X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ইউক্রেনে পারমাণবিক হামলা নিয়ে যা বললেন পুতিন মিত্র

আন্তর্জাতিক ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৫

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র ও সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ইউক্রেনে একটি পারমাণবিক হামলার সম্ভাব্য দৃশ্যপট হাজির করেছেন। রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে থাকা মেদভেদেভ বলেছেন, একটি পারমাণবিক বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট সরাসরি সংঘাতে লিপ্ত হতে খুব ভয় পাবে। মঙ্গলবার তিনি এসব কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

দিমিত্রি মেদভেদেভ বলেছেন, যদি সীমা ছাড়িয়ে যাওয়া হয় তাহলে পারমাণবিক অস্ত্র দিয়ে নিজেদের প্রতিরক্ষার অধিকার রয়েছে রাশিয়া। নিশ্চিতভাবে এটি কোনও ধাপ্পা নয়।

গত সপ্তাহে পুতিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার রাশিয়ায় সেনা সমাবেশের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে ইউক্রেনের দখলকৃত ভূখণ্ডকে নিজেদের করে নিতে গণভোটের আয়োজন করছে রাশিয়া। পুতিন পশ্চিমাদের হুমকি দিয়ে বলেছেন যে, রাশিয়াকে সুরক্ষার জন্য পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন বলে যা বরছেন তা কোনও ধাপ্পা নয়।

টেলিগ্রামে এক পোস্টে মেদভেদেভ বলেন, কল্পনা করুন ইউক্রেনীয় শাসকদের বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ অস্ত্র ব্যবহার করতে বাধ্য হয়েছে রাশিয়া, যে শাসকরা বড় ধরনের আগ্রাসন চালিয়েছে, ফলে তাদের অস্তিত্ব আমাদের রাষ্ট্রের জন্য বিপজ্জনক।

মেদভেদেভের মন্তব্যে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহার সংক্রান্ত নীতির কথা হুবহু তুলে ধরেছেন। যাতে বলা হয়েছে, প্রচলিত অস্ত্রে রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে।

৫৭ বছর বয়সী পুতিন মিত্র মেদভেদেভ এক সময় নিজেকে সংস্কারকামী হিসেবে তুলে ধরেছিলেন। রাশিয়াকে ‘মুক্ত’ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতেও রাজি ছিলেন তিনি। কিন্তু গত কয়েক মাস ধরে তিনি প্রকাশ্যে পুতিনের ঘনিষ্ঠ মহলে নিজেকে একজন যুদ্ধবাজ হিসেবে তুলে ধরছেন।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে একাধিকবার তিনি পারমাণবিক বিশৃঙ্খলার হুমকি দিয়েছেন এবং পশ্চিমাদের লক্ষ্য অবমাননামূলক মন্তব্য করেছেন।

মেদভেদেভ বলেন, শুধু নিজেদের কথা শোনা সেই বধির কানগুলোকে আমি আবারও মনে করিয়ে দিতে চাই। প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকার রাশিয়ার রয়েছে।

ইউক্রেনে পারমাণবিক হামলার সম্ভাব্য দৃশ্যপট তুলে ধরে মেদভেদেভ বলেছেন, এমন পরিস্থিতিতে ন্যাটো নিজেকে জড়াবে না।

তিনি বলেন, আমি মনে করি এমন পরিস্থিতি সৃষ্টি হলে তাতে সরাসরি জড়াবে না ন্যাটো। একটি পারমাণবিক বিপর্যয়ের পর মহাসাগর ও ইউরোপের বক্তৃতাবাজি থেমে যাবে না।

 

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩০
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০২
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৪
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০১
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৪
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০১
সম্পর্কিত
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা