X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ইউক্রেনে আরও হাই-টেক অস্ত্র পাঠানো হচ্ছে: পেন্টাগন

বিদেশ ডেস্ক
২৪ মে ২০২২, ২০:৫১আপডেট : ২৪ মে ২০২২, ২০:৫১

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, প্রায় ৫০ দেশের প্রতিরক্ষা নেতারা সোমবার বৈঠক করেছেন এবং ইউক্রেনে আরও অত্যাধুনিক অস্ত্র পাঠাতে একমত হয়েছেন। এসব অস্ত্রের মধ্যে রয়েছে হারপুন লাঞ্চার এবং ক্ষেপণাস্ত্র। এসব অস্ত্র ইউক্রেনের উপকূল রক্ষায় ব্যবহার হবে।

এছাড়া যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলে জানিয়েছেন, ইউক্রেনে কিছু মার্কিন সেনা পাঠানো যায় কিনা তানিয়ে ‘স্বল্প-পরিসরে’ আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, যুদ্ধ শুরুর আগে ইউক্রেনে থাকা সামান্য কিছু মার্কিন সেনা প্রত্যাহার করা হয় এবং যুদ্ধকালীন বাহিনী পাঠানোর কোনও পরিকল্পনা নেই। তবে মার্ক মিলের মন্তব্যের জেরে কিয়েভে মার্কিন দূতাবাসের নিরাপত্তার জন্য কিছু সেনা পাঠানোর সম্ভাবনা উন্মোচিত হয়েছে।

যুক্তরাষ্ট্র ইউক্রেনে অত্যাধুনিক ভ্রাম্যমাণ রকেট লাঞ্চার পাঠানোর কথা বিবেচনা করছে কিনা জানতে চাইলে এনিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান লয়েড অস্টিন। কিয়েভ এই অস্ত্র পাঠানোর অনুরোধ করেছে জানিয়ে অস্টিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনে বলেন, প্রায় ২০টি দেশ সোমবার ইউক্রেনে নতুন নিরাপত্তা সহায়তা প্যাকেজ পাঠানোর ঘোষণা দিয়েছে।

বিশেষ করে ডেনমার্ক ইউক্রেনের উপকূল রক্ষায় হারপুন লাঞ্চার এবং ক্ষেপণাস্ত্র পাঠাতে সম্মত হয়েছে বলে জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। কৃষ্ণ সাগরে রয়েছে রুশ জাহাজ। আর সেগুলো ব্যবহার করে ইউক্রেনে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। এছাড়া ইউক্রেনীয় বন্দরে বাণিজ্যিক জাহাজ প্রবেশে বাধা দিচ্ছে এসব রুশ জাহাজ।

প্রতিরক্ষা নেতাদের ভার্চুয়াল বৈঠকের সমাপণী ভাষণে লয়েড অস্টিন বলেন, ‘আমরা ইউক্রেনের অগ্রাধিকারের প্রয়োজনীয়তা এবং যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে তীক্ষ্ণ এবং যৌথ উপলব্ধি অর্জন করেছি’। তিনি বলেন, ‘অনেক দেশ অতি প্রয়োজনীয় আর্টিলারি গোলাবারুদ, উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, ট্যাংক এবং অন্যান্য সামরিক যান প্রদান করছে। অন্যরা প্রশিক্ষণের জন্য নতুন প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে এসেছে।’

সূত্র: এপি

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩০
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০২
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৪
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০১
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৪
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০১
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
ইউক্রেনকে ৫৫০ কোটি ডলারের সহায়তা দেবে সুইজারল্যান্ড
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!