X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ইউক্রেনে ট্যাংক পাঠানো নিয়ে জার্মানির সামরিক গোলযোগ

বিদেশ ডেস্ক
২৫ মে ২০২২, ২১:৪০আপডেট : ২৫ মে ২০২২, ২১:৪৪

রাশিয়ার আক্রমণ থেকে প্রতিরক্ষার জন্য চার সপ্তাহ ইউক্রেনকে কয়েক ডজন বিমানবিধ্বংসী ট্যাংক দিয়ে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি। কয়েক দশকের সামরিক ধৈর্য্যের পর বার্লিনের এই ঘোষণাকে টার্নিং পয়েন্ট হিসেবে মনে করা হচ্ছে। প্রতিশ্রুত এই জেপার্ড ট্যাংকের প্রথম চালান ইউক্রেন পাবে জুলাই মাসে।

মঙ্গলবার ইউক্রেনের একজন সংসদ সদস্য বলেছেন, রুশ সেনারা যখন দেশের পূর্বাঞ্চলে আক্রমণ চালাচ্ছে তখন জুলাই মাসে জার্মান অস্ত্র পাওয়া অনেক বিলম্বিত হবে।

আনাসটাসিয়া রাডিনা নামের এই সংসদ সদস্য বলেন, “আমাদের কাছে, জুলাই হলো, ‘কী?’”

ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামে রয়টার্সকে তিনি বলেন, আমাকে এভাবে বলতে দিন: ফর্মুলা দুধ নেই এমন এক মা নবজাতক সন্তানকে নিয়ে একটি বেজমেন্টে বসে থাকতে বাধ্য হয়েছেন। তাকে জিজ্ঞেস করুন, তার জন্য জুলাই কত দূর?

ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে মস্কো আক্রমণের মনোযোগ দেওয়ার কিয়েভের পক্ষ থেকে ভারী অস্ত্রের জন্য আহ্বান জানানো হচ্ছে। কিন্তু জার্মানির ট্যাংক পাঠানোতে বিলম্বের একটি কারণ ছিল গোলাবারুদের ঘাটতি। এই খাতের সূত্র ও ইউক্রেনীয় রাষ্ট্রদূত বলছেন, প্রথম প্রতিশ্রুতি ঘোষণার সময়ও বার্লিন এই ঘাটতির কথা জানত।

এই সংশয় প্রকাশ্যে আনছে ২৪ ফেব্রুয়ারি রুশ আক্রমণ কীভাবে বার্লিনকে ব্যাক ফুটে নিয়ে গেছে। জার্মানির সেনাপ্রধান বলেছেন, সামরিক অ্যাকশনের জন্য বার্লিন সম্পূর্ণরূপে অসজ্জিত। যদিও দেশটির রয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম প্রতিরক্ষা শিল্প। সরকারি তথ্য অনুসারে, ২০২১ সালে দেশটি ৯.৩৫ বিলিয়ন ইউরো মূল্যের অস্ত্র রফতানি করেছে।

জার্মান জেপার্ড ট্যাংক ৩৫এমএম গোলাবর্ষণ করে এগিয়ে আসা যুদ্ধবিমান লক্ষ্য করে। জার্মানি এখন আর এগুলো ব্যবহার করে না। এগুলো গোলা বিশেষভাবে উৎপাদন করতে হয়। দেশটির কাছে এগুলো মজুতও আছে স্বল্প।

নাম প্রকাশে অনিচ্ছুক এই খাতের একটি সূত্র জানায়, গোলাবারুদসহ যখন অস্ত্র সরবরাহ করা হবে তখন এটি অর্থবহ হবে- শুরু থেকেই এ সম্পর্কে সবাই স্পষ্ট ছিল।

গোলাবারুদের ঘাটতির বিষয়ে জানতে চাইলে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, যেখানে সহযোগিতা দেওয়া সম্ভব সরকার তা করছিল।

২০ মে বার্লিন জানায়, তারা গোলাবারুদ পেয়েছে এবং ট্যাংকগুলো পাঠাচ্ছে। তবে পর্যাপ্ত গুলি পাওয়া গেছে কিনা জানতে চাইলে মন্ত্রণালয় কোনও সাড়া দেয়নি।

জেপার্ড ট্যাংক ছাড়াও ইউক্রেনকে আরও বেশ কিছু ভারী অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি।

দ্য জেপার্ড, ইংরেজিতে বলা হয় চিতা। এখন এগুলো খুব কম দেশ ব্যবহার করে। এক দশক আগে জার্মানি নিজেদের জেপার্ড বিক্রি করে। ফলে তাদের গুলি মজুতের প্রয়োজন ছিল। এগুলোর মালিক এখন কেএমডব্লিউ প্রতিরক্ষা কোম্পানি। এই বিষয়ে কোম্পানির মুখপাত্র মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

ন্যাটো মিত্ররা ইউক্রেনে এখন পর্যন্ত সোভিয়েত আমলের বিভিন্ন ধরনের অস্ত্র পাঠিয়েছে। পূর্ব ইউরোপীয় দেশগুলোর কাছে এগুলো মজুত ছিল। তবে সম্প্রতি কয়েকটি মিত্র দেশ পশ্চিমা হাউইটজার পাঠাতে শুরু করেছে। ৬ মে জার্মানি জানিয়েছিল, তারাও ইউক্রেনে ৭টি স্বচালিত হাউইটজার পাঠাবে।

সূত্র: রয়টার্স

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩০
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০২
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৪
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০১
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৪
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০১
সম্পর্কিত
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
সর্বশেষ খবর
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
বেসিস নির্বাচন২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা