X
বুধবার, ১৯ মার্চ ২০২৫
৪ চৈত্র ১৪৩১

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেবে ইউক্রেন: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জুলাই ২০২৪, ২০:০৬আপডেট : ০৮ জুলাই ২০২৪, ২০:০৬

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ২৯ জন নিহত ও একটি শিশু হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ার পর প্রতিশোধের অঙ্গীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার (৮ জুলাই) ওয়ারশ সফরে এক সংবাদ সম্মেলনে তিনি এ অঙ্গীকারের কথা বলেছেন। এ সময় তিনি পোল্যান্ডের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিশ্ব নেতারা যখন মঙ্গলবার ওয়াশিংটনে শুরু হতে যাওয়া ন্যাটো সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন, তখন জেলেনস্কি কিয়েভের মিত্রদের প্রতি সোমবারের হামলার কঠোর জবাব দেওয়ার আহ্বান জানান। ওয়ারশতে সংবাদ সম্মেলনে রুশ হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিটের নীরবতা পালন দিয়ে শুরু হয়।

জেলেনস্কি বলেন, আমি আমাদের অংশীদারদের কাছ থেকে আরও দৃঢ় প্রতিক্রিয়া চাই। রাশিয়া আমাদের জনগণ, আমাদের ভূমি, আমাদের শিশুদের ওপর আবারও যে আঘাত করেছে সেটির আরও দৃঢ় জবাব চাই। আমরা নিশ্চিতভাবে প্রতিশোধ নেব, রাশিয়াকে কঠোর জবাব দেওয়া হবে। তবে আমাদের অংশীদাররা কীভাবে প্রতিক্রিয়া জানাবে, সেটাই প্রশ্ন।

তিনি আরও বলেন, কিয়েভ চায় তাদের মিত্রদের সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করে রাশিয়ার যে স্থান থেকে আক্রমণ চালাচ্ছে সেগুলোতে আঘাত হানতে।

জেলেনস্কি বলেন, আমরা আমাদের অংশীদারদের কাছ থেকে এমন সিদ্ধান্ত পেতে সত্যিই আগ্রহী। নাহলে তারা হয়ত আবারও এমন আক্রমণ দেখতে চান।

জেলেনস্কি জানান, ইউক্রেন তাদের পশ্চিমা অংশীদারদের কাছ থেকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও জ্বালানি খাতের সুরক্ষা বাড়ানোর জন্য দ্রুত পদক্ষেপের অপেক্ষায় রয়েছে। রাশিয়ার আক্রমণের পরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার পরিকল্পনা করছে কিয়েভ।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে রাশিয়া লক্ষ্যবস্তু করার পরিপ্রেক্ষিতে পোল্যান্ড শীতকালে ইউক্রেনের জ্বালানি সরবরাহ নিয়ে আলোচনা করছে।

তিনি আরও বলেছেন, ন্যাটো অঞ্চলে প্রবেশের আগেই ইউক্রেনের মাটিতে থাকা অবস্থায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করার বিষয়ে পোল্যান্ড আলোচনা করতে প্রস্তুত।

টাস্ক বলেন, আমাদের এখানে ন্যাটোর স্পষ্ট সহযোগিতা প্রয়োজন। কারণ এমন পদক্ষেপের জন্য ন্যাটোর যৌথ দায়িত্ব প্রয়োজন। আমরা এটির জন্য উন্মুক্ত এবং যৌক্তিকভাবে এটি একটি কার্যকর পদক্ষেপ হবে।

পোল্যান্ডের সঙ্গে এই চুক্তিটি কিয়েভের ২১তম নিরাপত্তা চুক্তি। এর আগে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির মতো দেশগুলোর সঙ্গে এমন চুক্তি সম্পন্ন হয়েছে।

এই চুক্তিগুলো ন্যাটো সদস্যদের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির মতো নয়। তবে এটি ইউক্রেনকে অস্ত্র ও অন্যান্য সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি। যাতে করে কিয়েভের নিরাপত্তা বজায় এবং ভবিষ্যতে যে কোনও আগ্রাসন রোধ করা যায়।

 

 

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
০৮ জুলাই ২০২৪, ২০:০৬
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেবে ইউক্রেন: জেলেনস্কি
সম্পর্কিত
ইউক্রেন যুদ্ধ বন্ধে স্থায়ী শান্তি চুক্তির প্রয়োজন, ফোনালাপে একমত ট্রাম্প-পুতিন
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে গাজায় যুদ্ধে ফেরার দাবি ইসরায়েলের 
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প-পুতিনের ফোনালাপ শুরু
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা
প্রশাসনে চলছে চাপা ক্ষোভ ও উত্তেজনা
প্রশাসনে চলছে চাপা ক্ষোভ ও উত্তেজনা
ইউক্রেন যুদ্ধ বন্ধে স্থায়ী শান্তি চুক্তির প্রয়োজন, ফোনালাপে একমত ট্রাম্প-পুতিন
ইউক্রেন যুদ্ধ বন্ধে স্থায়ী শান্তি চুক্তির প্রয়োজন, ফোনালাপে একমত ট্রাম্প-পুতিন
বাংলাদেশের ক্যাম্পে হামজা, ফাহমিদুল ইস্যুতে তাবিথের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা
বাংলাদেশের ক্যাম্পে হামজা, ফাহমিদুল ইস্যুতে তাবিথের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা
সর্বাধিক পঠিত
খুলছে উড়াল সেতু, এবার উত্তরের ঈদযাত্রা হবে স্বস্তির
খুলছে উড়াল সেতু, এবার উত্তরের ঈদযাত্রা হবে স্বস্তির
ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনের নেতাদের নামে মামলা, ছাত্রদলের প্রতিবাদ
ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনের নেতাদের নামে মামলা, ছাত্রদলের প্রতিবাদ
পল্লবীতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
পল্লবীতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
জাবির ২৮৯ শিক্ষার্থীকে বহিষ্কারসহ বিভিন্ন শাস্তি, ৯ শিক্ষক সাময়িক বরখাস্ত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাজাবির ২৮৯ শিক্ষার্থীকে বহিষ্কারসহ বিভিন্ন শাস্তি, ৯ শিক্ষক সাময়িক বরখাস্ত
‘গ্রামীণ ইউনিভার্সিটি’ নামে নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন
‘গ্রামীণ ইউনিভার্সিটি’ নামে নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন