X
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩
২০ অগ্রহায়ণ ১৪৩০

ইউক্রেনে পারমাণবিক হামলা নিয়ে যা বললেন পুতিন মিত্র

আন্তর্জাতিক ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৫

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র ও সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ইউক্রেনে একটি পারমাণবিক হামলার সম্ভাব্য দৃশ্যপট হাজির করেছেন। রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে থাকা মেদভেদেভ বলেছেন, একটি পারমাণবিক বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট সরাসরি সংঘাতে লিপ্ত হতে খুব ভয় পাবে। মঙ্গলবার তিনি এসব কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

দিমিত্রি মেদভেদেভ বলেছেন, যদি সীমা ছাড়িয়ে যাওয়া হয় তাহলে পারমাণবিক অস্ত্র দিয়ে নিজেদের প্রতিরক্ষার অধিকার রয়েছে রাশিয়া। নিশ্চিতভাবে এটি কোনও ধাপ্পা নয়।

গত সপ্তাহে পুতিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার রাশিয়ায় সেনা সমাবেশের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে ইউক্রেনের দখলকৃত ভূখণ্ডকে নিজেদের করে নিতে গণভোটের আয়োজন করছে রাশিয়া। পুতিন পশ্চিমাদের হুমকি দিয়ে বলেছেন যে, রাশিয়াকে সুরক্ষার জন্য পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন বলে যা বরছেন তা কোনও ধাপ্পা নয়।

টেলিগ্রামে এক পোস্টে মেদভেদেভ বলেন, কল্পনা করুন ইউক্রেনীয় শাসকদের বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ অস্ত্র ব্যবহার করতে বাধ্য হয়েছে রাশিয়া, যে শাসকরা বড় ধরনের আগ্রাসন চালিয়েছে, ফলে তাদের অস্তিত্ব আমাদের রাষ্ট্রের জন্য বিপজ্জনক।

মেদভেদেভের মন্তব্যে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহার সংক্রান্ত নীতির কথা হুবহু তুলে ধরেছেন। যাতে বলা হয়েছে, প্রচলিত অস্ত্রে রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে।

৫৭ বছর বয়সী পুতিন মিত্র মেদভেদেভ এক সময় নিজেকে সংস্কারকামী হিসেবে তুলে ধরেছিলেন। রাশিয়াকে ‘মুক্ত’ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতেও রাজি ছিলেন তিনি। কিন্তু গত কয়েক মাস ধরে তিনি প্রকাশ্যে পুতিনের ঘনিষ্ঠ মহলে নিজেকে একজন যুদ্ধবাজ হিসেবে তুলে ধরছেন।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে একাধিকবার তিনি পারমাণবিক বিশৃঙ্খলার হুমকি দিয়েছেন এবং পশ্চিমাদের লক্ষ্য অবমাননামূলক মন্তব্য করেছেন।

মেদভেদেভ বলেন, শুধু নিজেদের কথা শোনা সেই বধির কানগুলোকে আমি আবারও মনে করিয়ে দিতে চাই। প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকার রাশিয়ার রয়েছে।

ইউক্রেনে পারমাণবিক হামলার সম্ভাব্য দৃশ্যপট তুলে ধরে মেদভেদেভ বলেছেন, এমন পরিস্থিতিতে ন্যাটো নিজেকে জড়াবে না।

তিনি বলেন, আমি মনে করি এমন পরিস্থিতি সৃষ্টি হলে তাতে সরাসরি জড়াবে না ন্যাটো। একটি পারমাণবিক বিপর্যয়ের পর মহাসাগর ও ইউরোপের বক্তৃতাবাজি থেমে যাবে না।

 

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
০২ নভেম্বর ২০২৩, ২৩:৩৬
সম্পর্কিত
গাজায় তুমুল লড়াই চলছে: ইসরায়েলি কমান্ডার
মার্কিন সিনেটরদের কাছে ইউক্রেনের জন্য সহযোগিতা চাইবেন জেলেনস্কি
পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবিলায় ইরানকে পাশে চায় রাশিয়া
সর্বশেষ খবর
আসন ছাড় বাড়তে পারে ওয়ার্কার্স পার্টি-জাসদের
আসন ছাড় বাড়তে পারে ওয়ার্কার্স পার্টি-জাসদের
টাইম ম্যাগাজিনের চোখে বর্ষসেরা অ্যাথলেট মেসি
টাইম ম্যাগাজিনের চোখে বর্ষসেরা অ্যাথলেট মেসি
তিন পার্বত্য জেলার ৩৩ কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে হেলিকপ্টারে
তিন পার্বত্য জেলার ৩৩ কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে হেলিকপ্টারে
সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
৪ আসনে ছাড় পাচ্ছে আওয়ামী লীগের শরিকেরা
জোট শরিকদের ‘শক্তি নিয়ে ক্ষোভ’ শেখ হাসিনার৪ আসনে ছাড় পাচ্ছে আওয়ামী লীগের শরিকেরা
ইসিতে শাহজাহান ওমর, সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার
ইসিতে শাহজাহান ওমর, সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার
একটি নম্বরে থাকবে রোগীর সব তথ্য
একটি নম্বরে থাকবে রোগীর সব তথ্য
বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বয়সসীমা ৩২ বছর
বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বয়সসীমা ৩২ বছর
আজকের আবহাওয়া: দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
আজকের আবহাওয়া: দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস