X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

কুরস্ক অভিযানে মনোবল বাড়ছে ইউক্রেনীয়দের

আন্তর্জাতিক ডেস্ক
২১ আগস্ট ২০২৪, ২০:৩৪আপডেট : ২১ আগস্ট ২০২৪, ২০:৩৪

রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে গত এক বছর খুব ভালো যায়নি ইউক্রেনের। কিন্তু আগস্টের শুরুতে রুশ ভূখণ্ডে আকস্মিক অভিযানে ইউক্রেনীয় সেনাদের সাফল্যে মনোবল বাড়তে শুরু করেছে ইউক্রেনীয়দের। ৬ আগস্ট রাশিয়ার সীমান্তবর্তী কুরস্কে অভিযানে প্রায় ২০-৩০ কিলোমিটার গভীরে প্রবেশ করেছে তারা। এখন পর্যন্ত রাশিয়া তাদের বিতাড়িত করতে পারেনি। বরং ইউক্রেনীয়রা আরও গভীরে যাওয়ার চেষ্টা করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কিয়েভের বাসিন্দা ওলহা পাভলোভস্কা প্রতি সপ্তাহে রণক্ষেত্রের খবর প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করতেন। কিন্তু এসব খবরের বেশিরভাগ ছিল হতাশাজনক। কিন্তু চলতি মাসে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয়দের অভিযান তার কাছে বিরল আশার আলো হয়ে দেখা দিয়েছে।

কিয়েভের একটি গির্জার বাইরে দাঁড়িয়ে পাভলোভস্কা বলেন, সমাজের নৈতিক মনোবল ধরে রাখার জন্য এটি ছিল খুব সাহসী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 

ইউক্রেনীয় নেতারা কুরস্কে অভিযানকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রুখ ভূখণ্ডে সবচেয়ে বড় আক্রমণ হিসেবে উল্লেখ করছেন। তারা বলছেন, এখনও যে ইউক্রেনীয় সেনারা অবাক করার মতো আক্রমণাত্মক অভিযান পরিচালনার সক্ষমতা রয়েছে।

কিয়েভের সেনারা রাশিয়ার বিশাল ভূখণ্ড ও বেশ কয়েকজন সেনাকে বন্দি করেছে। রাশিয়ার কাছে আটক থাকা সেনাদের মুক্ত করতে বন্দিবিনিময়ে তাদের কাজে লাগানো হবে। ২০২২ সালের শেষের দিকের পর ইউক্রেনীয়রা রুশবাহিনীর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করতে না পারায় মনোবল বৃদ্ধির জন্য এমন একটা পদক্ষেপ জরুরি ছিল।

গত বছর ইউক্রেনের বহুল প্রতীক্ষিত পাল্টা অভিযানে রুশ সেনাদের কাছ থেকে প্রত্যাশিত ভূখণ্ড পুনরুদ্ধারে ব্যর্থ হয়েছে কিয়েভ। মস্কোর সেনাদের এগিয়ে যাওয়ার চেষ্টা ঠেকাতে ক্ষয় হয়েছে ইউক্রেনের সরঞ্জাম।

এই ব্যর্থতার কারণে যুদ্ধে জয়ী হওয়ার বিষয়ে ইউক্রেনীয়দের আশাবাদে ভাটা পড়ে। গত মাসে প্রকাশিত এক জরিপ অনুসারে, ৩২ শাতংশ মানুষ রাশিয়ার দখল করা ভূখণ্ডের অধিকার ছেড়ে যুদ্ধ অবসানে রাজি ছিলেন। এক বছর আগের তুলনায় এমন মানুষের সংখ্যা বেড়েছে দশ শতাংশ।

কিন্তু সম্প্রতি মনোভাব পাল্টে গেছে। অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন উদ্দীপনা দেখা যাচ্ছে। রয়টার্সের সঙ্গে কথা বলা অনেক সেনা জানিয়েছেন, তারা রাশিয়ার বিরুদ্ধে লড়াই কতে আগ্রহী।

ইউক্রেনের গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা রোমান কস্টেঙ্কো বলেছেন, দীর্ঘদিন ধরে এমন একটি জয় আমাদের প্রয়োজন ছিল। অনেক দিক থেকেই এটি একটি গুরুত্বপূর্ণ সাফল্য–আন্তর্জাতিকভাবে ও আমাদের নিজেদের জন্য।

যদিও তিনি স্বীকার করেছেন, ইউক্রেনীয় সেনারা প্রতিরোধের মুখে পড়ছে এবং ক্ষয়ক্ষতি হচ্ছে। 

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
২১ আগস্ট ২০২৪, ২০:৩৪
কুরস্ক অভিযানে মনোবল বাড়ছে ইউক্রেনীয়দের
সম্পর্কিত
ভারতীয় পর্যটন প্রচারের আকর্ষণ এখন ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান
দালাই লামার উত্তরসূরি, চীন-ভারত সংঘাত আর একটি সোনার কৌটো
ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপ-কমান্ডার নিহতের দাবি
সর্বশেষ খবর
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি