X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

ইউক্রেনে পারমাণবিক হামলা নিয়ে যা বললেন পুতিন মিত্র

আন্তর্জাতিক ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৫

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র ও সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ইউক্রেনে একটি পারমাণবিক হামলার সম্ভাব্য দৃশ্যপট হাজির করেছেন। রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে থাকা মেদভেদেভ বলেছেন, একটি পারমাণবিক বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট সরাসরি সংঘাতে লিপ্ত হতে খুব ভয় পাবে। মঙ্গলবার তিনি এসব কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

দিমিত্রি মেদভেদেভ বলেছেন, যদি সীমা ছাড়িয়ে যাওয়া হয় তাহলে পারমাণবিক অস্ত্র দিয়ে নিজেদের প্রতিরক্ষার অধিকার রয়েছে রাশিয়া। নিশ্চিতভাবে এটি কোনও ধাপ্পা নয়।

গত সপ্তাহে পুতিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার রাশিয়ায় সেনা সমাবেশের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে ইউক্রেনের দখলকৃত ভূখণ্ডকে নিজেদের করে নিতে গণভোটের আয়োজন করছে রাশিয়া। পুতিন পশ্চিমাদের হুমকি দিয়ে বলেছেন যে, রাশিয়াকে সুরক্ষার জন্য পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন বলে যা বরছেন তা কোনও ধাপ্পা নয়।

টেলিগ্রামে এক পোস্টে মেদভেদেভ বলেন, কল্পনা করুন ইউক্রেনীয় শাসকদের বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ অস্ত্র ব্যবহার করতে বাধ্য হয়েছে রাশিয়া, যে শাসকরা বড় ধরনের আগ্রাসন চালিয়েছে, ফলে তাদের অস্তিত্ব আমাদের রাষ্ট্রের জন্য বিপজ্জনক।

মেদভেদেভের মন্তব্যে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহার সংক্রান্ত নীতির কথা হুবহু তুলে ধরেছেন। যাতে বলা হয়েছে, প্রচলিত অস্ত্রে রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে।

৫৭ বছর বয়সী পুতিন মিত্র মেদভেদেভ এক সময় নিজেকে সংস্কারকামী হিসেবে তুলে ধরেছিলেন। রাশিয়াকে ‘মুক্ত’ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতেও রাজি ছিলেন তিনি। কিন্তু গত কয়েক মাস ধরে তিনি প্রকাশ্যে পুতিনের ঘনিষ্ঠ মহলে নিজেকে একজন যুদ্ধবাজ হিসেবে তুলে ধরছেন।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে একাধিকবার তিনি পারমাণবিক বিশৃঙ্খলার হুমকি দিয়েছেন এবং পশ্চিমাদের লক্ষ্য অবমাননামূলক মন্তব্য করেছেন।

মেদভেদেভ বলেন, শুধু নিজেদের কথা শোনা সেই বধির কানগুলোকে আমি আবারও মনে করিয়ে দিতে চাই। প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকার রাশিয়ার রয়েছে।

ইউক্রেনে পারমাণবিক হামলার সম্ভাব্য দৃশ্যপট তুলে ধরে মেদভেদেভ বলেছেন, এমন পরিস্থিতিতে ন্যাটো নিজেকে জড়াবে না।

তিনি বলেন, আমি মনে করি এমন পরিস্থিতি সৃষ্টি হলে তাতে সরাসরি জড়াবে না ন্যাটো। একটি পারমাণবিক বিপর্যয়ের পর মহাসাগর ও ইউরোপের বক্তৃতাবাজি থেমে যাবে না।

 

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিলেন পুতিন
ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর প্রতিশ্রুতি ট্রাম্পের
বিমান চলাচলের জন্য আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে পাকিস্তান
সর্বশেষ খবর
ভাঙ্গায় রাতের অন্ধকারে তিন জনকে কুপিয়ে জখম, একজনের মৃত্যু
ভাঙ্গায় রাতের অন্ধকারে তিন জনকে কুপিয়ে জখম, একজনের মৃত্যু
মানুষ দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন চাইলেও সরকার নীরব: রিজভী
মানুষ দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন চাইলেও সরকার নীরব: রিজভী
৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়া ঘোড়া’
৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়া ঘোড়া’
পিএসএলের সব ম্যাচ রাওয়ালপিন্ডিতে করার পরিকল্পনা
পিএসএলের সব ম্যাচ রাওয়ালপিন্ডিতে করার পরিকল্পনা
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ