X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

জি-৭ সম্মেলন: ইউক্রেন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রত্যাশা জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুন ২০২৪, ২২:১১আপডেট : ১৩ জুন ২০২৪, ২২:১১

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বিশ্বের সাতটি ধনী দেশের নেতাদের জি-৭ সম্মেলনে রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইরত ইউক্রেনের সহযোগিতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। বৃহস্পতিবার (১৩ মে) টেলিগ্রামে এক পোস্টে তিনি এই আশাবাদ ব্যক্ত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জেলেনস্কি বলেছেন, সম্মেলনের বড় অংশ ইউক্রেন, আমাদের প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহনশীলতার জন্য বরাদ্দ থাকবে।

হোয়াইট হাউজ বলেছে, রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে প্রতি বছর ইউক্রেনের জন্য ৫০ বিলিয়ন ডলার বরাদ্দে মার্কিন পরিকল্পনায় ভালো অগ্রগতি অর্জন করেছে জি-৭।

ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর পুগলিয়াতে জি-৭ সম্মেলনে হাজির হয়েছেন জেলেনস্কি। বৃহস্পতিবার তিনি জাপানের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছেন। একই ধরনের চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গেও স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

জি-৭ দেশগুলোর মধ্যে রয়েছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলার পর এই দেশগুলো ইউক্রেনকে গুরুত্বপূর্ণ আর্থিক ও সামরিক সহযোগিতা দিয়ে আসছে।

জি-৭ দেশগুলো ও ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক রাশিয়ার জব্দকৃত সম্পদের পরিমাণ প্রায় ৩২৫ বিলিয়ন ডলার। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের বেশিরভাগ সম্পদ বেলজিয়ামে রয়েছে।

আন্তর্জাতিক আইন অনুসারে, রাশিয়ার জব্দকৃত সম্পদ দেশগুলো ইউক্রেনকে দিতে পারে না। কিন্তু রুশ সম্পদ থেকে প্রতি বছর বিপুল পরিমাণ সুদ আয় হচ্ছে। প্রতি বছর সুদের পরিমাণ প্রায় ৩ বিলিয়ন ডলার। ফলে এই সুদকে সৃজনশীল উপায়ে কাজে লাগাতে চাইছে দেশগুলো। 

পরিকল্পনা অনুসারে, আন্তর্জাতিক বাজার থেকে একটি ঋণ গ্রহণ করে প্রতিবছর ৫০ বিলিয়ন ডলার দেওয়া হবে ইউক্রেনকে। ঋণের কিস্তি পরিশোধে রুশ সম্পদের সুদ থেকে ৩ বিলিয়ন প্রতি বছর পরিশোধ করা। 

তবে এমন কিছু বাস্তবায়নে বেশ কিছু জটিলতা এখনও রয়েছে। যেগুলোর সমাধান হয়নি।

 

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
১৩ জুন ২০২৪, ২২:১১
জি-৭ সম্মেলন: ইউক্রেন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রত্যাশা জেলেনস্কির
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপস্কুল বন্ধ ফ্রান্সে, ইতালিতে নিষিদ্ধ বাইরের কাজ
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় গাজার ব্যস্ত ক্যাফেতে ইসরায়েলি হামলার নৃশংসতা
সর্বশেষ খবর
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক