X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

আলোচনার সাহস থাকা উচিত ইউক্রেনের: পোপ ফ্রান্সিস

আন্তর্জাতিক ডেস্ক
০৯ মার্চ ২০২৪, ২৩:০০আপডেট : ০৯ মার্চ ২০২৪, ২৩:০০

ক্যাথলিক ধর্মালম্বীদের শীর্ষ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের জন্য ইউক্রেনের আলোচনার সাহস থাকা উচিত। গত মাসে রেকর্ডকৃত এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। সুইজার‍ল্যান্ডের সম্প্রচারমাধ্যম আরএসআই সাক্ষাৎকারটি আগামী ২০ মার্চ প্রচার করবে। সাক্ষাৎকারটির খণ্ডাংশ শনিবার (৯ মার্চ) দেখার সুযোগ পেয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক আক্রমণ তিন বছরে গড়িয়েছে। চলমান এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে তিনি একটি সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন। তবে পোপ ফ্রান্সিসের সাক্ষাৎকার এর আগেই রেকর্ড করা হয়েছে।

ইস্তাম্বুলে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে নতুন এই প্রস্তাব দিয়েছিলেন এরদোয়ান। তবে জেলেনস্কি বলেছেন, তিনি শান্তি চান। কিন্তু কোনও ভূখণ্ড ছাড় দেবেন না।

ইউক্রেনীয় নেতার প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় ইউক্রেনের ভূখণ্ড থেকে সব রুশ সেনা প্রত্যাহার ও পূর্বে সীমান্ত পুনর্বহাল করার কথা বলা হয়েছে। কিয়েভের শর্তে কোনও শান্তি আলোচনায় জড়িত হওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছে রাশিয়া।

সাক্ষাৎকারে পোপ ফ্রান্সিসকে জিজ্ঞেস করা হয়েছিল চলমান একটি বিতর্ক নিয়ে। বিতর্কে এক পক্ষ বলছে রাশিয়ার সেনাবাহিনীর আক্রমণ যেহেতু প্রতিহত করতে পারছে না ইউক্রেন, তাই তাদের হাল ছেড়ে দেওয়া উচিত। অপরপক্ষ বলছে, এর ফলে শক্তিশালীদের কর্মকাণ্ডকে বৈধতা দেওয়া হবে। সাক্ষাৎকারগ্রহিতা প্রশ্নে ‘সাদা পতাকা’ পরিভাষা ব্যবহার করেছেন।

জবাবে ফ্রান্সিস বলেছেন, এটি একটি ব্যাখ্যা এবং সত্যি। কিন্তু আমি মনে করি শক্তিশালী হলো তারা যারা পরিস্থিতির দিকে খেয়াল করছে, মানুষের কথা ভাবছে এবং সাদা পতাকা ও আলোচনার সাহস রাখে।

তিনি বলেছেন, আন্তর্জাতিক পরাশক্তিগুলোর সহযোগিতায় এই আলোচনা অনুষ্ঠিত হওয়া উচিত।

পোপ বলেন, আলোচনা শব্দটি একটি সাহসী শব্দ। যখন আপনি দেখছেন হেরে যাচ্ছেন, সবকিছু ঠিকমতো এগোচ্ছে না, তখন আপনার আলোচনার জন্য সাহস থাকা উচিত। 

ধারণা করা হচ্ছে, এই প্রথম ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় পোপ ফ্রান্সিস সাদা পতাকা বা পরাজিত শব্দ ব্যবহার করেছেন। যদিও অতীতে তিনি আলোচনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছিলেন।

গত বছর ৮৭ বছর বয়সী পোপ একজন শান্তিদূত পাঠিয়েছিলেন মস্কো, কিয়েভ ও ওয়াশিংটনে। 

আলোচনার বিষয়ে ফ্রান্সিস বলেছেন, কেউ হয়ত লজ্জাবোধ করতে পারে। কিন্তু কত মানুষ মরলে যুদ্ধের অবসান হবে? সময় মতো আলোচনা করা উচিত, মধ্যস্থতাকারী দেশ খুঁজে বের করা উচিত।

তিনি আরও বলেছেন, পরিস্থিতি আরও খারাপ হওয়া আগে আলোচনায় লজ্জা পাওয়ার কিছু নেই।

মধ্যস্থতা করতে প্রস্তুত কি-না জানতে চাইলে পোপ বলেছেন, আমি আছি। 

সাক্ষাৎকারের আরেক অংশে হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ নিয়ে কথা বলেছেন পোপ ফ্রান্সিস। তিনি বলেছেন, আলোচনা কখনও আত্মসমর্পণ নয়।

গত মাসে জেলেনস্কি বলেছিলেন, রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ৩১ হাজার ইউক্রেনীয় সেনা এবং রুশ দখলকৃত অঞ্চলে লাখো বেসামরিক নিহত হয়েছেন।  

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
০৯ মার্চ ২০২৪, ২৩:০০
আলোচনার সাহস থাকা উচিত ইউক্রেনের: পোপ ফ্রান্সিস
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩০
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০২
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৪
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০১
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৪
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০১
সম্পর্কিত
প্রেসিডেনশিয়াল ডিবেটে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প, যা জানা গেলো
পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে গ্রেফতার ২০
জাপানে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
সর্বশেষ খবর
বংশালে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
বংশালে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
প্রেসিডেনশিয়াল ডিবেটে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প, যা জানা গেলো
প্রেসিডেনশিয়াল ডিবেটে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প, যা জানা গেলো
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে গ্রেফতার ২০
পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে গ্রেফতার ২০
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম