীতে প্রাণহানি এবং রিজার্ভ বাহিনীর অভাব প্রমাণ করছে যে, রাশিয়াকে নতুন করে সেনা সমাবেশ করতে হতে পারে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের মতে, রাশিয়া নতুন একটি সেনা সমাবেশের উদ্যোগ নিতে পারে। হয়ত চলতি বছরের শেষের দিকে তা শুরু হতে পারে।

ফিনল্যান্ডভিত্তিক সামরিক বিশেষজ্ঞ এমিল কাস্টেহেলমি বলেছেন, কুরস্কের কয়েকটি সীমান্ত গ্রাম দখলের ফলে ইউক্রেনের সেনা ও সরঞ্জামের ক্ষতি হতে পারে, যা এই যুদ্ধে গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, ইউক্রেনের ডনবাস অঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়ছে। লন্ডন স্কুল অব ইকোনমিকসের বিশ্লেষক ভুক ভুকসানোভিক বলেন, এই পদক্ষেপটি ইউক্রেনের সবচেয়ে মূল্যবান সম্পদ, অর্থাৎ জনবল নষ্ট করতে পারে।

নিউজউইক লিখেছে, ইউক্রেনের এই অভিযান সম্ভবত পশ্চিমা সমর্থনকে পুনরুজ্জীবিত করার চেষ্টা। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে ইউক্রেনের উদ্বেগ রয়েছে, বিশেষ করে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় এলে ইউক্রেনের জন্য সহায়তা বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
১৮ আগস্ট ২০২৪, ১৮:০৬
কুরস্কে অভিযান: পুতিনের ফাঁদে পা দিয়েছেন জেলেনস্কি?
সম্পর্কিত
সিরিয়ার এইচটিএস গোষ্ঠীর সন্ত্রাসী তকমা প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র
অবৈধভাবে পালিত ১৮টি সিংহ জব্দ করলো পাকিস্তান
বরখাস্তের কয়েক ঘণ্টা পর পুতিনের সাবেক পরিবহনমন্ত্রীর ‘আত্মহত্যা’
সর্বশেষ খবর
অন্তর্বর্তী সরকারের সময়েই সংস্কার শেষ করতে হবে: আখতার হোসেন
অন্তর্বর্তী সরকারের সময়েই সংস্কার শেষ করতে হবে: আখতার হোসেন
গণমাধ্যমকে হুমকির প্রতিবাদ জানিয়ে অর্ধশতাধিক সাংবাদিকের বিবৃতি
গণমাধ্যমকে হুমকির প্রতিবাদ জানিয়ে অর্ধশতাধিক সাংবাদিকের বিবৃতি
শেষ ম্যাচ কি খেলতে পারবেন শান্ত?
শেষ ম্যাচ কি খেলতে পারবেন শান্ত?
আমরা মিডিয়ার স্বাধীনতা চাই: হাসনাত আব্দুল্লাহ
আমরা মিডিয়ার স্বাধীনতা চাই: হাসনাত আব্দুল্লাহ
সর্বাধিক পঠিত
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের